AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Cherry Blossom Festival: করোনার আতঙ্কের মধ্যেই শুরু হচ্ছে বিখ্যাত চেরি ব্লসম উত্‍সব!

মেঘালয়ের পর্যটন মন্ত্রকের ওয়েবসাইট অনুসারে, উত্‍সবের আয়োজন করা হয়েছে বিভিন্ন অনুষ্ঠান। বেশ কিছু শিল্পী ও লেখকও সেখানে উপস্থিত থাকবেন। কিছু বিশিষ্ট লেখকের উপস্থিতিতে একটি সাহিত্য উত্‍সবও পালন করা হবে বলে জানানো হয়েছে।

Cherry Blossom Festival: করোনার আতঙ্কের মধ্যেই শুরু হচ্ছে বিখ্যাত চেরি ব্লসম উত্‍সব!
বেগুনি ও গোলাপী রঙের সুন্দর আভায় গোটা শহরটি ঢেকে যায় এই সময়
| Edited By: | Updated on: Nov 25, 2021 | 7:16 AM
Share

২০২০ সালে দেশে কোভিডের বাড়বাড়ন্তের কারণে শিলংয়ের বিখ্যাত চেরি ব্লসম ফেস্টিভ্যাল স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে এবছর সংক্রমণের সংখ্যা নিম্নমুখী হতেই ফের উত্‍সবে মুখরিত হতে চলেছে মেঘালয়ের রাজধানী। বেগুনি ও গোলাপী রঙের সুন্দর আভায় গোটা শহরটি ঢেকে যায় এই সময়। দূর থেকে মনে হতে পারে, কোনও এক শিল্পী ক্যানভাসে তুলির ছোঁয়ায় জীবন্ত করে রেখেছেন। এই বছরে ২৫ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত এই চেরি ব্লসম উত্‍সব পালিক হবে বলে জানানো হয়েছে।

এ প্রসঙ্গে মেঘালয়ের মুখ্য়মন্ত্রী কর্নাড সাংমা টুইটারে উত্‍সবের খবর ঘোষণা করেছেন। সেখানে তিনি জানিয়েছেন, গত বছর শিলংয়ের আশেপাশে সুন্দর চেরি ফুটে ছিল। এখন চেরি ব্লসম সিজন, কাই শিলংয়ে চেরি ব্লসম ফেস্টিভ্যাল ফিরে আসছে। ২৫-২৭ নভেম্বর, ২০২১ থেকে এই উত্‍সবের সঙ্গে সকলের যোগদান একান্তই কাম্য।

মেঘালয়ের পর্যটন মন্ত্রকের ওয়েবসাইট অনুসারে, উত্‍সবের আয়োজন করা হয়েছে বিভিন্ন অনুষ্ঠান। বেশ কিছু শিল্পী ও লেখকও সেখানে উপস্থিত থাকবেন। কিছু বিশিষ্ট লেখকের উপস্থিতিতে একটি সাহিত্য উত্‍সবও পালন করা হবে বলে জানানো হয়েছে।

টানা তিনদিন ধরে চলা উত্‍সবে নাচ-গান-সহ বেশি কিছু আকর্ষণীয় প্রতিযোগিতাও দেখা যাবে।

তারিখ- ২৫ থেকে ২৭ নভেম্বর, ২০২১ স্থান- ওয়ার্ডের লেক সময়- সকাল ১০টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত

আরও পড়ুন: Weird Restaurants: অদ্ভূত হলেও অসাধারণ! বিশ্বের বিচিত্র রেস্তোরাঁর তালিকা দেখলে ভিমরি খাবেন আপনিও…