ভূস্বর্গের (Jammu & Kashmir) সৌন্দর্য শব্দে বর্ণনা করা কঠিন। এর সৌন্দর্য দ্বিগুণ বৃদ্ধি পায় যখন উপত্যকার সংস্কৃতি, ঐতিহ্য সব কিছু একসঙ্গে মিশিয়ে যায়। এখন কাশ্মীরের সৌন্দর্যে লেগেছে বসন্তের (Spring) ছোঁয়া। ডাল লেকের হিমায়িত জল গলে গিয়েছে। উপত্যকায় মাথা চাড়া দিয়ে উঠেছে নতুন সবুজ ঘাস। হিমালয়ের কোলে তো রয়েছেই ফুলের মেলা। এই সব কিছুর মাঝে জম্মু ও কাশ্মীরের পর্যটন বিভাগের তরফ থেকে বসন্ত উদযাপনের জন্য পর্যটকদের উদ্দেশে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এতেই খুশির জোয়ার দেখা গিয়েছে কাশ্মীরে আসা পর্যটকদের মধ্যে। আর এই সাংস্কৃতিক অনুষ্ঠানে যে বিষয়টি সবচেয়ে বেশি নজর কেড়েছে তা হল ভূস্বর্গের লোকসঙ্গীত (Folk Music)।
কাশ্মীর উপত্যকার সৌন্দর্যের টানেই সারা বছর ভিড় লেগে থাকে পর্যটকদের। একইভাবে এই উপত্যকার লোকসঙ্গীতও পর্যটকদের আকর্ষিত করছে। এএনআই সংবাদসংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে কাশ্মীরের পর্যটন ডিরেক্টর ডঃ জি এন ইটু জানিয়েছেন, “আমাদের লোকসঙ্গীতের নিজস্ব একটা সৌন্দর্য আছে। দেশীয় এবং আন্তর্জাতিক পর্যটকেরা এটা পছন্দ করেন। ট্যুরিজম হিসাবে আমরা আমাদের হস্তশিল্প, রান্না, ঐতিহ্য এবং আমাদের সংস্কৃতির বিশেষ করে প্রচার করতে চাই।”
জম্মু ও কাশ্মীরের পর্যটন বিভাগ কর্তৃক শ্রীনগরে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানগুলি উপত্যকায় আসা পর্যটকদের বসন্তের একটি আনন্দদায়ক অভিজ্ঞতা প্রদান করছে। এর পাশাপাশি এই অনুষ্ঠানগুলি নতুন প্রজন্মের নজর কেড়েছে বলে জানিয়েছেন ডিরেক্টর। এই প্রসঙ্গে তিনি জানান, “যখনই আমরা কোনও ট্যুরিজম প্রোমোশনাল ইভেন্টের আয়োজন করি, আমরা নতুন প্রজন্মকে সুযোগ প্রদান করি। তাঁদের নিজস্ব ভার্সন রয়েছে যা তাঁদের বয়সি এবং অন্যান্য দর্শকদের মন জয় করে দেন। এর পাশাপাশি আমরা আমাদের আমরা কিংবদন্তী শিল্পীদেরও একটি সুযোগ দিই যেমন এই ইভেন্টে নূর মোহাম্মদ শাহ রয়েছে, এতে আমরা আমাদের সংস্কৃতির পাশাপাশি পর্যটনকেও উন্নত করতে পারব।”
এই নতুন উদ্যোগ খুশির জোয়ার এনেছে পর্যটকদের মধ্যে। এই সাংস্কৃতিক অনুষ্ঠানে আগত বহু দর্শক জানিয়েছেন যে, তাঁরা উপত্যকার লোকসঙ্গীতকে পছন্দ করছেন। তাঁরা এখানের সৌন্দর্যের পাশাপাশি সংস্কৃতিকেও উপভোগ করছেন। এখন বেশ উন্নত হয়েছে কাশ্মীরের পর্যটন শিল্প। তাছাড়া গত কয়েক মাসে যে পরিমাণ পর্যটন কাশ্মীর উপত্যকায় ছুটি কাটাতে এসেছেন, তাতে কোভিডের পর বেশ কিছুটা চাঙ্গা রয়েছে এখানের পর্যটন।
২০২২ সালের মার্চ মাসে রেকর্ড গড়ে আপাতত পর্যটন শিল্পে বড়সর ঢেউ তুলেছে কাশ্মীর। কাশ্মীর পর্যটন বিভাগের কাছে পরিসংখ্যান অনুসারে, ১০ বছরের মধ্যে প্রথমবারের মত উপত্যকাটি মার্চ মাসে প্রায় ১.৮ লক্ষ পর্যটকের আগমন ঘটেছে। পর্যটন বিভাগের ডিরেক্টর জি এন ইটু জানিয়েছেন, “২০২২ সালের মার্চ মাসে, ১,৭৯,৯৭০ জন পর্যটক কাশ্মীর ভ্রমণ করেছেন। যা গত ১০ বছরের সর্বোচ্চ রেকর্ড। এটি একটি রেকর্ড সংখ্য়া। এর থেকেও আরও সংখ্যা বৃদ্ধি আশা করা হচ্ছে।” এখন সবে বসন্ত। এরপর গ্রীষ্মকালীন মরশুমে আগামী দুই মাসে আরও রেকর্ড সংখ্যক পর্যটকের সংখ্যা বাড়বে, এমনটাই আশা প্রকাশ করেছে কাশ্মীর পর্যটন বিভাগ।
আরও পড়ুন: চৈত্র শেষে পকেটে টান? নববর্ষের উইকেন্ডে ‘চিল’ করুন শহরের কোনও নিরালা রিসর্টে