
গত কয়েক বছরে ইন্ডোর প্ল্যান্ট কেনার হিড়িক আগের তুলনায় অনেক বেড়েছে। ঘরের মধ্যে একটুকরো সবুজ থাকলে দেখতে মন্দ লাগে না। চোখের যেমন আরাম হয় তেমনই মনও ভাল থাকে। কথায় বলে ইন্ডোর প্ল্যান্টের তেমন যত্ন নিতে হয় না। সময় মত জল আর সার দিলেই চলে।

তবে বর্ষায় ইন্ডোর প্ল্যান্টে নানা রকম সমস্যা দেখা দেয়। বিশেষত বর্ষার শেষে বাড়ে পোকামাকড়, ছত্রাকের উপদ্রব। আর তাই এই কারণেই এই সময় গাছের প্রতি বাড়তি সতর্কতা দরকার।

বর্ষায় সবচেয়ে বেশি হয় পিঁপড়ের উপদ্রব। এই সময় যেমন পিঁপড়েরা ঘরের কোনায় ডিম পাড়ে তেমনই গাছেও আক্রমণ করে। আর গাছে পিঁপড়ে যদি আক্রমন করে তাহলে গাছের গোড়াতে ঢুকে তা মারাত্মক ক্ষতি করে। মূলত কোনও ব্যাকটেরিয়া বা পোকা থেকেই পরবর্তীতে আসে পিঁপড়ের উপদ্রব।

আর তাই যদি দেখেন গাছের গায়ে সাদা ছোট ফেনার মত কোনও বস্তু লেগে রয়েছে বা জল দেওয়ার পরও গাছের পাতা শুকিয়ে যাচ্ছে তাহলে কিন্তু সাবধান। অর্থাৎ আপনার পছন্দের গাছে পিঁপড়ে ধরেছে। এখনই সরাতে না পারলে গাছ বাঁচানো মুশকিল।

গাছের চারপাশে গ্যামাক্সিন ছড়িয়ে দিতে পারেন। এছাড়াও পিপারমেন্ট তেল স্প্রে করতে পারেন। সবথেকে ভাল যদি হাফ বোতল ইসদুষ্ণ জলে এক চামচ লিক্যুইড ডিশ ওয়াশার মিশিয়ে নেন। এবার তা ভাল করে স্প্রে করে দিন গাছের চারপাশে। একদিন ছাড়া এই স্প্রে করতে থাকুন।

কাঁচা হলুদ মিক্সিতে পিশে নিয়ে ওর সঙ্গে জল মিশিয়ে স্প্রে করুন। তাহলে যে কোনও ফাঙ্গাস থেকে গাছকে তা রক্ষা করবে। ফটকিরি জলে মিশিয়ে গাছের গোড়ায় দিন। এতেও মাটি ভাল থাকবে। পিঁপড়ে, পোকামাকড় তাড়ানো সম্ভব হবে। এই ফটকিরি জল দিলে গাছে ফুলও বেশি আসে।