বিমানটি প্রাথমিকভাবে নিজের নির্ধারিত সময় দুপুর ২ টোর সময়ই উড়ে গিয়েছিল বলে খবর। কিন্তু ফিরে এসে তার পরবর্তীর যাত্রার সময় নির্ধারণ করা হয় বিকেল ৫ টা বেজে ১২ মিনিটে। যদিও সেই বিমানটিকে আর ব্যবহার করা হয়নি। সূত্রের খবর, বিমানটি বদল করে অন্য একটি বিমানের মাধ্যমে এরপর বাকিদের লন্ডন পাঠানো হয়।
ফাইল চিত্র।