মন ভাল থাকলে শরীরও তাজা থাকবে, এটাই স্বাভাবিক। আর এর একমাত্র পথ হল ভ্রমণ। কিন্তু সেই উপায়ই তো নেই। তাই পুরনো স্মৃতি বারে বারে ফিরে আসে এই সময়। সাধারণের মতো একই অবস্থার শিকার বলিউডের তারকা-মডেল মিলিন্দ সোমন। সম্প্রতি ইন্সটাগ্রামে ২০২০ সালের মেঘালয় ট্রিপের থ্রোব্যাক পিকচার পোস্ট করলেন তিনি। সেই ছবিগুলিতে রয়েছেন সবসময়ের সঙ্গী স্ত্রী অঙ্কিতা।
মিলিন্দ জানিয়েছেন, ‘মেঘালয়ের দুর্দান্ত রুট ব্রিজে একসঙ্গে দারুণ সময় কাটিয়েছিলেন দুজনে।’ পিছনে সেই রোমাঞ্চকর জায়গাকে সাক্ষী রেখেই বেশ কয়েকটি ছবির মধ্যে একটি ছবি পোস্ট করেছেন। ক্যাজুয়াল আউটফিটে প্রকৃতির মাঝে তারকা দম্পতির রোম্যান্টিক ছবি প্রকাশ্যে আসতেই ফের পেজ-থ্রিতে মিলিন্দ-অঙ্কিতা।
আরও পড়ুন: প্রাচীন যুগের নিদর্শনের সাক্ষী থাকতে জীবনে একবার মধ্যপ্রদেশ থেকে ঘুরে আসুন!
ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘গত বছর, অতিমারির মাঝে, ২০২০ সালের ডিসেম্বর মাসে শেষ দীর্ঘ দৌড়ের কিছু মুহূর্ত। গুয়াহাটি থেকে চেরাপঞ্জি, ১২০ কিমি দৌড়ে শেষ করেছিলাম মেঘালয়ের এই দুরন্ত রুট ব্রিজে।’
মেঘালয় থেকে মুম্বইয়ে ফিরে এসেই ইন্সটাগ্রামে সেই ট্রিপের কিছু ছবি ফ্যানেদের জন্য শেয়ার করেছিলেন। সেই ছবিই পুনরায় ছবি শেয়ার করেছেন মিলিন্দ। পোস্টে তিনি লিখেছেন, এ’ই পাহাড়ের বাসিন্দারা গাছের গুঁড়ি ও লতা দিয়ে তৈরি সেতুর মাধ্যমেই অন্য পাহাড়ে যাতায়াত করেন। বাসিব্দারাই ছোট্ট গাছ বড় হওয়ার সময়ই সেতু মজবুত করার জন্য একরকম ট্রেনিং দেয়। গাছের শিকড়গুলি প্রাকৃতিকভাবে পুরু হয়ে সেতুকে মজবুত করার জন্য প্রস্তুত হয়। বহু যুগ ধরে চলে আসা এই প্রাকৃতিক সেতু এক অবিশ্বাস্য!’