স্পেনে গত ৬মাস চলেছিল বন্দীদশা। করোনা সংক্রমণকে রুখতে কঠোর লকডাউন করেছিল দেশ। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর সরকার তুলে দিয়েছে লকডাউন। আনন্দে আত্মহারা স্পেনবাসী। মাদ্রিদ শহরজুড়ে হাজার হাজার তরুণ-তরুণী রাস্তায় বাঁধনছাড়া উৎসবে মেতে ওঠে। এ যেন কবির ভাসায় খেলা ভাঙার খেলা। কেউ সেলফিতে মগ্ন, কেউ আবার এতদিন বাদে বন্ধুকে পেয়ে জড়িয়ে ধরছে, কেউ তো রাস্তার মাঝে প্রকাশ্যেই খাচ্ছে চুমু। নেচে-গেয়ে মেতে থাকা স্পেনের এই চিত্র আগে দেখেনি কেউ।
তবে এই বেলাগাম উচ্ছ্বাস প্রশাসনের কাছে কিন্তু ফের চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। বার্সেলোনা বিচে পুলিশের ভ্যান টহল দিচ্ছে ক্রমাগত। মাইকে করে বলছেন, ৬-জনের বেশি একসঙ্গে থাকবেন না কেউ। মাদ্রিদের পুয়ের্তা ডেল স্কোয়ারে পুলিশ গিয়ে সবাইকে সরিয়ে দিচ্ছে। যদিও দেশের বেশিরভাগ মানুষের ভ্যাকসিন নেওয়া হয়ে গিয়েছে, তবে এই পরিস্থিতে এরকম জনসমাগমে সরকারের মাথায় বেশ ভাঁজ পড়েছে।
আরও পড়ুন: গোয়া যাবেন ভাবছেন? প্ল্যানটা ২৩মে-এর পর করুন, তবে কোভিড বিধি মেনে।
করোনায় প্রায় ৮০ হাজার মানুষ প্রাণ হারিয়েছে এদেশে। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এদেশ টানা ৬মাস লকডাউন করে। তবে বর্তমানে সব বার, রেস্তোঁরা, ক্যাফে খুলে গিয়েছে।