চলার পথে জুতো আমাদের সবচেয়ে প্রয়োজনীয় সঙ্গী। মানুষ দু-পায়ের ওপর ভর করে দাঁড়িয়ে থাকে। সেই পায়ের যত্ন নেয় জুতো। তার ঠিক গুরুত্বটা কতখানি, তা তো বলাই বাহুল্য। স্নিকারস, বুট, রেঞ্জারস থেকে শুরু করে বাড়িতে পরার স্লিপার্স… জুতো ছাড়া কিন্তু এক পাও চলতে পারবেন না আপনি। অতএব, জুতোর প্রকারভেদ সম্পর্কে আমাদের আগেভাগে জেনে নেওয়া প্রয়োজন।
১) স্নিকার্স:
স্নিকার্স বহুবছর ধরেই ফ্যাশনে রয়েছে। কভার করা কাপড়ের এই জুতো খুবই আরামদায়ক। কমফরটেবল জামা যেমন আমাদের প্রাত্যাহিক জীবনে প্রয়োজন, ঠিক তেমনই প্রয়োজন কমফরটেবল জুতো। শীতকালে সমস্ত পোশাকের সঙ্গেই আপনি পরতে পারেন স্নিকার্স।
২) কিটেন হিলস:
কিটেন আপনাকে এক মেয়েলি, সূক্ষ্ম, শীর্ণকায় এবং সুন্দর লুক দেবে। বেশিরভাগ দামি কোম্পানি এই কিটেন হিলস তৈরি করে থাকে। ফরমাল পোশাকের সঙ্গে কিটেন হিলসে মহিলাদের বেশ লাস্যময়ী লাগে।
৩) গ্ল্যাডিয়েটরস:
সামার-সি বা সান-কিসড লুকে গ্ল্যাডিয়েটরস কখনওই মন্দ দেখাবে না। ২০২১-এর গরমকালীন জুতোর স্টাইলের মধ্যে গ্ল্যাডিয়েটরসের রং-বেরঙের জুতোর ফিতে উল্লেখযোগ্য।
আরও পড়ুন: জন্মদিনের পার্টিতে লাইমলাইটে আলিয়ার ‘শর্ট ড্রেস’, বার্থ ডে গার্লের পোশাকের দাম জানেন?
৪) ফ্ল্যাটফর্ম সু:
নব্বই দশকের ফ্ল্যাটফর্ম সু আবার বর্তমান শীত-গ্রীষ্মের ফ্যাশনে ফিরে আসছে। সব উচ্চতার মেয়েদের এই জুতোয় ভাললাগে।
৫) ক্লগস্:
ক্লগস্ সু অফিসে যাওয়া মহিলাদের জন্য ফ্যশনে এখন ট্রেন্ডিং। এই জুতোর সোলগুলো অপেক্ষাকৃত মোটা হয়। স্বল্পউচ্চ মেয়েদের এই জুতোয় কিউট দেখায়। পাহাড়ি মেয়েদের এই ধরণের জুতো পরতে দেখা যায়।
৬) মেনসওয়্যার ফেমিনিস্ট স্টাইল:
ছেলেদের জুতোও মেয়েরা আজ বেশ স্মার্টলি ক্যারি করে।
৭) সিম্পল ফ্ল্যাট:
যে কোনও ট্র্যাডিশনাল পোশাকের সঙ্গে সিম্পল ফ্ল্যাট জুতো ছাড়া সম্পূর্ণ হয় না। গুজরাট, রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানায় এই ধরণের জুতোর চল রয়েছে প্রধানত।