Private Island: সঙ্গীকে নিয়ে প্রাইভেট দ্বীপে ঘুরতে গেলে ডলারে আয় করবেন, কোথায় মিলছে এমন অফার?

TV9 Bangla Digital | Edited By: megha

Nov 18, 2023 | 1:50 PM

Bizarre: দেড় কোটি টাকা আয়। পাশাপাশি নিজস্ব দ্বীপে সঙ্গীর সঙ্গে বিলাসবহুল জীবনযাপন—ভাবছেন এমনটা কীভাবে সম্ভব? ফেয়ারফ্যাক্স অ্যান্ড কেনসিংটন নামের এক সংস্থা এমনই কর্মী খুঁজছে, যাঁরা এই অফারে রাজি হবে।

Private Island: সঙ্গীকে নিয়ে প্রাইভেট দ্বীপে ঘুরতে গেলে ডলারে আয় করবেন, কোথায় মিলছে এমন অফার?

Follow Us

বেড়াতে যেতে কার না ভাল লাগে। কারও পছন্দ সমুদ্র, আবার কেউ পাহাড়প্রেমী। কিন্তু সবসময় ইচ্ছে থাকলেই যে আপনি পছন্দের ডেস্টিনেশনে বেড়াতে যেতে পারবেন, তা হয় না। আর্থিক দিকটাও দেখতে হয়। কিন্তু বেড়াতে গিয়ে যদি খরচের বদলে আপনার আয় হয়, তাহলে কেমন হয়? তাও আবার যদি কোনও প্রাইভেট দ্বীপে বেড়াতে গিয়ে এমন সুযোগ পান। শুনতে অদ্ভুত লাগছে? সমাজমাধ্যমে এমনই একটি বিজ্ঞাপন নজর কাড়ছে নেটিজ়েনদের।

সম্প্রতি ফেয়ারফ্যাক্স অ্যান্ড কেনসিংটন নামের এক সংস্থা এমনই অফার নিয়ে এসেছে। ওই সংস্থা মূলত তাদের কর্মী নিয়োগের জন্য এমন আকর্ষণীয় অফার দিয়েছে। ওই সংস্থা এমন কর্মীর খোঁজ করছে, যাঁরা সঙ্গীকে নিয়ে প্রাইভেট দ্বীপে থাকতে রাজি হবেন। তার সঙ্গে রয়েছে ওই যুগলদের জন্য বিলাসবহুল জীবনযাপনের ব্যবস্থা। আর এই কাজটা দক্ষতার সঙ্গে করতে পারলেই সংস্থার তরফে বছরে বেতন মিলবে ১ লক্ষ ৮৫ হাজার ডলার। যার ভারতীয় মূল্য হয় প্রায় দেড় কোটি টাকা।

দেড় কোটি টাকা আয়। পাশাপাশি নিজস্ব দ্বীপে সঙ্গীর সঙ্গে বিলাসবহুল জীবনযাপন—ভাবছেন এমনটা কীভাবে সম্ভব? ওই সংস্থা এমনই কর্মী খুঁজছে, যাঁরা এই অফারে রাজি হবে। তবে, সঙ্গীর সঙ্গে নিজস্ব দ্বীপে বিলাসবহুল জীবনযাপন করলেই চলবে না। ওই দ্বীপে থাকাকালীন সঙ্গীর সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্ত আপনাকে কামেরাবন্দি করতে হবে। এটাই মূলত কাজ হবে ওই যুগলদের। নিজস্ব দ্বীপে বিলাসবহুল জীবনযাপন এবং সঙ্গীর সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্ত কামেরাবন্দি করতে হবে। আর সেসব ছবি ব্যবহার করা হবে সংস্থার ওই দ্বীপের প্রচারে।

যেহেতু ওই প্রাইভেট দ্বীপে কাটানো মুহূর্তের ছবি বিভিন্ন সমাজ মাধ্যমে পোস্ট করে সংস্থার প্রচার চালানো হয়, তাই দম্পতিদের হতে হবে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সর। অর্থাৎ, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সররাই এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। কারণ আজকাল ইনফ্লুয়েন্সরদের মাধ্যমে সমাজের একটা বেশ বড় অংশের কাছে সরাসরি পৌঁছানো যায়। আবেদন ও নির্বাচনের প্রক্রিয়া শেষ হলেই জানুয়ারি থেকে দম্পতিরা থাকতে পারবেন সংস্থার নিজস্ব দ্বীপে। বছর ২৫ দিনের ছুটিও পাবেন তাঁরা। তাছাড়া সপ্তাহে ৬ দিন দ্বীপে কাটানো বিলাসবহুল জীবনযাপনের ছবি তুলতে হবে তাঁদের।

এত কিছু জানার পর আপনার মনে কৌতূহল জাগতে পারে যে, এই প্রাইভেট দ্বীপটা কোথায়? বিশ্বের কোন প্রান্তে গিয়ে সমুদ্রতটের ধারে আপনি বিলাসবহুল জীবন কাটাতে পারবেন? এই প্রশ্নের উত্তর এখনও খোলসা করা হয়নি সংস্থার তরফে। তবে, ছুটি কাটাতে গিয়ে ১ লক্ষ ৮৫ হাজার ডলার আয়ের বিজ্ঞাপন হইচই ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

Next Article