বিয়ের আগে ফটোশুট এখন ‘ট্রেন্ডিং’। পেশাদার ফটোগ্রাফারদের দিয়ে কয়েক হাজার খরচ করে হবু বর-কনেরা ‘প্রি ওয়েডিং’ ফটোশুট করিয়ে থাকেন। শুধু যে বিভিন্ন কায়দার তাঁরা তাঁদের প্রেমকাহিনি তুলে ধরেন, তা নয়। আজকাল অনেকেই জোর দেয় ‘প্রি ওয়েডিং’ ফটোশুটের লোকেশনের উপর। কেউ বেছে নেন পাহাড়, আবার কারও প্রেমের গল্প ফুটে ওঠে সমুদ্রতটে। আর যাঁরা একটু ‘ওল্ড স্কুল টাইপ’, সেই গল্পগুলো ধরা পড়ে তাঁদের শহরের অলিগলিতে। তাই অনেকে কলকাতা শহরকে বেছে নেন, তাঁদের ‘প্রি ওয়েডিং’ ফটোশুটের জন্য। বাড়ির কাছে ফটোশুট করলে খরচও কম। তাছাড়া খুব বেশি ঝক্কি পোহাতে হয়। তিলোত্তমার বুকে কোন-কোন জায়গায় ‘প্রি ওয়েডিং’ ফটোশুট করতে পারবেন, রইল টিপস।
প্রিন্সেপ ঘাট: হুগলি সেতু, গঙ্গার পাড় আর রেললাইন—সব মিলিয়ে প্রিন্সেপ ঘাটের শান্ত পরিবেশে সেরে ফেলতে পারেন প্রি ওয়েডিং ফটোশুট। সাধারণ ছুটির দিনগুলো বিকেলবেলা প্রিন্সেপ ঘাট চত্বরে মানুষের ভিড় দেখা যায়। তাই ছুটির দিন বাদের সপ্তাহের মধ্যিখানে যে কোনও সময় গিয়ে প্রি ওয়েডিং ফটোশুট করতে পারেন। সূর্যোদয় বা সূর্যাস্ত যে কোনও সময়কে বেছে নিতে পারে ছবি তোলার জন্য।
ময়দান চত্বর: গড়ের মাঠে সবুজ পরিবেশে আজকাল অনেকেই প্রি ওয়েডিং ফটোশুট করে থাকেন। দেখতেও ভাল লাগে সেসব হবু বর-কনের ছবি। চাইলে ময়দানের পাশের ট্রামলাইন ধরেও ছবি তুলতে পারেন।
কুমোরটুলি: আপনাদের প্রেমটা উত্তর কলকাতার অলিগলিতে ধীরে-ধীরে জমে উঠেছিল? তাহলে সেই গল্প ফুটিয়ে তুলুন কুমোরটুলির গলিতেই। বনেদি বাড়ির ছোঁয়াও পেয়ে যাবেন। আবার ট্রামলাইনও রয়েছে। রাস্তা পেরিয়ে কিছুটা গেলেই রয়েছে গঙ্গা। সেখানেও সেরে ফেলতে পারেন প্রি ওয়েডিং ফটোশুট।
হাওড়া ফুল বাজার: পেশাদার ফটোগ্রাফাররা আজকাল ফুল বাজারে গিয়ে ছবি তোলেন। হাওড়া ব্রিজ, গঙ্গা আর ফুল বাজারের ব্যস্ততার মাঝে প্রেমকাহিনি তুলে ধরতে পারেন প্রি ওয়েডিং ফটোশুটে।
ইকো পার্ক: বিশ্বের সাত আশ্চর্যের সামনে দাঁড়িয়ে প্রি ওয়েডিং ফটোশুট করতে চান? বেছে নিতে পারেন ইকো পার্ককে। সাত আশ্চর্যের আদলে তৈরি স্থাপত্য ছাড়াও এখানকার বাগান, ইকো আইল্যান্ড ও বোট রাইডের মাধ্যমেও আপনি আপনার প্রেমের গল্প ফুটিয়ে তুলতে পারেন।
বোটানিক্যাল গার্ডেন: দুজনের প্রকৃতিপ্রেমী? প্রি ওয়েডিং ফটোশুট করতে যেতে পারেন শিবপুর বোটানিক্যাল গার্ডেনে। এখানকার শতাব্দীপ্রাচীন বট গাছের তলায় দাঁড়িয়ে বিভিন্ন পোজ়ে ছবি তুলতে পারেন।