Indonesia: ফের জেগে উঠেছে ইন্দোনেশিয়ার মাউন্ট মেরাপি! করোনার পর ফের বন্ধ পর্যটন শিল্প

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Mar 15, 2022 | 10:09 AM

Mount Merapi: ইন্দোনেশিয়ার জাকার্তা প্রদেশের আগ্নেয়গিরিটির চারপাশের ২৫৩ বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। ওই এলাকার কিছু গ্রাম কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে।

Indonesia: ফের জেগে উঠেছে ইন্দোনেশিয়ার মাউন্ট মেরাপি! করোনার পর ফের বন্ধ পর্যটন শিল্প
মাউন্ট মেরাপি

Follow Us

এবার আর করোনার জেরে নয়, সক্রিয় আগ্নেয়গিরি (Most Active Volcano) থেকে হঠাত অগ্ন্যুত্‍পাতের জেরে পর্যটক পরিষেবা বন্ধ রাখল ইন্দোনশিয়া ( Indonesia)। বর্তমানে দেশটি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের থেকে রেহাই পেতে লড়াই করে চলেছে। জানা গিয়েছে, দেশটির সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট মেরাপির (Mount Merapi) ঢালে পর্যটন ও খনির কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। জাভা দ্বীপে ( Island of Java) অবস্থিত এই আগ্নেয়গিরিটি পর্যটনের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান।

জানা হিয়েছে, বুধবার মধ্যরাতে ইন্দোনেশিয়ার মেরাপি আগ্নেয়গিরিতে ফের অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটেছে। এসময় সেখান থেকে উত্তপ্ত লাভা ও ছাই বের হতে দেখা গিয়েছে। লাভা জাতীয় পদার্থ ঢাল গড়িয়ে পাঁচ কিলোমিটার পর্যন্ত চলে গিয়েছে। ইন্দোনেশিয়ার জাকার্তা প্রদেশের আগ্নেয়গিরিটির চারপাশের ২৫৩ বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। ওই এলাকার কিছু গ্রাম কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানানো হয়েছে। ঢাল বেয়ে প্রায় ৫ কিমি অবধি ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের বিশেষ করে যারা সাত কিলোমিটারে মধ্যে বসবাস করে তাদের সতর্ক করে বলা হয়, আরও উত্তপ্ত লাভা ও ধোঁয়ার প্রবাহ বেরিয়ে আসতে পারে।

প্রসঙ্গত ২০২০ সালের নভেম্বর মাসে মাউন্ট মেরাপি থেকে লাভা নির্গত হয়ে বিপদ সৃষ্টি করেছিল। সেই সময় ৩৫০ জনের বেশি মানুষ মারা যান। আর সেটিকে সবচেয়ে বড় অগ্ন্যুত্‍পাতের ঘটনা বলে চিহ্নিত করা হয়েছে। জাকার্তার আগ্নেয়গিরি ও ভূতাত্ত্বিক বিপদ প্রশমন কেন্দ্রের প্রধান হানিক হুমাইডা বলেছেন, বৃহস্পতিবার দিনের বেলায় বিস্ফোরণ ঘটে কয়েক ডজন আগুনের ফুলকি দিয়ে অগ্ন্যুৎপাত ঘটেছিল। যার ফলে ঢালের ২.৫ কিলোমিটার নিচ দিয়ে লাভা নদীর সৃষ্টি হয়েছে। ছড়িয়ে পড়েছে কালো ধোঁয়ার মেঘ ও গ্যাস।

মেরাপি হচ্ছে ইন্দোনেশিয়ার সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরিগুলোর মধ্যে একটি। এটির উচ্চতা দুই হাজার ৯৬৩ মিটার। প্যাসিফিক রিং অব ফায়ারে মেরাপির অবস্থান। অন্য যেকোনও দেশের তুলনায় ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির সংখ্যা বেশি।

আরও পড়ুন:  Sundarbans: পর্যটকদের জন্য সুখবর! দেশের অন্যতম পর্যটন কেন্দ্র গড়ে তুলতে ঢেলে সাজছে সুন্দরবন

Next Article