Destination will pay tourists: বেড়াতে যাবেন আপনি আর টাকা দেবে এই দেশের সরকার

TV9 Bangla Digital | Edited By: megha

Feb 24, 2023 | 12:22 PM

Popular Asian Destination: এখানে ছুটি কাটাতে যাওয়ার পরিকল্পনা করলে পর্যটকদের টাকা দেবে সে দেশের সরকার, যা খরচ করতে পারবেন হোটেলে ভাড়ায়।

Destination will pay tourists: বেড়াতে যাবেন আপনি আর টাকা দেবে এই দেশের সরকার

Follow Us

বেড়াতে যাবেন আপনি আর টাকা দেবে সরকার। এমন হয় না ভাবছেন? আর আমরা যদি বলি আলবাত হয়। বিশ্বাস করবেন? এবার তাইওয়ান বেড়াতে গেলে এমনই সুযোগ পাবেন পর্যটকেরা। তাইওয়ান ঘুরে দেখার জন্য, আপনাকে টাকা দেবে ওই দেশের সরকারই।

কোভিডের পর থেকে মানুষের মধ্যে ভ্রমণের নেশা আরও বেড়ে গিয়েছে। বিদেশ ভ্রমণেও আর কোনও কোভিডের বিধি নিষেধ মানতে হচ্ছে না। তাই মানুষের মধ্যে ‘রিভেঞ্জ ট্রাভেল’ বৃদ্ধি পেয়েছে। কিন্তু তাতেও তাইওয়ানের পর্যটনে শিল্পে খুব একটা লাভ হচ্ছে না। তাই আন্তর্জাতিক পর্যটকদের নজর কাড়তে নতুন নীতি চালু করল তাইওয়ান।

তাইওয়ানে ছুটি কাটাতে যাওয়ার পরিকল্পনা করলে পর্যটকদের ১৬৫ ডলার করে দেবে সে দেশের সরকার। যার ভারতীয় মূল্য হল ১৩,৬৫১ টাকা। অনেকেই আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রে ট্যুর অ্যান্ড ট্র্যাভেল গ্রুপগুলো বেছে নেন। সেখানেও বিশেষ পরিষেবার ব্যবস্থা করেছে তাইওয়ান সরকার। দেশ ঘুরিয়ে দেখানোর জন্য ট্যুর গ্রুপগুলিকে নগদ পুরষ্কার দেওয়া হবে।

তাইওয়ানের প্রিমিয়ার চেন চিয়েন-জেন জানিয়েছেন, আন্তর্জাতিক পর্যটকদের নজর কাড়তেই এমন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তাইওয়ান সরকারের লক্ষ্য ২০২৩ সালে ৬ মিলিয়ন পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করা। ২০২৪ সালে এই সংখ্যাটা দ্বিগুণ করা এবং ২০২৫ সালের মধ্যে ১০ মিলিয়ন পর্যটক যাতে তাইওয়ান আসেন, সেটাই লক্ষ্য সরকারের। কোভিডের কারণে মুখ থুবড়ে পড়েছিল সে দেশের পর্যটক ব্যবস্থা। তিন বছর কাটলেও সেখানে পর্যটকদের খুব একটা ভিড় হয় না। তাই দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে চাঙ্গা করতেই এমন পরিকল্পনা সরকারের।

তাইওয়ান সরকার ৫ লক্ষ পর্যটকদের মাথাপিছু নিউ তাইওয়ান ডলারে NT$ 5,000 করে দেবে। এর ভারতীয় মূল্য ১৩,৬৫১ টাকা। অন্যদিকে, ট্যুর গ্রুপকে NT$20,000 পর্যন্ত নগদ অর্থ দেওয়া হয়। যার ভারতীয় মূল্য হল ৫৪,৪৪৯ টাকা। সে দেশের পরিবহন মন্ত্রী ওয়াং কুও-সাই জানিয়েছেন, এই অর্থ ডিজিটালের মাধ্যমে দেওয়া হবে। পর্যটকেরা এই অর্থ তাইওয়ানে পরিদর্শনের সময় হোটেল ভাড়া ও পরিবহণ খাতে খরচ করতে পারবে।

আশা করা হচ্ছে, যে পদক্ষেপ গ্রহণ জাপান, দক্ষিণ কোরিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ যেমন ভিয়েতনাম, মালেশিয়া, ইন্দোনেশিয়াম, হংকংয়ের পর্যটকদের আগ্রহ বাড়বে তাইওয়ান ভ্রমণে। সেই সঙ্গে ইউরোপ ও আমেরিকার পর্যটকেরাও উৎসাহিত হবে তাইওয়ান ভ্রমণে। তাইওয়ান ট্যুরিজম ব্যুরোর পরিসংখ্যান অনুসারে, ২০২২ সালে মাত্র ৯০০,০০০ পর্যটক তাইওয়ান ভ্রমণে এসেছেন। তার মধ্যে ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পর্যটকদের সংখ্যাই বেশি। থাকা ও পরিবহণের খরচ যদি সরকারের দেওয়া টাকায় হয়ে যায়, তাহলে পর্যটকদের সংখ্যা বাড়বে।

Next Article