বাড়িতে কোনও অনুষ্ঠান হোক কিংবা যে কোনও পার্টি—এই ধরনের পরিবেশে অনেকেই মদ্যপান করতে ভালবাসেন। কিন্তু এই মদ্যপান যে আপনার জীবনে ঘোর বিপদ ডেকে আনছে তা কি জানেন? এমনটাই বলেছেন সাধু প্রেমানন্দ মহারাজ। মদ্যপান করলে এত দিন সবাই জানতেন শরীর খারাপ হতে পারে। কিন্তু জানেন কি মদ্যপান করলেন মৃত্যুর পরও দিতে হবে খেসারত। সম্প্রতি প্রেমানন্দ মহারাজ তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে সেই বাণীই ভাগ করে নিয়েছেন।
মদ্যপান করলে মৃত্যুর পর কী হয়? তিনি বলেছেন, “অনেকই মদ্য পান করেন। মদ্য পান করে আসলে তাঁরা নিজেদের উপাসকদের অপমান করেন। মৃত্যুর পর নরকে ঠাঁই হয় তাঁদের। যমরাজের দূতরা সেখানে চাবুক নিয়ে অপেক্ষা করছে। যাঁরা সারা জীবন মদ্য পান করেছেন নরকে যাওয়ার পরেও রেহাই মেলে না তাঁদের। যমরাজের দূতরা চাবুক মেরে তাঁদের শরীর ক্ষতবিক্ষত করে।’ প্রেমানন্দ মহারাজের উপদেশ, ‘মদ খাওয়া, গুরুজনদের অপমান করা, হিংসা বন্ধ করতে হবে। এসবে পৈশাচিক বুদ্ধি বৃদ্ধি পায়। তাই মদ বর্জন করাই শ্রেয়।”
উল্লেখ্য, উত্তরপ্রদেশের মথুরা বৃন্দাবনের সাধু প্রেমানন্দ মহারাজ। তাঁর দর্শন পেতে দূর দূরান্ত থেকে আসেন ভক্তরা। সম্প্রতি প্রেমানন্দের টানে তাঁর কাছে গিয়েছিলেন অনুষ্কা শর্মা এবং বিরাট কোহলি। মহারাজকে একবার চাক্ষুষ করতে রীতিমতো ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেন ভক্তরা। প্রেমানন্দ মহারাজের আধ্যাত্মিক বাণী শুনতে ভিড় জমান অগুণিত ভক্ত। অনলাইন মাধ্যমেও সম্প্রচারিত হয় তাঁর বাণী। সেই ভিডিয়োতে লাখ লাখ ভিউ পড়ে। প্রেমানন্দের বহু ভক্তেরই দাবি, তাঁর বাণী শুনে বদলে গিয়ে জীবনের মোড়। অনেকেই দাবি করেছেন, মহারাজজির বাণীতে উদ্বুদ্ধ হয়েই জীবনের সঠিক মানে খুঁজে পেয়েছেন তাঁরা। জীবনের সঠিক পথের দিশা খুঁজে পেয়েছেন। সোশ্যাল মিডিয়াতেও বেশ ভাইরাল প্রেমানন্দ মহারাজের ভিডিয়োগুলি।