‘সেলফি’ তুলতে ভালবাসেন! কিন্তু এই জায়গায় ঘুরতে গিয়ে সেলফি তুললে পেতে হবে কড়া শাস্তি

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Jun 30, 2021 | 6:58 AM

সেলফি ছাড়া আপনার দিন অসম্পূর্ণ। কোথাও ঘুরতে গেলে তো কোনও কথাই নেই। প্রতিটি কোণায় একটা করে নিজস্বী তোলা মাস্ট। সেলফি লাভারদের জন্য দুঃখের খবর। এইখানে ঘুরতে গেলে তুলতে পারবেন না কোনও সেলফি।

সেলফি তুলতে ভালবাসেন! কিন্তু এই জায়গায় ঘুরতে গিয়ে সেলফি তুললে পেতে হবে কড়া শাস্তি
প্রতিকী ছবি

Follow Us

করোনা, লকডাউন পরিস্থিতিতে ঘুরতে যাওয়ার কথা একপ্রকার মানুষ ভুলতেই বসেছে। ফ্লাইট, ট্রেন কিংবা বাস বাইরে যাওয়াটা যেন একপ্রকার ঝক্কিই হয়ে দাঁড়িয়েছে। বাড়িতে যদি বয়স্ক বা শিশু থাকে তাহলে তো কোনও কথাই নেই। এখন শুধুই বাড়িতে বসে পুরোনো অ্যালবাম গুলোকে একটু উল্টেপাল্টে দেখা না হলে সোশ্যাল সাইটে পুরোনো ছবিগুলো স্ক্রল আপ বা ডাউন করা।

ট্রেনে তোলা, সেলফি কিংবা সেই প্রিয় মানুষটির সঙ্গে তোলা সেলফি দেখে দিন কাটানো। এই সেলফি গুলোই তো বন্দীদশা কে একটু অন্যরকম করে তোলার রসদ যোগায়। কিন্তু পর্যটকদের জন্য এক অদ্ভুত নিয়ম আনল গুজরাটের সাতপুরা। এখানে যদি ঘুরতে যান তাহলে তুলতে পারবেন না কোনও সেলফি।

আরও পড়ুন:ত্রাণ নয়, ঘূর্ণিঝড় বিধ্বস্ত সুন্দরবনের পরিত্রাণের জন্য অক্লান্ত ‘ম্যানগ্রোভ ম্যান’

রিপোর্ট অনুযায়ী দাঙ্গ হল গুটরাটের প্রথম জেলা যারা এমন এক নিয়ম চালু করে। বিশেষত যেখানে পর্যটকদের বিশাল ভিড় হয় সেখানে কোনও পর্যটকরা মুঠোফোন দিয়ে নিজস্বী তুলতে পারবেন না। যদি ভুল করেও কেউ সেলফি তোলে তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে পুলিশে অভিযোগ জানানো হবে।

তবে শুধুমাত্র এই নিয়ম পর্যটকদের জন্য নয় এই নিয়ম সেখানকার স্থানীয় বাসিন্দাদের জন্যও লাঘু হবে। শুধু তাই নয় বর্ষার সময় নদী, ঝরনা কোথাওই যাওয়া পুরোপুরি নিষেধ। বর্ষায় বিপদ থেকে এড়ানোর জন্য এই সিদ্ধান্ত। এই নিয়ম যদি কেউ অমান্য করলে ইন্ডিয়ান পেনাল কোডের ১৮৮ ধারায় তাকে দোষী করা হবে।

আরও পড়ুন :জ্বালানো যাবে না আগুন, নিষিদ্ধ প্লাস্টিক, ভূস্বর্গে নয়া ভ্রমণবিধি

 

জেলা প্রশাসকের কথায় বর্ষার সময় এখানে পর্যটকদের অনেক ভিড় হয়। ঘুরতে গিয়ে, সেলফি তুলতে গিয়ে কোনও দিকে অনেকের খেয়াল থাকে না। দায়িত্বজ্ঞানহীনতার কাজ করে। মানুষকে সতর্ক করার জন্যই এমন নিয়ম তৈরি করেছে গুজরাট সরকার।

Next Article