Dating App: ডেটিং অ্যাপে মনের মানুষ খুঁজছেন? নিজের সুরক্ষার দিকটাও মাথায় রাখুন
'প্রেমের ফাঁদ'-এর সঙ্গে সঙ্গে জুড়ে রয়েছে হাজারো অসাধু লোকের অসাধু উদ্দেশ্য। তাই সাবধান, দুম করে কাউকে মন দেওয়ার আগে মাথায় রাখুন এই বিষয়গুলি।

একা একা থাকতে আর ভালো লাগে না। অথচ মনের মানুষ আর পাচ্ছেন কই! হাজার চেষ্টা করেও কিছুতেই মনের মিল হয়না। অগত্যা ভরসা সেই ডেটিং অ্যাপ। এখানে যেমন অনেকেই খুঁজে পেয়েছেন নিজের মনের মানুষ তেমনই অনেককেই হতে হয়েছে প্রতারণার স্বীকার। ‘প্রেমের ফাঁদ’-এর সঙ্গে সঙ্গে জুড়ে রয়েছে হাজারো অসাধু লোকের অসাধু উদ্দেশ্য। তাই সাবধান, দুম করে কাউকে মন দেওয়ার আগে মাথায় রাখুন এই বিষয়গুলি।
প্রোফাইল দেখে সাবধান হোন। যদি ডেটিং অ্যাপে কারও প্রোফাইলে ছবি, না থাকে তাহলে তাঁর সঙ্গে বেশি কথা না বলাই ভাল। কথা হলেও কখনও নিজের হাঁড়ির কথা, ঠিকানা, বা অন্য কোনও তথ্য তাঁকে বলবেন না।
কারও সঙ্গে দেখা করার আগে তাঁর বিষয়ে যথেষ্ট খোঁজখবর নিন। তাঁর প্রোফাইল ও ছবি ভাল করে দেখুন, সমাজমাধ্যমে তাঁর অনান্য প্রোফাইল ভাল করে দেখে নিন। সেখানে কোনও মিউচুয়াল ফ্রেন্ড থাকলে সম্ভব হলে সেই চেনা বন্ধুর কাছেও খবর নিতে পারেন, সেই মানুষটি সম্পর্কে। সন্দেহজনক কিছু দেখলে সাবধান।
অনেকেই প্রেমের নাম করে টাকা চেয়ে বসে হুটহাট, আপনি হয়তো ভাবলেন সে আপনার মনের মতো মানুষ। নেট মাধ্যমের বন্ধুত্ব যখন প্রেমের দিকে গড়ায়, তখন তাঁকে অনেকটা ভরসা করতে ইচ্ছা করে। কিন্তু টাকা যতই কম হোক না কেন, তা না পাঠানোই ভাল।
নেট মাধ্যমে অল্প দিনের পরিচিতিতে, শুরুতেই নিজের সব ব্যক্তিগত তথ্য দেবেন না। যেমন ব্যাঙ্ক অ্যাকাউন্টের নম্বর, বাড়ি কিংবা অফিস, কলেজ ইত্যাদির ঠিকানা- এই সব তথ্য একেবারেই পাঠাবেন না। এতে কিন্তু বড় ক্ষতি হতে পারে।
যদি কোনও অ্যাকাউন্টের কার্যকলাপ বা ঘটনা আপনার ও অন্যদের বিপদ ডাকছে বলে আপনার মনে হয়, তাহলে আগে সেটিকে রিপোর্ট ও ব্লক করে দিন।
