গরম থেকে বাঁচতে অনেকেই পাহাড়ি ডেস্টিনেশনকে বেছে নেন। আর হাতের কাছে উত্তরবঙ্গের পাহাড়ি গ্রাম থাকতে অন্য কোনও রাজ্যের কথা চট করে মাথায় আসে না। রাষ্ট্রপুঞ্জের বিশ্ব পর্যটন সংস্থার তরফে প্রতি বছর বিভিন্ন দেশের একাধিক পর্যটন কেন্দ্রকে ‘সেরা পর্যটন গ্রাম’-এর শিরোপা দেওয়া হয়। এ বছর সেই শিরোপার দৌড়ে রয়েছে কালিম্পংয়ের ৮টি গ্রাম। পানবুদারা, চুইখিম, নোকদারা, ইচ্ছেগাঁও, রিশপ, মুলখাগড়া, সুন্দরবস্তি ও পারেনটারকে ‘মডেল ভিলেজ’ হিসেবে বেছে নেওয়া হয়েছে। এর মধ্যে এমন অনেক পাহাড়ি গ্রাম রয়েছে, যা ইতিমধ্যেই পর্যটকদের কাছে জনপ্রিয়। আর আপনি যদি সেগুলো সম্পর্কে না জেনে থাকেন, তাহলে আপনার জন্য রইল এরই মধ্যে ৫টি গ্রামের খুঁটিনাটি।
চুইখিম- কালিম্পংয়ের কোলে অবস্থিত এই পাহাড়ি গ্রাম সমুদ্রপৃষ্ঠ থেকে ৩৫০০ ফুট উচ্চতায় অবস্থিত। মাত্র ২৫০টি পরিবার নিয়ে গড়ে উঠেছে গ্রামটি। গ্রামের পাশ দিয়ে বয়ে গিয়েছে লিস নদী। সেখানে গেলেই দেখা যায় হিমালয়ের বিভিন্ন প্রজাতির পাখি। তাছাড়া চুইখিম শান্ত একটি গ্রাম। নিউ জলপাইগুড়ি থেকে প্রায় ৭০ কিলোমিটারের পথ চুইখিম।
নোকদারা- ৫৬০০ ফুট উচ্চতায় অবস্থিত কালিম্পংয়ের নোকদারা। লাভা-লোলেগাঁও থেকে মাত্র ২৮ কিলোমিটার দূরত্বে অবস্থিত এই পর্যটককেন্দ্রটি। একটা ঝিলকে কেন্দ্র করে গড়ে উঠেছে গোটা পর্যটককেন্দ্রটি। এই ঝিলের আশেপাশে ঘুরেই আপনার সময় কেটে যাবে। যদিও ঘুরে দেখা যায় গ্রামের আশেপাশের অঞ্চল। কাছেই রয়েছে সামবিয়ং চা বাগান।
পানবুদারা- কাঞ্চনজঙ্ঘার ৩৬০ ডিগ্রি দৃশ্য দেখতে আপনাকে একবার হলেও যেতে হবে পানবুদারা। পানবু ভিউ পয়েন্টের জন্যই পর্যটকদের কাছে জনপ্রিয় পানবুদারা। শিলিগুড়ি থেকে রম্ভিবাজার বা কালিঝোরা হয়ে পৌঁছাতে পারেন পানবুদারা। দূরত্ব প্রায় ৭০ কিমি।
ইচ্ছেগাঁও- কালিম্পং থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরত্বে অবস্থিত ইচ্ছেগাঁও। রঙিন অর্কিড ও পাহাড়ের জংলা ফুল ইচ্ছেগাঁওয়ের শোভা বাড়িয়ে তোলে। ৫৮০০ফুট উচ্চতায় অবস্থিত ইচ্ছেগাঁওতে বাস লেপচাদের। যে কোনও মরশুমে আপনি ইচ্ছেগাঁও বেড়াতে যেতে পারেন। কালিম্পংয়ের এই পাহাড়ি গ্রাম থেকে দেখা মেলে কাঞ্চনজঙ্ঘার।
রিশপ- ৮৫০০ ফুট উচ্চতায় অবস্থিত রিশপ হল কালিম্পংয়ের একটি ‘অফবিট’ পর্যটনকেন্দ্র। ‘রি’ শব্দের অর্থ পাহাড়ের চূড়া আর ‘শপ’ মানে পুরনো গাছ। পাহাড়ের চূড়ায় সবুজে ঘেরা জঙ্গল নিয়ে গড়ে উঠেছে রিশপ। এখানে পাইন, ফার, অর্কিডের সারি। রিশপে শেরপা ও লেপচাদের বাস। যদিও রিশপ পর্যটকদের বেশ জনপ্রিয়। কালিম্পং বাজার থেকে রিশপের দূরত্ব মাত্র ২৮ কিলোমিটার।