Thailand: কোভিডের দুটো টিকা নেওয়া থাকলেই ঘুরে আসতে পারবেন থাইল্যান্ড! প্রয়োজন নেই কোয়ারান্টিনেরও

TV9 Bangla Digital | Edited By: megha

Feb 02, 2022 | 1:10 PM

ফের পর্যটকদের জন্য সুখবর। এই মাস থেকে কোয়ারেন্টাইন-মুক্ত ভিসা প্রোগ্রামের সূচনার মাধ্যমে পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত থাইল্যান্ড।

Thailand: কোভিডের দুটো টিকা নেওয়া থাকলেই ঘুরে আসতে পারবেন থাইল্যান্ড! প্রয়োজন নেই কোয়ারান্টিনেরও
থাইল্যান্ড

Follow Us

ফের পর্যটকদের জন্য সুখবর। এই মাস থেকে কোয়ারেন্টাইন-মুক্ত ভিসা প্রোগ্রামের সূচনার মাধ্যমে পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত থাইল্যান্ড (Thailand)। করোনার ডবল ডোজ (COVID 19 Vaccination) নেওয়া পর্টকরা কোয়ারান্টিন ছাড়াই (Quarantine Free Travel) এই ফেব্রুয়ারি থেকে থাইল্যান্ডে বেড়াতে যেতে পারবেন।

গত একমাস আগে বিশ্বব্যাপী ওমিক্রন ভেরিয়েন্ট দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়ায় পর্যটকদের ক্ষেত্রে ভিসা-ফ্রি কোয়ারান্টাইন পলিসি তুলে নেওয়া হয়। পরবর্তীকালে ঘোষনা করা হয়, এপ্রিলের গোড়া থেকে পর্যটকদের ৯ মার্কিন ডলার প্রবেশ ফি দিলে তবেই প্রবেশ করা যাবে এই দেশে। তবে এক মাস পেরিয়ে ফের একটি নয়া সিদ্ধান্ত নিয়েছে থাইল্যান্ডের সরকার। এখন টেস্ট অ্যান্ড গো স্কিমের মাধ্যমে সহজেই প্রবেশ করতে পারবেন থাইল্যান্ডে।

দেশের অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে পর্যটন শিল্প একটি বিরাট হাতিয়ার। করোনাভাইরাস ও ওমিক্রনের কারণে পর্যটন শিল্পে ভাঁটা পড়তেই ফের আশার আলো জাগাতে এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে। এর পাশাপাশি আশা করা হচ্ছে এই কোয়ারেন্টাইন-মুক্ত ভিসা স্কিমের সূচনার মাধ্যমে পর্যটন-নির্ভর দেশগুলির অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে।

থাইল্যান্ড সরকার আশা করে যে এই স্কিমে সুবিধাই হবে পর্যটকদের। যেহেতু থাইল্যান্ড একটি জনপ্রিয় আন্তর্জাতিক পর্যটন স্থান তাই সারা বছরই এখানে ভিড় লেগে থাকে পর্যটকদের। উপরন্ত এখানের মনোরম জলবায়ুতে ছুটি কাটাতে চান সকলেই। তাই সরকার আশা করছে যে চলতি মাসে ২ থেকে ৩ লক্ষ মানুষ টেস্ট অ্যান্ড গো স্কিমের থাইল্যান্ডে ছুটি কাটাতে আসবেন এবং আগামী দিনে এই সংখ্যাটা আরও বাড়তে চলেছে।

ব্লুমবার্গের সর্বশেষ কোভিড স্থিতিস্থাপকতা র‍্যাঙ্কিং‌য়ে থাইল্যান্ড ১৮ ধাপ উপরে উঠে এসেছে, যার ফলে নিয়ন্ত্রণ করা গেছে ওমিক্রনকেও। থাই হোটেল অ্যাসোসিয়েশনের সভাপতি মারিসা সুকোসল নুনভাকদি জানিয়েছেন যে, “আমাদের থাই সমাজের মধ্যে আস্থা তৈরি করতে হবে কারণ এখনও বিদেশী ভ্রমণকারীদের সম্পর্কে দ্বিধাগ্রস্ত মানুষের একটি বড় গ্রুপ রয়েছে। যদি অন্য দেশগুলো এখনও দ্বিধাগ্রস্ত অবস্থায় থাকে, তাহলে তারা এসে থাই টেস্ট অ্যান্ড গো মডেলের দিকে পক্ষপাত পারে।”

এর পাশাপাশি থাইল্যান্ড সরকার আশা করছে এই বছর ৫০ লক্ষ বিদেশি পর্যটক আসতে পারে দেশে। তাদের অধিকাংশই ইউরোপ ও যুক্তরাষ্ট্রের মানুষ হবে এমনটা ধারণা করা হচ্ছে। অন্যদিকে যদি চিন ও ভারতীয় পর্যটকরা পুনরায় থাইল্যান্ড ভ্রমণ করা শুরু করেন তাহলে সেই লাখের সংখ্যাটাই ৯০-এ পৌঁছাবে বলে জানিয়েছে থাইল্যান্ড সরকার।

থাইল্যান্ড গত দুই বছর ধরে ভ্রমণ খাতকে পুনরুজ্জীবিত করার জন্য বেশ কয়েকটি পরিকল্পনা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেছে, যা ৪০ মিলিয়ন বিদেশী পর্যটকদের আকৃষ্ট করেছে এবং ২০১৯ সালে ৬০ বিলিয়ন ডলারেরও বেশি আয় করেছে। প্রায় ৩,৫০,০০০ পর্যটক টেস্ট অ্যান্ড গো প্রোগ্রামের প্রথম পর্যায়ের সুবিধা গ্রহণ করে ডিসেম্বরের শেষের দিকে থাইল্যান্ড ভ্রমণ করেছিলেন কিন্তু ওমিক্রন ভেরিয়েন্টের প্রভাব রোধ করার জন্য এটি স্থগিত করা হয়েছিল। কিন্তু এখন আর অপেক্ষা নয় কোভিডের দুটো টিকা নেওয়া থাকলেই টেস্ট অ্যান্ড গো স্কিমের মাধ্যমে আপনি ঘুরে আসতে পারবেন থাইল্যান্ড।

আরও পড়ুন: বিশ্ব জলাভূমি দিবসে ভারতের কিছু জনপ্রিয় রামসার সাইটের খোঁজ রইল আপনার জন্য…

Next Article