AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rakhi 2025 Gift Ideas: রাখিতে কী উপহার দেবেন? ১০০-৫০০০ টাকা, রইল আপনার বাজেট অনুসারে গিফট আইডিয়া

Rakhi Gift 2025: বোন যেমন রাখি পরাবে তেমনই ভাইদেরও দিতে হবে উপহার। কিন্তু রাখিতে কী উপহার দেবেন? কিছুতেই তা ভেবে উঠতে পারছেন না? কুছ পরোয়া নেহি। ১০০-৫০০ বাজেট যাই হোক না কেন রইল সেই অনুযায়ী গিফট আইডিয়া।

Rakhi 2025 Gift Ideas: রাখিতে কী উপহার দেবেন? ১০০-৫০০০ টাকা, রইল আপনার বাজেট অনুসারে গিফট আইডিয়া
| Updated on: Aug 01, 2025 | 2:22 PM
Share

পড়ে গেল অগস্ট মাস। সামনেই রাখি বন্ধন উৎসব। এই দিন ভাইয়ের মঙ্গল কামনায় রাখি পরিয়ে দেন বোনেরা। তাজা হয়ে ওঠে শৈশবের স্মৃতি, দুষ্টুমি, আর একে অপরের প্রতি স্নেহ ও সুরক্ষার অনুভূতি। তবে বোন যেমন রাখি পরাবে তেমনই ভাইদেরও দিতে হবে উপহার। কিন্তু রাখিতে কী উপহার দেবেন? কিছুতেই তা ভেবে উঠতে পারছেন না? কুছ পরোয়া নেহি। ১০০-৫০০ বাজেট যাই হোক না কেন রইল সেই অনুযায়ী গিফট আইডিয়া।

১০০ টাকার মধ্যে রাখির উপহার

বাজেট ১০০ টাকা হলে পছন্দের চকোলেটের প্যাকেট দিতে পারেন। ফিতে দিয়ে মুড়ে দিলেই উৎসবের ছোঁয়া পাবে। দিতে পারেন রঙিন হেয়ার ক্লিপ বা স্ক্রাঞ্চি – ব্যবহারযোগ্য এবং চটজলদি উপহার। ফুলেল বা মজাদার ডিজাইনের হ্যান্ডকর্চিফ বা পকেট টিস্যু, নিজের হাতে লেখা একটি চিঠি বা হ্যান্ডমেড কার্ড হতে পারে হৃদয় ছোঁয়া উপহার। কিংবা ছোট একটি হাতব্যাগে রাখার আয়নাও হতে পারে সহজে ব্যবহারযোগ্য।

২০০ টাকার মধ্যে রাখির উপহার

বোন বা দিদির নামের আদ্যক্ষর বা রাশিচিহ্নযুক্ত একটি সুন্দর কি-চেন দিতে পারেন। মেহেন্দি কোণ ও নেল আর্ট স্টিকার – যদি সাজতে ভালবাসে। মজাদার প্রিন্টের ফ্যাব্রিক মাস্ক সেট – সময়োপযোগী এবং চিন্তাশীল উপহার। বালা বা পায়েল সেট – ঐতিহ্যবাহী কিন্তু মিষ্টি উপহার। ছোট টেবিল ফটো ফ্রেম – তার সঙ্গে তোলা একটি ছবি লাগিয়ে দিতে পারেন।

১,০০০ টাকার মধ্যে রাখির উপহার

অক্সিডাইজড কানের দুল বা বোহো জুয়েলারি সেট – উৎসব বা দৈনন্দিন ব্যবহার দুয়ের জন্যই উপযুক্ত। হাতে আঁকা বুকমার্ক বা জার্নাল – বইপ্রেমী বা লেখার অভ্যাস থাকা বোনের জন্য। সুতির স্কার্ফ – হালকা ও স্টাইলিশ, ফিউশন বা ট্র্যাডিশনাল লুকে মানিয়ে যায়। সুগন্ধি মোমবাতি বা ইনসেন্স হোল্ডার – ঘরে সৌন্দর্য ও প্রশান্তি আনে। সাজানো পেন স্ট্যান্ড বা ডেস্ক অর্গানাইজার – দরকারি এবং নিজের মতো করে সাজানো যায়।

২,০০০ টাকার মধ্যে রাখির উপহার

ঐতিহ্যবাহী পটলি ব্যাগ বা ক্লাচ – উৎসবের দিনে ব্যবহারযোগ্য ও স্টাইলিশ। সেল্ফ-কেয়ার হ্যাম্পার – বাথ সল্ট, সাবান ও ফেস প্যাক – আরামদায়ক সন্ধ্যার জন্য। নাম লেখানো দেয়ালের ডেকরেটিভ প্লেট বা নেমপ্লেট – তার ঘরের জন্য ব্যক্তিগত স্পর্শ। রেশমের স্টোল বা এমব্রয়ডারির শাল – পরিপাটি এবং সুন্দর উপহার। ছোট একটি ইনডোর প্ল্যান্ট ও সুন্দর সিরামিক টব – তার ডেস্ক বা সাজঘরে প্রাণ আনবে।

৫,০০০ টাকার মধ্যে রাখির উপহার

সোনার জল করা দুল বা পেনড্যান্ট – ক্লাসিক, স্থায়ী ও চিরন্তন পছন্দ। ডিজাইনার শাড়ি বা সালোয়ার স্যুট – আসন্ন উৎসবের জন্য চমৎকার উপহার। হাতে তৈরি কাঠের জুয়েলারি বক্স – তার গয়না গুছিয়ে রাখার জন্য উপযুক্ত। পার্সোনালাইজড ফটো ফ্রেম কোলাজ – পুরনো স্মৃতিতে ভরা একটি স্নেহময় উপহার। ইনস্ট্যান্ট ফটো প্রিন্টার বা ডেকরেটিভ এলইডি ল্যাম্প – প্রযুক্তি আর অনুভূতির মেলবন্ধন।

মনে রাখবেন, রাখি স্পেশাল করতে বড় বাজেটের প্রয়োজন নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল উপহারের পিছনের ভাবনা ও ভালবাসা। সেটি হাতে তৈরি একটি কার্ড হোক বা দরকারি ছোট কোনও জিনিস, অথবা স্মৃতিময় কোনও উপহার।