Durga Pujo: পুজোর আবহে সমস্ত কেনাকাটা সেরে কীভাবে পকেট বাঁচাবেন? রইল টিপস

megha |

Sep 24, 2024 | 3:26 PM

Savings Tips: অক্টোবর জুড়ে উৎসব। দুর্গাপুজো ছাড়াও রয়েছে কালীপুজো, ভাইফোঁটা। যেমন রয়েছে আনন্দ, তেমনই পকেটের দিকে তাকিয়ে কপালে ভাঁজ পড়ছে। উৎসবের আনন্দে মেতে উঠতে গিয়ে আর্থিক অবস্থা খারাপ করা চলবে না।

Durga Pujo: পুজোর আবহে সমস্ত কেনাকাটা সেরে কীভাবে পকেট বাঁচাবেন? রইল টিপস
Image Credit source: David Talukdar

Follow Us

বাঙালির বারো মাসে তেরো পার্বন। তবে, দুর্গাপুজোর মতো মহোৎসব কিছু নেই। মাস শেষ হতে চলেছে। অক্টোবর জুড়ে উৎসব। দুর্গাপুজো ছাড়াও রয়েছে কালীপুজো, ভাইফোঁটা। যেমন রয়েছে আনন্দ, তেমনই পকেটের দিকে তাকিয়ে কপালে ভাঁজ পড়ছে। উৎসবের আনন্দে মেতে উঠতে গিয়ে আর্থিক অবস্থা খারাপ করা চলবে না। পকেট বাঁচিয়ে কীভাবে কেনাকাটা করবেন, উৎসবে মেতে উঠবেন, রইল টিপস।

বাজেট তৈরি করুন: পুজোয় কেনাকাটা একটু বেশিই হয়। নিজের জন্য জামাকাপড় কেনা ছাড়াও আত্মীয়-স্বজনকেও উপহার দেন। তাছাড়া বাড়ি সাজানোর জন্যও টুকটাক জিনিস কেনেন। প্রথমে বাজেট তৈরি করে নিন। কোন খাতে কত টাকা ব্যয় করবেন তা ঠিক করে নিন। সেই মতো খরচ করুন। বাজেট অনুযায়ী কেনাকাটা করুন। পাশাপাশি কী-কী কিনতে হবে তার তালিকা তৈরি করে রাখুন। এতে অতিরিক্ত ব্যয় এড়িয়ে চলতে পারবেন।

কেনাকাটা করুন বুঝেশুনে: পুজোর মুখে অনেক অনলাইন শপিং অ্যাপে ছাড় চলছে। এই সুযোগে জামাকাপড় ও অন্যান্য জিনিসপত্র কিনে নিতে পারেন। অনলাইনে কেনাকাটা করলে ক্রেডিট কার্ড ও ডেবিট কার্ডে‌ও বিভিন্ন ডিসকাউন্ট ও অফার পেতে পারেন। সব দোকানে দাম কষাকষি করা যায় না। আবার দোকানেও আপনি ভাল মানের জিনিস পেতে পারেন। তাও বাজেটের মধ্যে।

সংযত থাকুন: পুজোর সময় অনেকেরই বেড়াতে যাওয়ার প্ল্যান থাকে। সেই মতো বাজেটও থাকে। কিন্তু বেড়াতে গেলে হাতে একটু বেশি টাকা রাখতে হয়। সেক্ষেত্রে পুজোর সময় অপ্রয়োজনীয় জামাকাপড় কেনা থেকে বিরত থাকুন। এছাড়া বেড়াতে যাওয়া হোক বা রেস্তোরাঁ খেতে যাওয়া, বন্ধু বা পরিবারের সকলের সঙ্গে দল বেঁধে এই কাজগুলো করুন। এতে একা হাতে সব খরচ করতে হবে না। আর্থিক ভার কমবে।

Next Article