ওমিক্রনের ঢেউয়ের প্রভাবে দেশের সব প্রান্তেই আতঙ্ক সৃষ্টি হয়েছে। যত দিন যাচ্ছে, ওমিক্রনে আক্রান্তের সংখ্যা উদ্বেগের মতো বেড়ে চলেছে। ফলে শীতের মরসুমে পর্যটন স্থানগুলি ফের একবার বড়সড় ধাক্কা খেল। সম্প্রতি ওমিক্রনের বাড়বাড়ন্তের কারণে শীতকালীন পর্যটন কার্যক্রম বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে লাদাখ প্রশাসন। এই সময় লাদাখের অত্যন্ত জনপ্রিয় চাদার ট্রেক-সহ বেশ কিছু আকর্ষণীয় হটস্পটগুলিতে পর্যটকদের কার্যক্রম বাতিল করা হয়েছে।
ওমিক্রন নিয়ে কোনও রকম ঝুঁকি নিতে নারাজ প্রশাসন। প্রথম ও দ্বিতীয় ঢেউ সামলে উঠে ফের ঘুরে দাঁডা়বার আগেই এমন কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে, তা ঘুণাক্ষরেও বুঝতে পারেনি কেউ। তবে করোনা দুটি ঢেউয়ের পর ফের এই তৃতীয় ঢেউকে যতটা সম্ভব প্রথম থেকেই সামলে চলার চেষ্টা করা হচ্ছে। চাদার ট্রেট আসলে অ্যাডভেঞ্চারপ্রেমীদের অত্যন্ত জনপ্রিয় স্থান বলা যেতে পারে। প্রায় ১০৫ কিমি ট্রেক করে বরফ জমা ঝান্সার নদীর উপর দিয়ে হেঁটে চলার রোমাঞ্চক ও দুঃসাহসিক অভিজ্ঞতা নিতে ভিড় করেন বহু পর্যটক। এছাড়া এখানকার আরেকটি জনপ্রিয় কর্মসূচি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এই ওমিক্রনের দৌরাত্ম্যে এ বছর লাদাখে স্নো-লেপার্ড দেখার অভিযান স্থগিত রাখা হয়েছে। লেহের রূপশু উপত্যকায় পর্যটনের প্রচারের জন্য একটি বিশেষ কার্যক্রম শুরু করা হয়েছিল।
এই প্রসঙ্গে লেহ-র ডেপুটি কমিশনার শ্রীকান্ত সুসে টুইটারে চাদর ট্রেক ২০২২, স্নো-লেপার্ড দেখার রোমহর্ষক অভিযান ও লাদাখের অন্যান্য শীতকালীন কার্যক্রম স্থগিত রাখার বিজ্ঞপ্তি জারি করার কথা জানিয়েছেন।
Keeping in view the current #COVID19 situation, @DC_Leh @Shrikant_S has issued notification for the suspension of #ChadarTrek 2022, #snowleopard sighting expedition and other #wintertourism activities in Leh district.#Ladakh #discoveryourself @incredibleindia @tourismgoi @ANI pic.twitter.com/XIclMCGZ4R
— Ladakh Tourism (@utladakhtourism) December 23, 2021
শুধু লাদাখের এই মনোরম ও রোমাঞ্চকর কর্মসূচিই নয়, জানুয়ারি-ফেব্রুয়ারির সময় কার্গিল এলাকায় বিখ্যাত এপ্রিকট ব্লসম উত্সব পালন করা হয়ে। ওমিক্রনের জেরে সেই উত্সবও বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২০ সালে করোনা পরিস্থিতিতে লকডাউন হওয়ায় লাদাখ-লেহ এলাকায় পর্যটন শিল্পে বড় ধাক্কা খেয়েছিল। পাশাপাশি চিন সীমান্তে দুইদেশের যুদ্ধের আবহ তৈরি হওয়ায় স্থানীয় পর্যটনশিল্পে মন্দা দেখা গিয়েছিল। শীতকালীন ভ্রমণের তুলনায় গ্রীষ্মকালীন পর্যটন বেশি আয়ের মুখ দেখে এই পাহাড়ি এলাকা। সেই ব্যবসাতেও জল ঢেলে দিয়েছে করোনাভাইরাস।
তথ্য সৌজন্যে- টাইমস অফ ইন্ডিয়া
আরও পড়ুন: Taj Mahal: কালের বিষ্ময়! বিশ্বের সপ্তম আশ্চর্য নিয়ে অজানা কিছু তথ্য, যা অনেকেরই অজানা