Winter Destination: তুষারপাত দেখা বহুদিনের স্বপ্ন? পূরণ হতে পারে এই ৫ ডেস্টিনেশনে গেলে
Snowfall: পরিষ্কার আকাশে, বরফে মোড়া হিমালয়ের শৃঙ্গ দেখতে চাইলে শীতকালই সেরা। পাশাপাশি এই সময়ই তুষারপাত দেখার অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবেন। কিন্তু এই তুষারপাত দেখার জন্য ভারতের কোন পাহাড়ে পাড়ি দেবেন? ভারতের উত্তর ও উত্তর-পূর্ব হিমালয়ের কোলে অবস্থিত ৫টি ডেস্টিনেশনের খোঁজ রইল আপনার জন্য।
শীতকাল অনেকেরই প্রিয় ঋতু। বিশেষত, যাঁরা বেড়াতে যেতে ভালবাসেন, মুখিয়ে থাকেন কবে শীতকাল আসবে। শীতের ঝকঝকে আকাশ আর মনোরম আবহাওয়ায় নতুন জায়গা ঘুরে দেখা যায় সহজেই। কিন্তু প্রচণ্ড ঠান্ডা, শ্বাসকষ্টের ভয়ে অনেকেই শীতকালে পাহাড় ভ্রমণ বাতিল করতে চান। পরিষ্কার আকাশে, বরফে মোড়া হিমালয়ের শৃঙ্গ দেখতে চাইলে শীতকালই সেরা। পাশাপাশি এই সময়ই তুষারপাত দেখার অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবেন। কিন্তু এই তুষারপাত দেখার জন্য ভারতের কোন পাহাড়ে পাড়ি দেবেন? ভারতের উত্তর ও উত্তর-পূর্ব হিমালয়ের কোলে অবস্থিত ৫টি ডেস্টিনেশনের খোঁজ রইল আপনার জন্য।
গুলমার্গ: ভারতের যে জায়গায় শীতকালে সবচেয়ে বেশি পর্যটকদের ভিড় হয়, তার মধ্যে অন্যতম হল গুলমার্গ। পির পাঞ্জল রেঞ্জের কোলে অবস্থিত গুলমার্গ। শীতকালে বরফের চাদরে ঢেকে যায় জম্মু ও কাশ্মীর। কিন্তু শীতের গুলমার্গ মানেই স্কি রিসর্ট আর গন্ডোলা রাইড। শুধুমাত্র শীতকালে গুলমার্গে গেলেই আপনি গন্ডোলা রাইডের অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবেন।
মানালি: বিয়াস নদী তীরে অবস্থিত মানালি। কুল্লু জেলায় অবস্থিত মানালি শীতকালে অন্যতম জনপ্রিয় ডেস্টিনেশন। সোলাং ভ্যালি, রোহটাং পাস এবং মানালির আশেপাশে থাকা বিভিন্ন পর্যটক কেন্দ্র শীতকালে বরফে ঢেকে যায়। বরফের মধ্যে স্নো স্পোর্টসের সুযোগ রয়েছে এই পর্যটন কেন্দ্রে।
আউলি: উত্তরাখণ্ডের জনপ্রিয় ডেস্টিনেশন আউলি। সারাবছর আউলিতে পর্যটকদের ভিড় লক্ষ্য করা না গেলেও, শীতকালে এখানে ভিড় জমান অ্যাডভেঞ্চার প্রেমীরা। এই পাহাড়ের কোলেই রয়েছে স্কিংয়ের সুযোগ। আউলিতে রয়েছে এশিয়ার দীর্ঘতম রোপওয়ে। শীতের পরিষ্কার আকাশে দেখতে পাবেন নন্দাদেবী, চৌখাম্বার মতো হিমালয়ের শৃঙ্গ।
শিমলা: শৈলশহর হিসেবে বেশ জনপ্রিয় শিমলা। ঘিঞ্জি শহর হলেও শীতকালে তুষারপাত দেখতে আপনি শিমলা যেতে পারেন। মল রোডে হাঁটতে হাঁটতে তুষারপাত উপভোগ করার সুযোগ রয়েছে এখানে। এছাড়া যেতে পারেন দ্য রিজ, ক্রাইস্ট চার্চে। শিমলা থেকে ঘুরে দেখতে পারেন কুফরি, নারকান্দা, ফাগু ইত্যাদি জায়গা। এখানেও আপনি বরফ পাবেন।
তাওয়াং: অরুণাচল প্রদেশের রাজধানী তাওয়াং। যদি উত্তর ভারত বেড়াতে যেতে না চান, তাহলে যেতে পারেন তাওয়াংয়ে। তাওয়াং গেলেও দেখতে পাবেন তুষারপাত। তাওয়াং গেলে তাওয়াং মনাস্ট্রি ঘুরে দেখতে ভুলবেন না।