Monsoon Trip: এই বর্ষায় মাত্র তিনদিনেই ঘুরে আসুন গোয়া থেকে, ট্রিপ শেষে আমাদেরই ধন্যবাদ দেবেন

TV9 Bangla Digital | Edited By: রেশমী প্রামাণিক

Jul 01, 2023 | 2:06 PM

3nights Goa Trip: চারদিনের মধ্যে গোয়া ঘুরতে চাইলে উড়ে যাওয়া ছাড়া আর কোনও অপশন নেই। আর তাই প্রথমেই ফ্লাইট টিকিট বুক করে রাখুন। এখন অনেক সাইটেই মনসুন সেল চলছে। সেখানে বেশ কম দামেই মিলছে ফ্লাইট টিকিট

Monsoon Trip: এই বর্ষায় মাত্র তিনদিনেই ঘুরে আসুন গোয়া থেকে, ট্রিপ শেষে আমাদেরই ধন্যবাদ দেবেন
দেখে নিন বাজেট ফ্রেন্ডলি ট্রিপ প্ল্যান

Follow Us

গোয়া- জায়গাটির নাম শুনলেই মনে অকসঙ্গে অনেকগুলো শব্দ আসে। বন্ধুত্ব, মান, অভিনাম, একসঙ্গে থাকা এবং একসঙ্গে থাকার অঙ্গীকার। বয়সের সঙ্গে সঙ্গে গোয়ার গুরুত্ব বদলাতে থাকে। বন্ধুদের সঙ্গে কলেজে পড়াকালীন গোয়া ট্রিপ আর পাস আউট হয়ে পছন্দের চাকরি হাতে নিয়ে ঘুরে আসার মধ্যে অনেকটা ফারাক থাকে। এমনও অনেকে আছেন যাঁদের সম্পর্কের সূত্রপাতই এই গোয়া থেকে। তিনদিনে গোয়া- শুনতে হয়তো অবাক লাগছে। ভাবছেন কী ভাবে ঘুরে আসবেন। আর তাই আপনাদের জন্য রইল কিছু টিপস। সেই সঙ্গে দুর্দান্ত ভ্রমণ গাইডলাইন। এই বছর ক্যালেন্ডারে বেশ কয়েকটি লং উইকএন্ড রয়েছে। যেমন ১৫ অগস্ট মঙ্গলবার ছুটি রয়েছে। শনি-রবিবার ছুটি রয়েছে। মধ্যিখানে সোমবার একটা ছুটি নিলেই টানা চারদিনের ছুটি হাতে পাওয়া যাচ্ছে।

চারদিনের মধ্যে গোয়া ঘুরতে চাইলে উড়ে যাওয়া ছাড়া আর কোনও অপশন নেই। আর তাই প্রথমেই ফ্লাইট টিকিট বুক করে রাখুন। েখন অনেক সাইটেই মনসুন সেল চলছে। সেখানে বেশ কম দামেই মিলছে ফ্লাইট টিকিট। এখান থেকে টিকিট কাটলে বেশ কিছুটা ছাড়ও পেয়ে যাবেন। তবে সব সাইটে কেমন ছাড় পাচ্ছেন তা দেখে নিয়ে তবেই টিকিট কাটবেন। টিকিট কাটার পর্ব মিটলে এবার থাকার জায়গা ঠিক করে নিন।  প্রথমবার গোয়া গেলে নর্থ গোয়াতে থাকলেই ভাল। থাকার জন্য নানা রকম হোটেল তো আছেই এছাড়াও বেশ কিছু ভিলা রয়েছে এখানে। এই সব ভিলাতে নিজেরা রান্না করে খাওয়ারও সুবন্দোবস্ত থাকে। এমন একটা বাড়ি নিলে থাকা-খাওয়ার খরচ অনেকটাই কমে যায়। এবার ঘুরে-বেড়ানোর জন্য স্কুটি, বাইক বা চারচাকার গাড়ি ভাড়া নিয়ে নিতে পারেন। বর্ষার পাহাড়-সমুদ্র ঘেরা রাস্তায় নিজেই গাড়ি চালিয়ে নিন লং ড্রাইভের মজা।

যেদিন গোয়া পৌঁছচ্ছেন সেইদিন ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে ঘুরে আসুন চাপোড়া ফোর্ট, ভ্যাগেটর বিচ, মরজিম বিচ থেকে। বিচের ধারে সূর্যাস্ত উপভোগ করুন। নিজের মত করে সময় কাটান। ফিরে আসার পথে একবার ঘুরে আসুন বগা আর কালাঙ্গুটের মার্কেট থেকে। ফ্যাশনের প্রয়োজনীয় সব কিছু পেয়ে যাবেন এখান থেকে। পরদিন যান সাউথ গোয়া। আর সেদিন পালোলেম বিচে স্নান করতে ভুলবেন না। যদিও বর্ষায় আগে সমুদ্রের অবস্থা দেখে নেবেন। গোয়াতে অজস্র চার্চ রয়েছে। রয়েছে পর্তুগিজ কলোনিও। পায়ে হেঁটে এই সব চার্চ ঘুরতে ভুলবেন না। প্রতিটি চার্চের স্থাপত্যশৈলীও চোখে পড়ার মতো। সব মিলিয়ে আসা-যাওয়া নিয়ে ৩০ হাজার টাকা হাতে থাকলেই দারুণ ট্রিপ করতে পারবেন।

Next Article