Mini Zoo: গড়চুমুক খুললেও বন্ধ মিনি জ়ু, ক্ষোভ বাড়ছে পর্যটকদের মধ্যে

TV9 Bangla Digital | Edited By: megha

Jan 02, 2023 | 12:27 PM

Garchumuk: হাওড়ার অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র গড়চুমুক। এই পর্যটক কেন্দ্রের মধ্যে একটি মিনি জ়ু তৈরি করা হয়েছে। এই মিনি জ়ু-এর কদর রয়েছে পর্যটকদের মধ্যেও।

Mini Zoo: গড়চুমুক খুললেও বন্ধ মিনি জ়ু, ক্ষোভ বাড়ছে পর্যটকদের মধ্যে

Follow Us

দীর্ঘ ৭ মাস বন্ধ থাকার পর ডিসেম্বরে পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে গড়চুমুক। কিন্তু বন্ধ এখনও মিনি জ়ু। এতেই ক্ষোভ তৈরি হচ্ছে পর্যটকদের মধ্যে। টিকিট কেটে প্রবেশ করার পরও মিনি জ়ু দেখতে পাচ্ছেন না পর্যটকদের। পরিকাঠামোর সমস্যা থাকায় আপাতত পর্যটকদের মিনি জ়ুতে ঢুকতে দেওয়া হচ্ছে না। আর এতেই বিভোক্ষ করছেন গড়চুমুক বেড়াতে আসা পর্যটকেরা।

হাওড়ার অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র গড়চুমুক। এই পর্যটক কেন্দ্রের মধ্যে একটি মিনি জ়ু তৈরি করা হয়েছে। মিনি জ়ু-এর একটি অংশ বনদপ্তরকে দেখাভালের জন্য দেওয়া হয়েছে। অন্য একটি অংশ দেখাভালের দায়িত্বে রয়েছে একটি বেসরকারি সংস্থা। এই মিনি জ়ু আগে ডিয়ার পার্ক নামে পরিচিতি ছিল। এখানে প্রায় তিনশো হরিণ ছিল। পরবর্তী সময়ে এই পার্কের দায়িত্ব নেয় বনদপ্তর। এখানে আরও পশুপাখি রাখার ব্যবস্থা করা হয়।

মিনি জ়ু ছাড়াও এখানে একটি পার্কও রয়েছে। এই পার্কের মধ্যে একটি চিলড্রেন্স পার্ক ও জলাশয় এবং ভিআইপি-সহ একাধিক বাংলো রয়েছে। এই পার্ক সংস্কারের দায়িত্ব একটি বেসরকারি সংস্থা রয়েছে। ২০২২-এর ডিসেম্বরে এই মিনি জ়ু ও পার্ক খোলার কথা ছিল। কিন্তু পার্ক খুললেও মিনি জ়ুতে পর্যটকদের প্রবেশ মিলছে না। টিকিট কাউন্টারের সামনেও লেখা রয়েছে এ কথা। তবুও অসন্তোষ চেপে থাকছে না পর্যটকদের মধ্যে।

পর্যটকদের অভিযোগ, মিনি জ়ু-র পরিকাঠামো ঠিক নেই। বসার জায়গা নেই। আগাছায় ভরে গিয়েছে সমস্ত অঞ্চল। সেগুলো পরিষ্কারও করা হয়নি। পার্কে ঘোরার পর যখন মিনি জ়ু’তে প্রবেশ মিলছে না, তখনই ক্ষোভ তৈরি হচ্ছে পর্যটকদের মধ্যে।

পার্ক ও মিনি জ়ু’তে প্রবেশের জন্য টিকিটের ব্যবস্থা রয়েছে। এই মুহূর্তে পার্কে ঘোরার জন্য আপনাকে ১০ টাকা খরচ করতে হবে। আর মিনি জ়ু ঘুরে দেখার জন্য আরও ২৫ টাকার টিকিট কাটতে হবে। সব মিলিয়ে গড়চুমুক ঘুরতে এখন খরচ হতে পারে ৪০ টাকার কাছাকাছি।

দামোদরের তীরে এই গড়চুমুক মিনি জ়ু-র বেশ কদর রয়েছে পর্যটকদের মধ্যে। শীতের মরশুমে পিকনিকের জন্য অনেকেই এই স্থানটি বেছে নেন। প্রায় ৬ মাসের বেশি সময় ধরে ২০২২ সালে বন্ধ ছিল গড়চুমুক। তারপরই নতুন করে সাজানো শুরু হয় গড়চুমুক। ডিসেম্বরের পর্যটকদের জন্য খুলে দেওয়া হয় গড়চুমুক। কিন্তু এখনও মিনি জ়ু ঘুরতে দেখতে পারছেন না পর্যটকেরা।

Next Article