Sikkim COVID update: এই করোনা আবহে সিকিম যাবেন? রইল না আর কোনও বাধা

TV9 Bangla Digital | Edited By: aryama das

Jul 05, 2021 | 11:32 PM

আপনার যদি ভ্যাকসিনের জোড়া ডোজ় নেওয়া হয়ে থাকে ইতিমধ্যেই, তাহলে আপনার জন্য সিকিমের দরজা খোলা এখন।

Sikkim COVID update: এই করোনা আবহে সিকিম যাবেন? রইল না আর কোনও বাধা

Follow Us

লকডাউনে চার দেওয়ালে বন্দি হয়ে বদ্ধ উন্মাদ লাগছে নিজেকে? এ রোগের চিকিৎসা করতে পারে একমাত্র পাহাড়। প্যান্ডেমিকে বসে যেসব পাহাড়ের যে তালিকা বানিয়েছেন সিকিমের নাম আছে তাতে? আপনার স্বপ্ন সত্যি আপনার থেকে অদূরেই রয়েছে। আপনার সব অপেক্ষার অবসান ঘটিয়ে আপনি ঘুরতে যেতে পারেন সিকিমে।

আপনার যদি ভ্যাকসিনের জোড়া ডোজ় নেওয়া হয়ে থাকে ইতিমধ্যেই, তাহলে আপনার জন্য সিকিমের দরজা খোলা এখন। শুধু দরজা খোলাই নয়, আপনি সিকিমের যেকোনও প্রান্তে অবাধে ঘুরতে পারবেনও। এরাজ্যে প্রবেশ করার আগে আপনার আরটিপিসিআর টেস্টেরও আর কোনও প্রয়োজন নেই।

সিকিমের সরকারি নোটিশ অনুযায়ী, ‘যে কোনও পর্যটককে এ রাজ্যে প্রবেশ করার আগে কোভিড ভ্যাকসিনের দুটো ডোজ় নেওয়ার সার্টিফিকেট দেখাতে হবে। মেল্লি এবং রঙ্গপো চেকপোস্টে আপনাকে সার্টিফিকেটটি দেখাতে হবে। আরটিপিসিআর টেস্টের নেগেটিভ রিপোর্ট দেখানোর কোনও প্রয়োজনীয়তা নেই। দেশের বাইরের পর্যটকদের জন্য যদিও আলাদা নিয়ম রয়েছে’।

আরও পড়ুন: Goa COVID update: এই করোনা আবহে গোয়া যাবেন? শর্ত একটাই…

সিকিমের গেস্ট হাউজ, হোম-স্টে, হোটেলগুলিতে ৫০% পর্যটককে থাকতে দেওয়ার অনুমতি দেওয়া আছে। সিকিম সরকারের নিয়মানুসারে রাজ্যের শপিং মল, দোকানগুলি কোভিডবিধি মেনেই খুলবে। তবে সিকিমের সাইড সিনগুলির ক্ষেত্রে কোনও বিধিনিষেধ নেই।
করোনার দ্বিতীয় ঢেউ আসার পর সিকিম প্রচার করেছিল, ‘ভিজিট সিকিম ২০২২’। কিন্তু বর্তমানে রাজ্যে কোভিড পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে আসায় সিকিম সেই বিধি ভুলে পর্যটনের দরজা খুলে দিয়েছে সকলের জন্য।

Next Article