AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shaving Tips: রোজ দাড়ি কাটা কি ভাল না খারাপ? কী ক্ষতি হতে পারে

এই দাড়ি কাটা নিয়েই প্রচলন র‍য়েছে নানা কথার। কেউ কেউ মনে করেন প্রতিদিন দাড়ি কামালে নাকি ত্বকের ক্ষতি হয়। তবে সত্যিটা আসলে কি? দাড়ি রোজ কাটলে কী হয়? ক্ষতি? দেখে নিন এক নজরে।

Shaving Tips: রোজ দাড়ি কাটা কি ভাল না খারাপ? কী ক্ষতি হতে পারে
| Updated on: Jul 23, 2024 | 8:29 PM
Share

দাড়ি নিয়ে এমনিতেই পরীক্ষা নিরিক্ষার শেষ নেই। কেউ রাখেন এক গাল ভর্তি দাড়ি তো কেউ রাখেন ছোট করে ফ্রেঞ্চ কাট। কাউর আবার পছন্দ সুন্দর করে ট্রিম করা দাড়ি। কেউ আবার দাড়ি নয় কেবল গোঁফ রাখেন তো কাউর সেটুকু পছন্দ না পসন্দ।

আবার এই দাড়ি কাটা নিয়েই প্রচলন র‍য়েছে নানা কথার। কেউ কেউ মনে করেন প্রতিদিন দাড়ি কামালে নাকি ত্বকের ক্ষতি হয়। তবে সত্যিটা আসলে কি? দাড়ি রোজ কাটলে কী হয়? ক্ষতি? দেখে নিন এক নজরে।

ত্বকের উজ্জ্বলতা বাড়ে বিশেষজ্ঞদের মতে রোজ দাড়ি কাটলে গালের ত্বকের ওপর থেকে সমস্ত মৃতকোষ সরে যায়। ত্বকের জেল্লা ফিরে আসে। মুখের হারানো উজ্জ্বলতা বাড়ে।

ত্বকের ক্ষত সেরে যায় রোজ দাড়ি কাটলে ত্বকের ভিতরে যদি ক্ষত থাকে, সে সব সেরে যায়। ত্বক থেকে তেল ক্ষরণ কম হয়। তাই যাঁদের তৈলাক্ত ত্বক তাঁদের আরও রোজ দাড়ি কামানো উচিত।

ব্রণের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় রোজ দাড়ি কাটলে ব্রণর সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। মুখে বয়েসের ছাপ পড়ে না। বয়স্কদের মুখের ত্বকের বলিরেখা দূর হয়।

কী ভাবে দাড়ি কামানো উচিত দাড়ি কাটার আগে গালে যে ক্রিম মাখা হয়, তা ত্বকের ‘পিএইচ’ ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। তবে রেজার বা ব্লেড ত্বকে চেপে ধরে দাড়ি কাটলে, ভাল ভাবে দাড়ি কামানো হয়। এই ধারণা ভুল। তবে শেভিং ক্রিম লাগিয়ে দিনের পর দিন দাড়ি কামালে ত্বকের ক্ষতি হয়।