Manali Travel Update: মানালিতে মাস্ক না পরলে আপনাকে জরিমানা দিতে হবে ৫০০০টাকা কিংবা হতে পারে ৮দিনের জেল

TV9 Bangla Digital | Edited By: শুভঙ্কর চক্রবর্তী

Jul 10, 2021 | 7:00 AM

মানালি ঢোকার চেক-পোস্টেই আপনার পাহাড়ে প্রবেশ সম্ভব কিনা তা নির্ধারিত হবে।

Manali Travel Update: মানালিতে মাস্ক না পরলে আপনাকে জরিমানা দিতে হবে ৫০০০টাকা কিংবা হতে পারে ৮দিনের জেল

Follow Us

সম্প্রতি মানালির একটা ভিড়ের ছবি সোশ্যাল মিডিয়ায় তুমুল চর্চিত বিষয় হয়ে উঠেছিল। এরপর মানালি সরকার কঠোর পদক্ষেপ নিয়েছে পর্যটকদের জন্য। কোভিড পরিস্থিতিকে মাথায় রেখে প্রতি পর্যটকের জন্য থাকছে কড়া নিয়ম।

কুলুর এসপি গুরুদেব শর্মা এরমধ্যেই পর্যটকদের মধ্যে সচেতনতা তৈরি করতে তৎপর হয়েছেন। তিনি বলেছেন মাস্ক না পরার জন্য শুধু শাস্তিই নয়, জরিমানা দিতে হবে ৫০০০টাকা এবং ৮দিনের জেলও হতে পারে। তিনি জনান, গত ৭-৮দিনে পুলিশ ৩০০টাকার চালান কেটে মোট ৩লাখ টাকা সংগ্রহ করেছে। তাই এইবার নিয়ম আরও কঠিন হল।

মানালির ভিড়ের ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভয়ের সৃষ্টি করেছে। কোভিডের তৃতীয় ঢেউ আসার আগে বেশ ভয় পেয়েছে মন্ত্রী, স্বাস্থ্যভবন থেকে আমজনতা। স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে কোভিডবিধি না মানা হলে নতুন প্রোটোকল তৈরী করা হবে। স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ করায় বিষয়টা আরও নজরবিহীন হয়ে পড়েছে।

আরও পড়ুন: India Travel Update: এই করোনা আবহে ভারত ভ্রমণ করবেন? কী কী বিধিনিষেধ মানতে হবে জেনে নিন..

বর্তমান নিয়মানুসারে পর্যটক সংখ্যা বেঁধে দেওয়া হবে। কেম্পি ফলস-এ ৫০জনের বেশি লোক প্রবেশ নিষেধ করা হল। আধঘণ্টার বেশি থাকতে পারবেন না দর্শকরা সেখানে। মানালি ঢোকার চেক-পোস্টেই আপনার পাহাড়ে প্রবেশ সম্ভব কিনা তা নির্ধারিত হবে।

Next Article