Assam Travel: অসমে ঘুরতে যাবেন? আপনার ভ্যাকসিনের দুটো ডোজ় নেওয়ার পরেও কোভিড টেস্ট করাতে হবে

TV9 Bangla Digital | Edited By: aryama das

Jul 19, 2021 | 12:25 PM

আসাম সরকার তাঁর নতুন বিধিতে জানিয়েছে ভ্যাকসিনের দুটো ডোজ নেওয়ার পরেও কোভিড টেস্ট করাতে হবে সব পর্যটককে, নাহলে 'নো এন্ট্রি' আসামে।

Assam Travel: অসমে ঘুরতে যাবেন? আপনার ভ্যাকসিনের দুটো ডোজ় নেওয়ার পরেও কোভিড টেস্ট করাতে হবে

Follow Us

করোনার তৃতীয় ঢেউ একেবারেই দোরগোড়ায়। দেশজুড়ে পর্যটনের উপরে তৈরি হচ্ছে নিত্যনতুন বিধি। অসম সরকার তাঁদের নতুন বিধিতে জানিয়েছে ভ্যাকসিনের দুটো ডোজ় নেওয়ার পরেও কোভিড টেস্ট করাতে হবে সব পর্যটককে, নাহলে ‘নো এন্ট্রি’ অসমে। আগে থেকে যেসব ট্রেন ও প্লেনের টিকিট কাটা, সেই টিকিটও বাতিল করা হবে করোনা পজিটিভ রিপোর্ট এলে।

বিগত ২৫জুন থেকেই কড়াকড়িভাবে কোভিড টেস্টের রিপোর্ট দেখাতে হচ্ছে সরকারকে। বর্তমান রিপোর্ট বলছে, ‘দুটো ভ্যাকসিন নেওয়ার পরেও কোভিড দেখা দিয়েছে এমন ব্যক্তি প্রচুর।’

অসম সরকার প্রতি পর্যটক, যারা ট্রেনে বা প্লেনে আসছেন এরাজ্যে, প্রত্যেককে আলাদা ভাবে স্ক্রিনিং বা চেক আপ করা হবে। যদিও এই নিয়ম আগের বছরের কোভিড পৃথম ঢেউয়ের সময় থেকেই জারি আছে।

জাতীয় স্বাস্থমন্ত্রকের তথ্য অনুযায়ী, অসমে এখনও ৫,৪২,৪৪৫ গুলো পজিটিভ কেস এবং ৪৯৩৭ জনের মৃত্যু হয়েছে।

Next Article