Stain Removing: বাথরুমে কলের মুখে মরচে ধরে হলুদ হয়ে গিয়েছে? এই উপায় হয়ে উঠবে ঝকঝকে

Jul 27, 2024 | 3:34 PM

অনেক জায়গায় জলে আয়রনের মাত্রা বেশি থাকে। যার টের পাওয়া যায় বাথরুমে গেলেই। সুন্দর করে, টাইলস বসিয়ে, আধুনিক কায়দায় সাজানো বাথরুম। আর তার মধ্যে যদি কলের মুখ হলুদ হয়ে থাকে তাহলে কিরম লাগে ভাবুন। দীর্ঘ দিন ধরে আয়রনের সমস্যায় হলুদ হয়ে যায় কলের মুখে। বিশেষ করে সেই কল যদি স্টিলের হয় তাহলে আরও বেশি। আবার […]

Stain Removing: বাথরুমে কলের মুখে মরচে ধরে হলুদ হয়ে গিয়েছে? এই উপায় হয়ে উঠবে ঝকঝকে

Follow Us

অনেক জায়গায় জলে আয়রনের মাত্রা বেশি থাকে। যার টের পাওয়া যায় বাথরুমে গেলেই। সুন্দর করে, টাইলস বসিয়ে, আধুনিক কায়দায় সাজানো বাথরুম। আর তার মধ্যে যদি কলের মুখ হলুদ হয়ে থাকে তাহলে কিরম লাগে ভাবুন। দীর্ঘ দিন ধরে আয়রনের সমস্যায় হলুদ হয়ে যায় কলের মুখে। বিশেষ করে সেই কল যদি স্টিলের হয় তাহলে আরও বেশি। আবার অনেক সময় স্টিলের বা লোহার কলে দীর্ঘ দিন ধরে জল লেগেও মরচে ধরতে পারে।

অনেকেই সেই দাগ তলার অনেক চেষ্টা করেন। কিন্তু কিছুতেই উঠতে চায় না দাগ। তবে আসলে কিন্তু এই দাগ উঠে যায় নিমেষেই। শুধু জানতে হবে সঠিক টোটকা।

মরচের দাগ তুলতে বেকিং সোডা নয়, অব্যর্থ ওষুধ হতে পারে দাঁত মাজার মাজন। মাজন ঠিক আপনার দাঁতের মতোই আপনার স্নানঘরের কলকেও রাখবে চকচকে।

কলের মুখের কাছে যেখানে পুরু হয়ে আয়রন জমেছে সেখানে মোটা করে মাজনের প্রলেপ লাগিয়ে দিন। ঐ অবস্থায় সারা রাত রেখে দিন। এতে মরচে খানিকটা নরম হয়ে যায়। এবার পরের দিন সকালে বাথরুম পরিষ্কার করার ব্রাশ দিয়ে ঘষে নিলেই মরচে উঠে যাবে ম্যাজিকের মতো।

Next Article