Acne Problems: মুখে অতিরিক্ত ব্রণ বা আঁচিল হচ্ছে? হতে পারে বড় রোগের লক্ষণ
Sukla Bhattacharjee |
Jun 25, 2024 | 8:21 PM
Acne Problems: ব্রণ, পিম্পলস, চোখের নীচে ডার্ক সার্কেল বা মুখের ফোলা ভাব খুব সাধারণ ঘটনা বা ত্বকের সমস্যা বলে আমরা মনে করি। কিন্তু, এগুলি বিশেষ কোনও রোগের লক্ষণ হতে পারে। কোনটি কী রোগের উপসর্গ জেনে নিন। ই অতিরিক্ত ব্রণ বা পিম্পলস হলে চিকিৎসকের পরামর্শ নিন এবং PCOS পরীক্ষা করান।
1 / 8
মুখ মনের আয়না! কেবল মন নয়, শরীরেরও আয়না আমাদের মুখ। তাই শারীরিক কোনও সমস্যা হলে তার প্রভাব মুখেও পড়ে। তাই মুখের সাধারণ সমস্যাও অবহেলা করা উচিত নয়
2 / 8
ব্রণ, পিম্পলস, চোখের নীচে ডার্ক সার্কেল বা মুখের ফোলা ভাব খুব সাধারণ ঘটনা বা ত্বকের সমস্যা বলে আমরা মনে করি। কিন্তু, এগুলি বিশেষ কোনও রোগের লক্ষণ হতে পারে। কোনটি কী রোগের উপসর্গ জেনে নিন
3 / 8
ভুট্টায় অতিরিক্ত প্রোটিন রয়েছে। যাঁদের ব্রণ, পিম্পলস বা ত্বকের সমস্যা রয়েছে, তাঁদের শরীরে অতিরিক্ত প্রোটিন গেলে ত্বকের সমস্যা আরও বাড়তে পারে
4 / 8
মুখে ক্রমাগত ফোলাভাব দেখা দিলে ঠান্ডা লেগেছে ভেবে উপেক্ষা করবেন না। কিডনি বা লিভারের বিশেষ কোনও সমস্যা হলে মুখ ফুলতে পারে। এছাড়া এটা থাইরয়েডেরও লক্ষণ হতে পারে। তাই ক্রমাগত মুখে ফোলাভাব হলে চিকিৎসকের পরামর্শ নিন
5 / 8
অনেকেরই চোখের নীচে ডার্ক সার্কেল থাকে। ঘুম কম হওয়া বা মানসিক চাপ ভেবে এটা অনেকেই উপেক্ষা করেন। কিন্তু, এটা শারীরিক দুর্বলতা, অ্যালার্জি বা রক্তাল্পতার লক্ষণ হতে পারে। তাই চিকিৎসকের পরামর্শে ওষুধ ও পথ্য ঠিকমতো নিলে এই সমস্যা কেটে যাবে
6 / 8
শুষ্ক ত্বক খুবই সাধারণ ঘটনা। অনেকেরই ত্বক শুষ্ক। কিন্তু, এর পিছনে বিশেষ কারণও থাকতে পারে। শরীরে জলের ঘাটতি হলে ত্বক রুক্ষ-শুষ্ক হয়ে পড়ে। এছাড়া থাইরয়েডের কারণেও ত্বক শুষ্ক হতে পারে। তাই থাইরয়েড পরীক্ষা করান এবং বেশি পরিমাণে ফল, সবজি ও জল খান
7 / 8
অনেকের মুখের ত্বক বা চোখে হলুদ ভাব দেখা দেয়। এরকম হলে কখনও অবহেলা করবেন না। এটা লিভারের গুরুতর সমস্যার লক্ষণ। জন্ডিস হলে ত্বক, চোখ হলুদ হয়ে যেতে পারে। তাই এরকম হলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিন
8 / 8
ত্বকে হঠাৎ করে আঁচিল দেখা দিলে কখনও উপেক্ষা করবেন না। এটা কেবল ত্বকের সমস্যা নাও হতে পারে। রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা হঠাৎ করে অনেকটা বেড়ে গেলেও আঁচিল হতে পারে। তাই হঠাৎ করে বা অতিরিক্ত আঁচিল হলে কোলেস্টেরল পরীক্ষা করান