কাজল কালো চোখ, কপালে লাল টিপ, আর গায়ে বাহারি বেনারসী… বাঙালি বিয়ে বললেই নববধুর এই রূপই নিশ্চয়ই মনের মণিকোঠা থেকে উঁকি দেয় আপনার। এই সাধের বেনারসী যে রোজ গায়ে চাপিয়ে অফিসে যাবেন তাও সম্ভব নয়। প্রিয় বেনারসীকে যত্নে রাখবেন কী করে? আপনার জন্য রইল টিপস…
বেনারসী ঠিক রাখতে সব সময় তা জড়িয়ে রাখুল সুতির বা মসলিন কাপড়ে। এর ফলে বেনারসির যে কাজ তা নষ্ট হবে না একদমই। একই সঙ্গে রক্ষা করবে ভ্যাপসা আবহাওয়া থেকেও।
আরও পড়ুন :গ্রীষ্মকালে চামড়ার জুতো চকচকে রাখবেন কীভাবে?
আপনার মনে হল, কাঞ্জিভরম, গাদোয়াল, তাঁত, বেনারসী সব একসঙ্গে পর পর ভাঁজ করে রেখে দেবেন, একদম নয়। তাহলে শাড়ির গুণগত মান নষ্ট হয়ে যাবে কয়েক বছরেই। বেনারসী সব সময় আলাদা জায়গায় আলাদা ভাবে রাখবেন। তাতে করে এক শাড়ির সঙ্গে অন্য শাড়ির ঘষাঘষিতে শাড়ি খারাপ হয়ে যাওয়ার ভয় নেই।
ধাতব হ্যাঙ্গার ব্যবহার করবেন না বেনারসী শাড়ির ক্ষেত্রে। ধাতব হ্যাঙ্গার অনেক সময় রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে শাড়ির ঔজ্জ্বল্য হ্রাস করে দিতে পারে।
আরও পড়ুন:মেহেন্দি দ্রুত তুলে ফেলতে চাইলে কী কী করবেন?
পরিষ্কার করার পর কখনই কিন্তু শাড়ি রোদে শুকতে দেবেন না। অতিরিক্ত তাপে শাড়ির কাজ উঠে যেতে পারে। রঙ জ্বলে যেতে পারে। যদি শাড়ি ইস্ত্রি করাতে দেন সেক্ষেত্রেও তাপমাত্রার কথা মাথায় রাখবেন। পালিশ, সে ক্ষেত্রে সবচেয়ে ভাল অপশন।
ডিটারজেন্ট দিয়ে বেনারসী না ধোয়াই ভাল। এ ক্ষেত্রেও রঙ উঠে যেতে পারে। পরিবর্তে ড্রাই ওয়াশ করতে দিতে পারেন।