ট্যুরিজ়ম ইণ্ডাস্ট্রির (Tourism Industry) জন্য সুখবর। ১ জুলাই থেকে পর্যটনের জন্য খুলে গেল থাইল্যাণ্ড ট্যুরিজ়মের ফুকেত (Phuket)। প্রধানমন্ত্রী জেনারেল প্রযুত চ্যান-ও-চা এই প্রকল্পের উদ্বোধন করেন। থাইল্যান্ডের পর্যটনের সরকারি ওয়েবসাইটে অ্যামেজ়িং থাইল্যাণ্ড (Amazing Thailand) ‘স্যান্ডবক্স’ (Sand Box) প্রকল্পের ঘোষণা করেছে থাইল্যান্ড প্রশাসন। ওই প্রকল্পে কী-কী বলা হয়েছে, দেখে নিই।
ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে যাঁদের, তারাই পারবেন থাইল্যান্ড ভ্রমণের সুযোগ। এখন থেকে থাইল্যান্ড বেড়াতে গেলে এয়ারপোর্টে ঢোকার ৩ দিনের মধ্যে করানো আরটিপিসিআর পরীক্ষার রিপোর্ট নেগেটিভ হলে তবেই তা নিয়ে প্রবেশ করতে হবে এই দ্বীপে। এয়ারপোর্টে হেলথ স্ক্রিনিং-এর সঙ্গে করা হবে আরটিপিসিআর পরীক্ষা।
যদি কেউ ১৪ দিন ফুকেতে থাকতে চান, তাহলে তাঁকে ৬-৭ দিনের মাথায় এবং ১২-১৩ দিনের মাথায় করাতে হবে আরটিপিসিআর পরীক্ষা। তবেই মুক্তভাবে ঘুরে বেড়ানোর ছাড়পত্র দেওয়া হবে।
থাইল্যান্ডের পর্যটনের সরকারি ওয়েবসাইটে অ্যামেজ়িং থাইল্যাণ্ড ‘স্যান্ডবক্স’ প্রকল্পের ঘোষণা করেছে থাইল্যান্ড প্রশাসন।
আর যারা ৭ দিনের কম থাকতে চান, তাঁদের ৬-৭ দিনের মধ্যে আরটিপিসিআর পরীক্ষা করাতে হবে। প্রত্যেক আন্তর্জাতিক পর্যটকের মোবাইলে ডাউনলোড করে রাখতে হবে ‘থাইল্যান্ড প্লাস’ অ্যাপটিও।
এক প্রেস বিজ্ঞপ্তিতে থাইল্যা’ প্রশাসন বলছে, লকডাউন নয়, চাপ কাটাতে, আর ফুরফুরে হতে আসুন থাইল্যান্ড। মেনে চলুন ডিএমেইচটিটিএ (DMHTTA)। ডিস্ট্য়ান্সিং, মাস্ক পরা, হ্যান্ড স্যানিটাইজেশন, টেম্পারেচার চেক, টেস্টিং ফর কোভিড আর অ্যাপ্লিকেশন–থাইল্যান্ড প্লাস।
থাইল্যান্ড ট্যুরিজ়ম অথরিটি (Thiland Tourism Authority) জানিয়েছে, ট্যুরিস্টদের বাধ্যতামূলকভাবে প্রথম সাত দিন থাকতে হবে সেফটি অ্য়ান্ড হেলথ অ্যাডমিনিস্ট্রেশন (Safety and Health Administration বা SHA) অনুমোদিত হোটেলে।
আপাতত যে সব এয়ারলাইন্স তাদের ফুকেতগামী ফ্লাইট পরিষেবা শুরু করেছে, তারা হল-
ব্রিটিশ এয়ারওয়েজ
ক্যাথে প্যাসেফিক
ইআই এআই বা ইজ়রায়েল এয়ারলাইন্স
এমিরেটস
এতিহাদ এয়ারওয়েজ
কাতার এয়ারওয়েজ
সিঙ্গাপুর এয়ারলাইন্স
থাই
ছবি সৌজন্যঃ ট্যুরিজ়ম থাইল্যান্ড