World Wetland Day 2022: বিশ্ব জলাভূমি দিবসে ভারতের কিছু জনপ্রিয় রামসার সাইটের খোঁজ রইল আপনার জন্য…

আজ 'ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে'। বিশ্ব জলাভূমি দিবস। এই বছর দিনটি এই প্রথম 'ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনল ডে' হিসেবে পালিত হচ্ছে। সারা পৃথিবী যখন বিশ্ব উষ্ণায়নের সঙ্গে লড়াই করছে তখন আমাদেরও দায়িত্ব জলাভূমিগুলোকে রক্ষা করা। পরিবেশকে বাঁচাতে জলাভূমিগুলোর অস্তিত্ব টিকিয়ে রাখা দরকার। কারণ এমন বহু জলাভূমি রয়েছে আমাদের দেশে যা বহু পশু-পাখিদের বাসস্থানও।

| Edited By: | Updated on: Feb 02, 2022 | 8:30 AM
অষ্টমুড়ি হ্রদ- কেরলের কোল্লামে অবস্থিত অষ্টমুড়ি হ্রদ পর্যটকদের মধ্যে ভীষণ ভাবে জনপ্রিয়। এই বৃহৎ হ্রদটি এখানের হাউসবোট পরিষেবার জন্য পরিচিত। অষ্টমুড়ি হ্রদ রামসার সাইটগুলির মধ্যে একটি যা ভারতে আন্তর্জাতিক ভাবে গুরুত্বপূর্ণ।

অষ্টমুড়ি হ্রদ- কেরলের কোল্লামে অবস্থিত অষ্টমুড়ি হ্রদ পর্যটকদের মধ্যে ভীষণ ভাবে জনপ্রিয়। এই বৃহৎ হ্রদটি এখানের হাউসবোট পরিষেবার জন্য পরিচিত। অষ্টমুড়ি হ্রদ রামসার সাইটগুলির মধ্যে একটি যা ভারতে আন্তর্জাতিক ভাবে গুরুত্বপূর্ণ।

1 / 6
চিল্কা হ্রদ- চিল্কা হ্রদ ওড়িশায় অবস্থিত একটি জনপ্রিয় জলাভূমি। চিল্কা লবণাক্ত জলের হ্রদ  এবং এটি ভারতের বৃহত্তম উপকূলীয় লেগুনগুলির মধ্যে একটি। চিল্কা হ্রদ পক্ষীপ্রেমীদের জন্য স্বর্গোদ্যান।

চিল্কা হ্রদ- চিল্কা হ্রদ ওড়িশায় অবস্থিত একটি জনপ্রিয় জলাভূমি। চিল্কা লবণাক্ত জলের হ্রদ এবং এটি ভারতের বৃহত্তম উপকূলীয় লেগুনগুলির মধ্যে একটি। চিল্কা হ্রদ পক্ষীপ্রেমীদের জন্য স্বর্গোদ্যান।

2 / 6
ভিতরকণিকা জাতীয় উদ্যান- ওড়িশার বঙ্গোপসাগরের উপকূলীয় অঞ্চলে অবস্থিত ভিতরকণিকা জাতীয় উদ্যান। এটি একটি ম্যানগ্রোভ অরণ্য। এই লবণাক্ত জলের হ্রদটি ভারতের জনপ্রিয় রামসার সাইটগুলির মধ্যে একটি। এখানে বিভিন্ন প্রজাতির কুমিরের বাস।

ভিতরকণিকা জাতীয় উদ্যান- ওড়িশার বঙ্গোপসাগরের উপকূলীয় অঞ্চলে অবস্থিত ভিতরকণিকা জাতীয় উদ্যান। এটি একটি ম্যানগ্রোভ অরণ্য। এই লবণাক্ত জলের হ্রদটি ভারতের জনপ্রিয় রামসার সাইটগুলির মধ্যে একটি। এখানে বিভিন্ন প্রজাতির কুমিরের বাস।

3 / 6
চন্দ্র তাল- হিমালয়ের কোলে একাধিক হ্রদ রয়েছে। এর মধ্যে স্পিতি উপত্যকার অবস্থিত চন্দ্র তাল ভারতে সংরক্ষিত প্রধান জলাভূমিগুলির মধ্যে একটি।। এটি হিমাচল প্রদেশের একটি জনপ্রিয় ট্রেকিং ট্রেইল হিসাবে পরিচিত।

চন্দ্র তাল- হিমালয়ের কোলে একাধিক হ্রদ রয়েছে। এর মধ্যে স্পিতি উপত্যকার অবস্থিত চন্দ্র তাল ভারতে সংরক্ষিত প্রধান জলাভূমিগুলির মধ্যে একটি।। এটি হিমাচল প্রদেশের একটি জনপ্রিয় ট্রেকিং ট্রেইল হিসাবে পরিচিত।

4 / 6
লোকতাক হ্রদ- লোকটাক হ্রদ মণিপুরের একটি জনপ্রিয় মিষ্টি জলের হ্রদ। এটি একটি মিষ্টি জলের জলাভূমি, যা মণিপুরের জন্য খুব গুরুত্বপূর্ণ। অন্যদিকে এই জলাভূমি বিপন্ন সঙ্গাই (হরিণ)-এর বাসস্থান।

লোকতাক হ্রদ- লোকটাক হ্রদ মণিপুরের একটি জনপ্রিয় মিষ্টি জলের হ্রদ। এটি একটি মিষ্টি জলের জলাভূমি, যা মণিপুরের জন্য খুব গুরুত্বপূর্ণ। অন্যদিকে এই জলাভূমি বিপন্ন সঙ্গাই (হরিণ)-এর বাসস্থান।

5 / 6
সোমোরিরি হ্রদ- হিমালয়ের কোলে আরেকটি জনপ্রিয় জলাভূমি হল সোমোরিরি হ্রদ। এটি লাদাখে অবস্থিত। ৪,৫২২ মিটার উচ্চতায় অবস্থিত সোমোরিরি জলাভূমি সংরক্ষণ রিজার্ভ 'মাউন্টেন্ট লেক' নামে পরিচিত।

সোমোরিরি হ্রদ- হিমালয়ের কোলে আরেকটি জনপ্রিয় জলাভূমি হল সোমোরিরি হ্রদ। এটি লাদাখে অবস্থিত। ৪,৫২২ মিটার উচ্চতায় অবস্থিত সোমোরিরি জলাভূমি সংরক্ষণ রিজার্ভ 'মাউন্টেন্ট লেক' নামে পরিচিত।

6 / 6
Follow Us: