Ghoom Festival: নভেম্বরে দার্জিলিং যাচ্ছেন? ঘুম উৎসব মিস করবেন না

TV9 Bangla Digital | Edited By: megha

Nov 10, 2023 | 9:00 AM

Darjeeling: তৃতীয়বার শৈলশহরে আয়োজিত হতে চলেছে ঘুম উৎসব। পর্যটকদের মন কাড়তে গত দু'বছর ধরে এই উদ্যোগ নিয়েছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। গত দু'বছর বেশ জনপ্রিয়তা পেয়েছিল এই কার্নিভাল। এ বছরও আশায় বুক বাঁধছে পর্যটক থেকে পর্যটন শিল্পে যুক্ত ব্যবসায়ীরা।

Ghoom Festival: নভেম্বরে দার্জিলিং যাচ্ছেন? ঘুম উৎসব মিস করবেন না

Follow Us

বাঙালির বারো মাসে তেরো পার্ব‌ণ। সামনেই আসছে কালীপুজো ও ভাইফোঁটা। তার পরেই চলবে বিয়ের মরশুম। দেখতে দেখতে চলে আসছে ক্রিসমাস ও নতুন বছর উদযাপনের দিন। এসব কিছুর মাঝে বাঙালি ছুটি কাটানোরও সময় বের করে নেয়। খুব দূরে না হলেও কাছেপিঠের মধ্যেই বেড়াতে যান অনেকে। এই কাছেপিঠের ডেস্টিনেশনের মধ্যে সবচেয়ে জনপ্রিয় দার্জিলিং। আর আপনি যদি এই নভেম্বরে দার্জিলিং যাওয়ার পরিকল্পনা করেন, রয়েছে দারুণ সুখবর। দার্জিলিং হিমালয়ান রেলওয়ের তরফে আয়োজন করা হচ্ছে ঘুম উৎসবের।

নভেম্বরের শেষ সপ্তাহে শৈলশহর মেতে উঠবে ঘুম উৎসবে। আগামী ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত পাহাড়ের বুকে চলবে ঘুম উৎসব। এই নিয়ে তৃতীয়বার শৈলশহরে আয়োজিত হতে চলেছে ঘুম উৎসব। পর্যটকদের মন কাড়তে গত দু’বছর ধরে এই উদ্যোগ নিয়েছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। গত দু’বছর বেশ জনপ্রিয়তা পেয়েছিল এই কার্নিভাল। এ বছরও আশায় বুক বাঁধছে পর্যটক থেকে পর্যটন শিল্পে যুক্ত ব্যবসায়ীরা।

কালীপুজো ও ভাইফোঁটার জন্য এ বছর নির্ধারিত সময়ের থেকে প্রায় ২ সপ্তাহ পরে অনুষ্ঠিত হচ্ছে ঘুম উৎসব। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে দার্জিলিং হিমালয়ান রেলওয়ের ডিরেক্টর জানিয়েছেন,  সাধারণত দীপাবলি এবং ছট পুজো করা হয়ে থাকে। কিন্তু এই বছর দীপাবলি এবং ছট পুজো দেরিতে। তাই উৎসবের আয়োজনও দেরিতে হচ্ছে। গত বছর ঘুম উৎসব শুরু হয়েছে ১২ নভেম্বর। এ বছর তা শুরু হচ্ছে ২৫ নভেম্বরে।

পাহাড়ের সংস্কৃতির মুখোমুখি হওয়ার সুযোগ রয়েছে ঘুম উৎসবে। নাচ, গান, খাদ্য থাকছে। তার সঙ্গে ঘুরে দেখতে পাবেন দার্জিলিংয়ের জনপ্রিয় কিছু চা বাগান। পাশাপাশি পর্যটকদের জন্য অ্যাডভেঞ্চার স্পোর্টসের সুযোগও রয়েছে। ২৫ নভেম্বর থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত চলবে অনুষ্ঠান। উৎসব চলাকালীন সপ্তাহান্তে বিশেষ অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে শৈলশহরে। দার্জিলিং হিমালয়ান রেলওয়ের তরফে জানানো হয়েছে ১০ ডিসেম্বর একটি বড় অনুষ্ঠানের মধ্যে দিয়ে জমজমাট ভাবে উৎসবের সমাপ্তি হবে।

Next Article