Surajkund Mela 2022: শুরু হয়েছে বিখ্যাত সুরজকুন্ড আন্তর্জাতিক মেলা! কোথায় ও কখন যাবেন এই মেলায়?

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Mar 20, 2022 | 8:50 AM

Surajkund International Crafts Mela: ৩৫তম সুরাজকুন্ড আন্তর্জাতিক কারুশিল্প মেলার থিম হল জম্মু ও কাশ্মীর। থিম অনুযায়ী ওই রাজ্যের হস্তশিল্প, স্বতন্ত্র সংস্কৃতির সম্ভার হয়ে উঠেছে এই মেলা।

Surajkund Mela 2022: শুরু হয়েছে বিখ্যাত সুরজকুন্ড আন্তর্জাতিক মেলা! কোথায় ও কখন যাবেন এই মেলায়?

Follow Us

বৈচিত্রময় দেশে কখনও আনন্দোত্‍সবের খামতি নেই। ঐতিহ্য, সংস্কৃতির উপর ভরসা করে আজও জ্বলজ্বল করছে দেশের হস্তশিল্প । ভারতের প্রত্যেকটি রাজ্যের বিভিন্ন প্রান্তেই ছড়িয়ে রয়েছে প্রাচীন সংস্কৃতি। সেগুলি টিকিয়ে রাখার অন্যতম প্রয়াসেই প্রতি বছরের মত এবারও বসেছে বার্ষিক সুরজকুন্দ মেলা। যেখানে ভারতের লোকসংস্কৃতি ও ঐতিহ্যের বিরাট হস্তশিল্পের মেলা।

মেলা মানেই বিভিন্ন মানুষের যোগাযোগের কেন্দ্রস্থল। আন্তর্জাতিক পর্যটন শিল্পে এ মেলায় হাজার হাজার বিদেশি পর্যটক ও শিল্পীর আগমন ঘটে। সুরাজকুন্ড মেলা হল বিশ্বের বৃহত্তম কারুশিল্প মেলা, যা ভারতের হস্তশিল্প, তাঁত এবং সাংস্কৃতিক কাপড়ের সমৃদ্ধ বৈচিত্র্য প্রদর্শন করে। সুরাজকুন্ড মেলা হল এক ধরনের আন্তর্জাতিক কারিগর মেলা, যেখানে সারা বিশ্বের শিল্পীরা তাঁদের সংস্কৃতি এবং সৃজনশীল শিল্পের প্রদর্শনের জন্য একটি জায়গা করে তোলে। হরিয়ানা পর্যটন বিভাগ প্রতি বছর সুরাজকুন্ডে মেলার আয়োজন করে ও এতে এতে সব বয়সের পর্যটকদের জন্য আকর্ষণীয়ও বটে। দক্ষিণ এশিয়া, আফ্রিকা এবং ইউরোপের ২০টিরও বেশি দেশ এই মেলাকে সফল করতে সাহায্য করার জন্য স্বেচ্ছায় কাজ করেছে।

মেলা নিয়ে কিছু তথ্য

তারিখ- ১৯ মার্চ থেকে ৪ এপ্রিল, ২০২২
সময়- বেলা ১২.৩০মিনিট থেকে রাত ৯.৩০ মিনিট পর্যন্ত
টিকিটের মূল্য

সপ্তাহের দিন – মাথাপিছু ১২০টাকা

সপ্তাহান্তে – মাথা পিছু ১৮০ টাকা

সুরজকুন্ড মেলা

ফরিদাবাদের কাছে নৈসর্গিক সুরজকুন্ড গ্রামটি লক্করপুর এবং বহরপুর গ্রামের মধ্যে অবস্থিত। এই বিখ্যাত ও অপূর্ব মেলার বা উৎসবের মূল লক্ষ্য, দেশের আদিবাসী কারিগরদের প্রতিভা এবং সংস্কৃতির প্রচার করা। মেলা যেখানে সেখানেই খাওয়াদাওয়া মাস্ট। এখানেও তা থেকে ব্যতিক্রমী নয়। রয়েছে সারা বিশ্বের মাল্টি-কুইজিন ফুড কোর্টও। ফলে পর্যটকদের কাছে আরও জনপ্রিয় হয়ে উঠেছে এই মেলা। এছাড়া নাট্যশালায় রাত্রিকালীন কবিতা পাঠ, ও নাটক, আনন্দের কারণকে দ্বিগুণ করে তুলেছে। রয়েছে বিনোদন, অ্যাডভেঞ্চার স্পোর্টস এবং রোমাঞ্চকর রাইডের জন্য বিশেষ ক্ষেত্রও। তরুণদের জন্য একটি অবশ্যই দেখার মতো ইভেন্ট করে তুলেছে।

থিম

৩৫তম সুরাজকুন্ড আন্তর্জাতিক কারুশিল্প মেলার থিম হল জম্মু ও কাশ্মীর। থিম অনুযায়ী ওই রাজ্যের হস্তশিল্প, স্বতন্ত্র সংস্কৃতির সম্ভার হয়ে উঠেছে এই মেলা। কয়েক হাজার জম্মু ও কাশ্মীর শিল্পীএখানে নিজেদের সংস্কৃতি, ঐতিহ্যের জিনিসের পসরা নিয়ে হাজির হয়েছেন। শুধু তাই নয়, ঐতিহ্যপূর্ণ নৃত্য থেকে শুরু করে চমত্‍কার সব হস্তশিল্প দর্শক ও পর্যটকদের মুগ্ধ করবে।

আরও পড়ুন: World Happiness Report: পাকিস্তান-বাংলাদেশের থেকেও পিছিয়ে ভারত! বিশ্বের সবচেয়ে সুখী দেশ কোনটি?

Next Article