বিশ্বের ট্রাভেল অ্যাওয়ার্ডের তিনটি পুরস্কার এখন পেরুর পকেটে। জনবিরল মরুভূমি, সবুজ মরূদ্যান, বরফাবৃত পর্বতমালা, উচ্চ মালভূমি এবং গভীর উপত্যকায় ঘেরা এই দেশের সুনাম বহুল পরিচিত। কৃষি, মৎস্য উত্পাদন ছাড়াও এই দেশের প্রাকৃতিক সৌন্দর্য ও সংস্কৃতির টানে এখানে বহু পর্যটক আসেন। বিশেষ করে বহু পর্যটক ইনকা সাম্রাজ্যের ধ্বংসাবশেষ দেখতে পেরুতে বেড়াতে আসেন। বিশেষ করে আন্দেস পর্বতমালার উপরে মাচু পিচু খুবই জনপ্রিয়।
বিশ্বের সেরা রান্নার গন্তব্য ২০২১: পেরু
বিশ্বের সেরা সাংস্কৃতিক গন্তব্য ২০২১: পেরু
বিশ্বের সেরা পর্যটক আকর্ষণ ২০২১: মাচুপিচু, পেরু
এই পুরস্কারগুলি পেরুর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো বটেই, শেষ বছরের পর্যটন শিল্পের গুণমানকে তুলে ধরে দেশেকে বিশ্বের কাছে একটি সেরা গন্তব্যস্থল হিসেবে পরিচয় দিল। WTA বৈশ্বিক ভ্রমণ এবং পর্যটন শিল্পের সমস্ত বিভাগে শ্রেষ্ঠত্বকে নিয়ে আলাদা করে উদযাপন করে। এই কারণ ট্রাভেল ও গ্যাস্ট্রোনমিতে এই জয়গুলিকে অগ্রণী ভূমিকা পালন করে। একটি দেশের সংস্কৃতি, সৌন্দর্য, বিভিন্ন এলাকার পর্যটন পরিষেবার উচ্চমানের প্রচারের কাজ করে।
বৈচিত্র্যময় ভৌগোলিক এবং জলবায়ুর কারণে পেরুতে অতিমাত্রায় জীববৈচিত্র্য রয়েছে। দক্ষিণ আমেরিকার পশ্চিম-মধ্য অঞ্চলে, প্রশান্ত মহাসাগরের উপকূলে অবস্থিত এই দেশ বিশ্বের সেরা রন্ধনসম্পর্কীয় গন্তব্য হিসেবে সম্মান লাভ করেছে। এছাড়া দক্ষিণ আমেরিকার এই সুন্দর দেশের সেরা পর্যটন আকর্ষণ হিসেবে মাচুপিচুকে স্বীকৃতি দেওয়া হয়েছে। প্রসঙ্গত, কয়েকদিন আগে PROMPERÚ 2021 ওয়ার্ল্ড ক্রুজ অ্যাওয়ার্জের ফলাফল ঘোষণায় পেরুকে বিশ্বের সেরা রিভার ক্রুজ অ্যাওয়ার্ড ও লাতিন আমেরিকার সেরা রিভার ক্রজ ডেস্টিনেশন হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।
আরও পড়ুন: Winter Treks in India: অ্যাডভেঞ্চার আপনার নেশা? নতুন বছরকে স্বাগত জানাতে বেড়িয়ে পড়ুন ট্রেকে