TV9 বাংলা ডিজিটাল: ধরুন আপনি পড়াশোনায় তুখোড়। চিরকাল ফার্স্ট হয়েছেন। তার মানেই যে কর্মক্ষেত্রেও (work life) ফার্স্ট হবেন, তার কিন্তু কোনও মানে নেই। কারণ আপনি যে পেশাতেই থাকুন না কেন, বিষয়ের উপর দখল থাকা নিশ্চয়ই জরুরি। কিন্তু একই সঙ্গে জরুরি কিছু সফট স্কিল (skill)। এই বিশেষ দক্ষতা না থাকলে কিন্তু কর্মক্ষেত্রে পিছিয়ে পড়তে হবে। দেখুন তো, এই সফট স্কিল আপনার আয়ত্তে রয়েছে কিনা।
খোলা মন
কর্মক্ষেত্রে আর লড়াইটা একার নয়। সামগ্রিক। আপনাকে টিম হিসেবে কাজ করতে হবে। সেখানে বাকি সহকর্মীদের বিভিন্ন আইডিয়া খোলা মনে গ্রহণ করতে হবে। যে কোনও আলোচনায় খোলা মনে অংশ নিতে হবে। না! তার মানে এই নয়, যে সব আইডিয়া বা মতামতের সঙ্গে আপনি একমত হবেন। কিন্তু ধৈর্য্য ধরে, খোলা মনে বাকিদের বক্তব্য শোনার দক্ষতা তৈরি করতে হবে। আবার সমালোচনাও করতে হবে খোলা মনেই।
আরও পড়ুন, শাহরুখ-গৌরীর দিল্লির বাড়িতে কী রয়েছে জানেন?
যোগাযোগ
যোগাযোগ অর্থাৎ কমিউনিকেশন। কর্মক্ষেত্রে লিখিত বা মৌখিক কমিউনিকেশনে দক্ষ হতে হবে। আপনার আইডিয়া, বক্তব্য স্পষ্ট করে বোঝাতে না পারলে বাকিদের পক্ষে তা বোঝা সম্ভব নয়। আবার কমিউনিকেশন ভাল হলেই, অন্য কারও বক্তব্য বুঝতে অসুবিধে হলে তা প্রশ্ন করে বুঝে নিতে পারবেন সহজে। লিখিত বা মৌখিক কমিউনিকেশনের সমস্যা থাকলে তা কেরিয়ারের কয়েক বছর পরে আপনার দিকেই ব্যুমেরাং হয়ে আসবে।
ফিডব্যাক
আপনার দেওয়া আইডিয়া বা পরামর্শ সব সময় যে বাকিদের ভাল লাগবে, তা নয়। আবার সব সময় তা প্রতিষ্ঠানের স্বার্থে উপযোগী নাও হতে পারে। সেক্ষেত্রে ফিডব্যাক গ্রহণ করার মতো মানসিকতা তৈরি করা জরুরি। নেগেটিভ ফিডব্যাক থেকে শিক্ষা নিয়ে পরের কাজটা আরও ভাল করে করার চেষ্টা করতে হবে।
আরও পড়ুন, ভয় পান, নাকি এই ভূতেদের পছন্দ করেন আপনি?
নেটওয়ার্ক
আপনি যে পেশায় রয়েছেন, সেই পেশার মানুষদের সঙ্গে পরিচিতি থাকলে আপনারই সুবিধে। পেশা সংক্রান্ত বিভিন্ন রকম খবর পাওয়া যায়। আবার কোনও কোনও পেশার শর্তই হল, বিভিন্ন পেশার মানুষের সঙ্গে পরিচিতি। তাই নেটওয়ার্ক বাড়িয়ে রাখা আপনাকেই পেশাদার হিসেবে আরও তীক্ষ্ণ করে তুলবে।
পজিটিভ এনার্জি
যে কোনও পেশাতেই পজিটিভ এনার্জি রাখাটা খুব জরুরি। কর্মক্ষেত্রে সব কিছু আপনার পছন্দ মতো হবে না। সেটাই স্বাভাবিক। কিন্তু পজিটিভ এনার্জি না থাকলে এ সব সামলাতে পারবেন না। আর কোনও কাজই টেকেন ফর গ্র্যান্ডেড নিয়ে নিলে কিন্তু আপনার কোনও গ্রোথ হবে না।
আরও পড়ুন, “মা বিশ্বাসঘাতক, মায়ের কথা বিশ্বাস করো না” প্রকাশ্যে কেন বললেন ঋতাভরী?