Alipurduar: টোটো আর টোটোপাড়ার গল্প জানতে হলে যোগ দিন ‘টুনথুংকামু’-এ

TV9 Bangla Digital | Edited By: megha

Nov 11, 2023 | 11:36 AM

Educational Tourism: 'মুহান' ও 'পিপলি তারা'-এর সহযোগিতায় চিত্তরঞ্জন টোটো মেমোরিয়াল এডুকেশন সেন্টারের উদ্যোগে আয়োজিত হয়েছে একটি শিক্ষামূলক ভ্রমণ 'টুনথুংকামু'। যেখানে বেড়ানোর পাশাপাশি আপনি টোটো সম্প্রদায়ের মানুষ, তাঁদের সংস্কৃতি এবং টোটোপাড়া সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন।

Alipurduar: টোটো আর টোটোপাড়ার গল্প জানতে হলে যোগ দিন টুনথুংকামু-এ

Follow Us

দু’দিনের ছুটিতেও অনেকে উত্তরবঙ্গের পাহাড়ে আস্তানা খুঁজে নেয়। প্রাকৃতিক প্রশান্তি খোঁজেন। কিন্তু এবার একটু শিক্ষামূলক ভ্রমণের উদ্দেশে পাড়ি দিতে পারেন উত্তরবঙ্গে। সেখানে আয়োজন করা হচ্ছে ‘টুনথুংকামু’-এর। আলিপুরদুয়ার জেলায় রয়েছে টোটোপাড়া। পাশেই জলদাপাড়া জাতীয় উদ্যান। আরেকটু দূর গেলেই ভারত-ভুটান বর্ডার। এখানেই বাস করে ১,৭৬৩ জন টোটো সম্প্রদায়ের মানুষ। আর তাদেরকে নিয়েই গড়ে উঠেছে টোটোপাড়া। সেখানেই ‘মুহান’ ও ‘পিপলি তারা’-এর সহযোগিতায় চিত্তরঞ্জন টোটো মেমোরিয়াল এডুকেশন সেন্টারের উদ্যোগে আয়োজিত হয়েছে একটি শিক্ষামূলক ভ্রমণ ‘টুনথুংকামু’। যেখানে বেড়ানোর পাশাপাশি আপনি টোটো সম্প্রদায়ের মানুষ, তাঁদের সংস্কৃতি এবং টোটোপাড়া সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন।

টোটোপাড়াকে ঘিরে রয়েছে তোর্সা‌ ও হাউরি নদী এবং তিতির জঙ্গল। পাহাড়ের কোলে, সবুজের মাঝেই জীবন কাটান এই আদিবাসীরা। মঙ্গোলয়েড সম্প্রদায়ের আদিবাসী এই টোটো। আলিপুরদুয়ারের টোটোপাড়ায় তাদের বাস। ডেনকা ভাষায় কথা বলে তারা। প্রকৃতির উপর ভরসা করেই তারা জীবিকা নির্বাহ করে। এসব কিছুর সম্মুখীন হতে পারবেন টুনথুংকামু ইভেন্টে।

আগামী ২১ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত চলবে টুনথুংকামু। আপনার থাকা-খাওয়া থেকে টোটোপাড়া ঘুরিয়ে দেখানো যাবতীয় দায়িত্ব নেবে ভ্রমণ সংস্থা ‘মুহান’। টুনথুংকামুতে অংশগ্রহণ করলে আপনি জানতে পারবেন টোটো সম্প্রদায়ের সংস্কৃতি সম্পর্কে। টোটো সম্প্রদায়ের ইতিহাস, ভাষা, জীবনধারণ সম্পর্কে জানতে পারবেন। পাশাপাশি আপনি টোটো সম্প্রদায়ের মানুষদের সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন। তাছাড়া টোটো সম্প্রদায়ের নাচ, গান ও সাংস্কৃতিক অনুষ্ঠানেও অংশগ্রহণ করতে পারবেন। টোটো সম্প্রদায়ের মানুষের হাতে বানানো জিনিসপত্র, তাঁদের পোশাক, খাবারেরও এক্সবিশনের ব্যবস্থা রয়েছে এই ট্যুরে।

মুহান-এর সদস্য অরুণাভ দাম TV9 বাংলাকে জানিয়েছেন, টোটো সম্প্রদায় ও টোটোপাড়া সম্পর্কে মানুষের কাছে সচেতনতা বৃদ্ধির জন্যই এই শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করা হয়েছে। টোটো আদিবাসীদের কেন্দ্র করে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পাশাপাশি জঙ্গলের পথ ধরে হাইকিংয়েরও সুবিধা রয়েছে। এছাড়াও সম্প্রদায়কে কেন্দ্র করে স্কাইগেজিং, বর্জ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্য সচেতনতা, জল সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন অভিযোজন ও বিজ্ঞান নিয়ে ওয়ার্কশপের ব্যবস্থা করা হয়েছে। ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বিশেষ সুবিধা। ছাত্রছাত্রীদের জন্য রেজিস্ট্রেশন ফি ১২,০০০ টাকা। এছাড়া টুনথুংকামুতে অংশগ্রহণ করতে গেলে আপনাকে ১৫,০০০ টাকা ব্যয় করতে হবে। ‘মুহান’-এর ইনস্টাগ্রাম পেজে গিয়ে আপনি টুনথুংকামু-এ অংশগ্রহণের জন্য আবেদন করতে পারেন।

Next Article