Omicron travel update: করোনার নয়া ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বেগ! বিমানযাত্রায় নয়া নির্দেশিকা ভারত সরকারের

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Nov 30, 2021 | 7:28 AM

ভারতে এখনও কোনও রিপোর্ট ধরা পড়েনি। তবুও নয়া তরঙ্গে এড়াতে সমস্তরকম সতর্কতা জারি করেছে ভারত সরকার।

Omicron travel update: করোনার নয়া ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বেগ! বিমানযাত্রায় নয়া নির্দেশিকা ভারত সরকারের
বিমানযাত্রায় নয়া নির্দেশিকা

Follow Us

করোনাভাইরাস নিয়ে সারা বিশ্বজুড়েই এমনিতেই নানাবিধ নিয়ম ধার্য করা রয়েছে। এবার করোনাভাইরাসের অপর একটি নয়া রূপে ফের আতঙ্ক তৈরি হয়েছে। ওমিকর্ন (B.1.1.529) নামে নয়া ভ্যারিয়েন্টের প্রভাবে আবার মানুষের মনে উদ্বেগ তৈরি করেছে। দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, আমেরিকা যুক্তরাষ্ট্র, বাংলাদেশ, বসতোয়ানা, চিন, মরিশাস, নিউজিল্যান্ড, জিম্বাবোয়ে, সিঙ্গাপুর, হংকং ও ইসরায়েল এখনও পর্যন্ত এই নয়া ভ্য়ারিয়েন্টের ভাইরাস ধরা পড়েছে। তবে ভারতে এখনও কোনও রিপোর্ট ধরা পড়েনি। তবুও নয়া তরঙ্গে এড়াতে সমস্তরকম সতর্কতা জারি করেছে ভারত সরকার।

নয়া নির্দশিকা

১৫ ডিসেম্বর থেকে আন্তর্জাতির উড়ানগুলিকে ফের চালু করার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু রবিবার, বিদেশি পর্যটকরদের জন্য বেশ কিছু নতুন নির্দেশিকা জারি করেছে ভারতীয় স্বাস্থ্য মন্ত্রক। নয়া নির্দেশিকায় বলা হয়েছে, যে সব বিমানগুলি কোভিডঝুঁকিপূর্ণ দেশ থেকে এদেশে আসবে, সেই সব যাত্রীদের আরটিপিসিআর পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। কোভিড রিপোর্টটি অবশ্যই অথেনটিক হতে হবে। যদি রিপোর্টে কোনও কারচুপি ধরা পড়ে, তাহলে সেই যাত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হবে।

রিপোর্টে যদি কোভিড পজিটিভ ধরা পড়ে, অবশ্যই তাঁদের আইসোলেটেড করা হবে। এছাড়া ওই যাত্রীর নমুনাগুলি INSACOG ল্যাবরেটরি নেটওয়ার্ক জিনোমেটিক পরীক্ষার জন্য পাঠানো হবে। যাঁদের রিপোর্ট নেগেটিভ আসবে, তাঁদের সাতদিনের জন্য হোম কোয়ানানটাইনের ব্যবস্থায় থাকতে হবে। আটদিনের মাথায় পিসিআর পরীক্ষা বাধ্যতামূলক। এছাড়া এদেশে আসার আগে ১৪দিনের জন্য ভ্রমণের তালিকা দেওয়ার কথাও বলা হয়েছে।

মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, একটি সাব-সেকশন ( উড়ানের মোট যাত্রীদের ৫ শতাংশ) এদেশে নামার পর বিমানবন্দরের এলোমেলোভাবে পোস্ট-অ্যারাইভাল পরীক্ষার মধ্যে দিয়ে যাবে। থার্মাল স্ক্রিনিংয়ের পর শুধুমাত্র উপসর্গহীন যাত্রীদের ফ্লাইটে উঠতে দেওয়া হবে। তবে যাত্রীদের মোবাইলে আরোগ্য সেতু অ্যাপ আবশ্যিক বলে জানানো হয়েছে।

যে সব দেশে এই নয়া ভ্যারিয়েন্টের ভাইরাসের লক্ষণ দেখা গিয়েছে, সেইসব দেশের ভ্রমণকারীদের মন্ত্রকের সমস্ত প্রোটোকল অনুসরণ করতে হবে। যেমন- ভারতে আসার সময় কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা জমা দেওয়া। আগামী ১ ডিসেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নয়া নিয়ম কার্যকর করা হবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন:  South Korea: অভিনব! সুনামি-বন্যা-হ্যারিকেন থেকে মুক্তি পেতে ভাসমান শহর তৈরি করছে এই দেশ

Next Article