Uttarakhand: পুজোয় উত্তরাখণ্ডের কুমায়ন অঞ্চল ঘুরে দেখার প্ল্যান? যে ৫ জায়গা যেতেই হবে

TV9 Bangla Digital | Edited By: megha

Oct 13, 2023 | 9:15 AM

Kumaon Region: পুজোর ছুটির জন্য অনেকেই বেছে নিয়েছেন উত্তরাখণ্ডের কুমায়নকে। কিন্তু কুমায়ন অঞ্চলে কোন-কোন জায়গা আপনাকে যেতেই হবে, জানেন? রইল ৫টি পাহাড়ি জনপদের খোঁজ।

Uttarakhand: পুজোয় উত্তরাখণ্ডের কুমায়ন অঞ্চল ঘুরে দেখার প্ল্যান? যে ৫ জায়গা যেতেই হবে
মুন্সিয়ারির নন্দাদেবীর মন্দির থেকে পঞ্চচুল্লির দৃশ্য

Follow Us

আজকাল সারাবছর ধরে নতুন আস্তানার খোঁজে থাকেন ভ্রমণপিপাসুরা। কিন্তু সিংহভাগ বাঙালি পুজোর ছুটিকেই বেছে নেন ভ্রমণের জন্য। শনিবার মহালয়া। আর এক সপ্তাহ পরেই শুরু হয়ে যাবে দুর্গোৎসব। এরই মধ্যে অনেকেই ট্রেন ধরবেন, পাড়ি দেবেন পছন্দের ডেস্টিনেশনে। এর মধ্যে অনেকেই বেছে নিয়েছেন উত্তরাখণ্ডের কুমায়নকে। কিন্তু কুমায়ন অঞ্চলে কোন-কোন জায়গা আপনাকে যেতেই হবে, জানেন? রইল ৫টি পাহাড়ি জনপদের খোঁজ।

১) কৌসানি: ভারতের সুইজারল্যান্ড নামে পরিচিত কৌসানি। যদিও এই পাহাড়ি জনপদের নাম রেখেছিলেন মহাত্মা গান্ধী। তাই কৌসানি গেলে ঘুরে দেখতে ভুলবেন না গান্ধী আশ্রম। এটাই কৌসানির মূল আকর্ষণ। এই গান্ধী আশ্রম থেকে কৌসানির মনোরম দৃশ্য উপভোগ করা যায়। এছাড়া দেখা যায় নন্দাদেবী, পঞ্চচুল্লির মতো হিমালয়ান পর্বতের চূড়া।

২) আলমোড়া: আলমোড়াতে বসে কবিগুরু লিখেছিলেন, ‘এই মাটিতে রইল তাহার বিস্মিত প্রণাম’। এই শৈলশহরে এসেছিলেন স্বামী বিবেকানন্দও। পাহাড়ের গায়েই রয়েছে রামকৃষ্ণ মিশন। কিন্তু এই শৈলশহর বেশ ঘিঞ্জি। তাই প্রাকৃতিক প্রশান্তি খুঁজে পাওয়া কঠিন। পাহাড়ি জনপদের শ্বাসরুদ্ধকর দৃশ্য দেখতে চাইলে অবশ্যই ঘুরে যান আলমোড়ায়। পাশাপাশি এই পাহাড়ি শহর থেকে দেখা যায় হিমালয়ের তুষারাবৃত চূড়া।

৩) নৈনিতাল: উত্তরাখণ্ডের কুমায়ন অঞ্চলের সবচেয়ে জনপ্রিয় শৈলশহর নৈনিতাল। বছরের পর বছর দেশ-বিদেশের বহু পর্যটক ভিড় করেন এই পাহাড়ি জনপদে। একটি লেককে কেন্দ্র করে গড়ে উঠেছে গোটা পর্যটন কেন্দ্র। তাই লেকের পাশেই রয়েছে হোটেল, রেস্তোরাঁ, ক্যাফে থেকে শুরু করে শপিং সেন্টারও।

৪) মুন্সিয়ারি: কুমায়ন বেড়াতে গেলেন আর মুন্সিয়ারি না ঘুরেই চলে এলেন, এই ভুল একদম নয়। পিথরাগড় জেলায় অবস্থিত মুন্সিয়ারি কুমায়নের অন্যতম আকর্ষণ। এখান থেকে পঞ্চচুল্লির সবচেয়ে সুন্দর দৃশ্য উপভোগ করা যায়। পাশাপাশি রয়েছে নন্দাদেবীও। যাঁরা ট্রেক ও অ্যাডভেঞ্চার স্পোর্টস করতে পছন্দ করেন, তাঁদের জন্য আদর্শ ডেস্টিনেশন এই মুন্সিয়ারি। তাই দু’রাত কাটাতেই হবে মুন্সিয়ারিতে।

৫) বিনসর: বিনসরের জঙ্গলে একদিন না কাটালে অনেক কিছু মিস করে যেতে পারেন। কুমায়নের এই ডেস্টিনেশন থেকে যেমন হিমালয়ের মনোরম দৃশ্য উপভোগ করা যায়, তেমনই এখানকার জঙ্গল সাফারিও জনপ্রিয়। ওক, পাইন, দেবদারে ঢাকা বিনসরের বন্যপ্রাণী অভয়ারণ্যে চিতাবাঘ, বন্য হরিণ থেকে শুরু করে হিমালয়ান গোরাল, হিমালয়ের শিয়াল সবই দেখা যায়। পাশাপাশি ম্যাগপাই, লাফিং থ্রাশের মতো পাখির ডাক শুনতে পাবেন বিনসরে বসে।

Next Article