আগামী এক বছরের জন্য খুলল জিম করবেট ন্যাশনাল পার্ক, পর্যটকদের অপেক্ষায় কর্তৃপক্ষ

TV9 Bangla Digital | Edited By: Sohini chakrabarty

Jun 30, 2021 | 10:57 AM

উত্তরাখণ্ডের বন এবং পরিবেশ মন্ত্রী হরক সিং রাওয়াত জানিয়েছেন, করবেটের পাশাপাশি রাজাজি টাইগার রিজার্ভও আগামী এক বছরের জন্য খোলা হয়েছে। পর্যটকরা সেখানে যেতে পারবেন।

আগামী এক বছরের জন্য খুলল জিম করবেট ন্যাশনাল পার্ক, পর্যটকদের অপেক্ষায় কর্তৃপক্ষ
পর্যটকদের জন্য খুলল জিম করবেট জাতীয় উদ্যান।

Follow Us

অবশেষে খুলেছে করবেট টাইগার রিজার্ভ। ২৯ জুন মঙ্গলবার থেকে খুলে গিয়েছে করবেট টাইগার রিজার্ভ। জানা গিয়েছে, এই টাইগার রিজার্ভের পাঁচটি রেঞ্জ অর্থাৎ গর্জিয়া, বিজরানি, ধারা-ঝির্না, ঢেলা এবং পাখরোন, এই পাঁচটি রেঞ্জ গতকাল অর্থাৎ মঙ্গলবার থেকে খুলে গিয়েছে। এক বছরের জন্য খোলা হয়েছে করবেট টাইগার রিজার্ভ। দিনের বেলায় ভ্রমণ করতে পারবেন পর্যটকরা, এমনটাই জানিয়েছেন করবেটের ডিরেক্টর রাহুল।

করবেট টাইগার রিজার্ভের ডিরেক্টর রাহুল আরও জানিয়েছেন, বন্যপ্রাণী প্রেমীদের কথা মাথায় রেখেই এই টাইগার রিজার্ভ খুলে দেওয়া হয়েছে। প্রথমদিনেই প্রায় ৫০টির কাছাকাছি সাফারির বুকিং হয়েছিল। দিনের বেলায় এই সাফারি করা হয়েছে। এতদিন পর করবেট টাইগার রিজার্ভ খোলায়, আনন্দও পেয়েছেন বন্যপ্রাণ প্রেমীরা। রাহুল আরও জানিয়েছেন যে, করবেট টাইগার রিজার্ভের উপর নির্ভরশীল রয়েছে অনেক মানুষের জীবন। এবার এক বছরের জন্য টাইগার রিজার্ভ খুলে যাওয়ায় তাদেরও কিছুটা সুবিধা হবে বলে জানিয়েছেন তিনি।

ভারতের বিখ্যাত পর্যটন স্থান করবেট টাইগার রিজার্ভ চিরকালই জনপ্রিয়। কিন্তু করোনার দাপটে দীর্ঘদিন বন্ধ ছিল এই টাইগার রিজার্ভ। ফলে এখানে থেকে প্রাপ্ত আয় এবং লভ্যাংশে ব্যাপক ভাটা পড়েছিল। মন্দার মুখ দেখেছিলেন করবেট টাইগার রিজার্ভের সঙ্গে যুক্ত প্রায় সকলেই। তবে এবার ধীরে ধীরে পরিস্থিতি ভাল হওয়ার আশায় রয়েছেন করবেট টাইগার রিজার্ভ কর্তৃপক্ষ। পর্যটকদের আনাগোনা শুরু হলে, লাভের মুখ দেখবেন তাঁরা। যাবতীয় কোভিড বিধি মেনেই চালু হয়েছে উত্তরাখণ্ডের এই টাইগার রিজার্ভ।

অন্যদিকে, উত্তরাখণ্ডের বন এবং পরিবেশ মন্ত্রী হরক সিং রাওয়াত জানিয়েছেন, করবেটের পাশাপাশি রাজাজি টাইগার রিজার্ভও আগামী এক বছরের জন্য খোলা হয়েছে। পর্যটকরা সেখানে যেতে পারবেন। তবে বন্যপ্রাণ প্রেমী এবং পরিবেশবিদদের একাংশ অবশ্য এই দুই টাইগার রিজার্ভ খোলার সিদ্ধান্তে বিশেষ খুশি হননি। তাঁদের মতে এর ফলে রিজার্ভে থাকা বন্যপ্রাণীদের উপর খারাপ প্রভাব পড়ার সম্ভাবনা থাকছে।

আরও পড়ুন- ‘সেলফি’ তুলতে ভালবাসেন! কিন্তু এই জায়গায় ঘুরতে গিয়ে সেলফি তুললে পেতে হবে কড়া শাস্তি

Next Article