Thailand: পর্যটকদের জন্য সুখবর! ফেব্রুয়ারির গোড়াতেই কোয়ারান্টিন ফ্রি ট্রাভেলের ঘোষণা থাইল্যান্ডের!

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Jan 22, 2022 | 9:50 AM

দেশের অর্থনৈতিক ক্ষমতা বাড়ানোর জন্য এটি একটি নয়া পদক্ষেপ। থাইল্যান্ড দুই সপ্তাহের হোটেল কোয়ারেন্টাইনের বিকল্প হিসাবে নভেম্বর থেকে টেস্ট অ্যান্ড গো স্কিম চালু করেছে।

Thailand: পর্যটকদের জন্য সুখবর! ফেব্রুয়ারির গোড়াতেই কোয়ারান্টিন ফ্রি ট্রাভেলের ঘোষণা থাইল্যান্ডের!

Follow Us

ফের পর্যটকদের জন্য সুখবর। করোনার ডবল ডোজ (COVID 19 Vaccination) নেওয়া পর্টকরা কোয়ারান্টিন ছাড়াই (Quarantine Free Travel) আগামী ১ ফেব্রুয়ারি থেকে থাইল্যান্ড (Thailand) ভ্রমণের অনুমতি দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে। দেশে ওমিক্রন-সহ (Omicron Outbreak) করোনার প্রভাব নিম্নগামী হতেই এই সিদ্ধান্ত নিয়েছে ওই দেশের করোনা টাস্ক ফোর্স ( COVID 19 Task Force)।

টাইমস অফ ইন্ডিয়ার তথ্য অনুসারে, গত একমাস আগে বিশ্বব্যাপী ওমিক্রন ভেরিয়েন্ট দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়ায় পর্যটকদের ক্ষেত্রে ভিসা-ফ্রি কোয়ারান্টাইন পলিসি তুলে নেওয়া হয়। পরবর্তীকালে ঘোষমা করা হয়, এপ্রিলের গোড়া থেকে পর্যটকদের ৯ মার্কিন ডলার প্রবেশ ফি দিলে তবেই প্রবেশ করা যাবে এই দেশে। তবে এক মাস পেরিয়ে ফের একটি নয়া সিদ্ধান্ত নিয়েছে থাইল্যান্ডের সরকার।

দেশের অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে পর্যটন শিল্প একটি বিরাট হাতিয়ার। করোনাভাইরাস ও ওমিক্রনের কারণে পর্যটন শিল্পে ভাটা পড়তেই ফের আশার আলো জাগাতে এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে। সরকারি বিবৃতি দেওয়া প্রতিবেদনে লেখা রয়েছে, সম্পূর্ণ টিকা যাঁরা নিয়েছেন, সেইসব পর্যটকরা এখন টেস্ট অ্যান্ড গো স্কিমের অধীনে দেশে প্রবেশ করতে সক্ষম। পৌঁছানোর প্রথম দিনে ও পঞ্চম দিনে কোভিড পরীক্ষা বাধ্যতামূলক। এমনটাই জানিয়েছেন থাইল্যান্ডের কোভিড-১৯ টাস্কফোর্সের মুখপাত্র তাওয়েসিন ভিসানুয়োথিন।

নয়া নির্দেশিকায় বলা হয়েছে, ভ্রমণকারীরা কোভিড পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা করার সময় একটি হোটেলে নিজেকে বিচ্ছিন্ন অবস্থায় রাখতে হবে। তাঁরা কোভিডের সব নিয়ম মেনে চলছেন কিনা তা নিশ্চিত করতে একটি ট্র্যাকিং অ্যাপ ডাউনলোড করতে হবে। দেশের অর্থনৈতিক ক্ষমতা বাড়ানোর জন্য এটি একটি নয়া পদক্ষেপ। থাইল্যান্ড দুই সপ্তাহের হোটেল কোয়ারেন্টাইনের বিকল্প হিসাবে নভেম্বর থেকে টেস্ট অ্যান্ড গো স্কিম চালু করেছে।

গত বছর চালু হওয়া স্যান্ডবক্স প্রোগ্রাম অনুসারে, সম্পূর্ণ টিকাপ্রাপ্ত দর্শকদের থাইল্যান্ডের বাকি অংশে ভ্রমণের অনুমতি দেওয়ার আগে ফুকেটের রিসর্ট দ্বীপের মতো নির্দিষ্ট কিছু স্থানে সাত রাত কাটানোর অনুমতি দেওয়া হয়েছিল।

আরও পড়ুন: COVID-19 Rules: সাবধান অন্তর্দেশীয় বিমানযাত্রীরা! হাতে একটির বেশি ব্যাগ নিয়ে ঢোকা যাবে না বিমানে!

Next Article