সারা বিশ্বে সবচেয়ে বেশি রোমাঞ্চকর অ্যাক্টিভিটিজ গুলির মধ্যে সেরা হল স্কাইডাইভিং (Skydiving)। ভারতের বিভিন্ন জায়গায় স্কাইডাইভিং করার সুযোগ থাকলেও উচ্চতা এবং জায়গার সংখ্যা নেহাত কম। কিন্তু এবার মধ্যপ্রদেশ (Madhya Pradesh) বেড়াতে গেলেও আপনি স্কাইডাইভিং উপভোগ করতে পারবেন। রাজ্যের পর্যটন শিল্পকে (Tourism) উন্নত করতেই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
বেসরকারী অংশীদারদের সহযোগিতায় মধ্যপ্রদেশের পর্যটন বিভাগ স্কাইডাইভিং অ্যাক্টিভিটিজ শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। এক উচ্চপদস্থ আধিকারিকের মতে, রাজ্যের পর্যটন শিল্প এবং অ্যাডভেঞ্চার মূলক অ্যাক্টিভিটিজকে আরও প্রচার করতে এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এমনটাই জানা গিয়েছে টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদন থেকে।
করোনার জেরে রাজ্যের পর্যটন শিল্পে যে মন্দা দেখা দিয়েছে, তাতে ফের আলোর দিশা জাগানোর জন্য অভিনবত্ব আনার কৌশল মাত্র। রাজ্যের অর্থনীতিকে ফের সক্রিয় করে তোলার জন্য পর্যটন শিল্পকে ঢেলে সাজিয়ে তোলা প্রয়োজন। মানুষ সবসময় নতুনত্ব খোঁজে। তাই পর্যটন ক্ষেত্রে অভিনবত্ব ও রোমাঞ্চের ছোঁয়া আনাও আবশ্যিক। ভ্রমণপিপাসুদের কাছে আকর্ষণীয় করার ক্ষেত্রের অ্যাভেঞ্চার এয়ার ট্যুরিজমও একটি অন্য়তম পন্থা।
এই প্রসঙ্গে পর্যটন ও সংস্কৃতি বিভাগের প্রিন্সিপাল সেক্রেটারি এবং এমপি ট্যুরিজম বোর্ডের এমডি শেও শেখর শুক্লা জানিয়েছেন যে, পাখির মতো আকাশে ওড়ার রোমাঞ্চ অনুভব করতে হলে, ভোপাল ও উজ্জয়িনীতে এখন স্কাই ডাইভিংয়ের সুবর্ণ সুযোগ পাওয়া যাবে। তিনি আরও জানান যে, ১ ও ২ মার্চ ভোপালে একটি স্কাইডাইভিং ক্যাম্পের আয়োজন করা হচ্ছে এবং ৩ থেকে ৬ মার্চ পর্যন্ত আলিগড়ের পাইওনিয়ার ফ্লাইং একাডেমির সহযোগিতায় উজ্জয়িনীতে প্রথমবার এটি অনুষ্ঠিত হতে চলেছে।
রিপোর্ট অনুযায়ী, ভোপালের রাজা ভোজ বিমানবন্দর এবং উজ্জয়িনীর এয়ারস্ট্রিপের কাছে এই শিবিরগুলি স্থাপন করা হবে, যেখান থেকে আগ্রহী পর্যটকরা ১০,০০০ ফুট উচ্চতা থেকে আকাশে ভেসে বেরানোর সুযোগ পাবেন। শুক্লা আরও জানিয়েছেন, আজ পর্যন্ত অ্যাডভেঞ্চার প্রেমীদের স্কাইডাইভিংয়ের অভিজ্ঞতা অর্জনের জন্য দেশের বাইরে যেতে হতো। ভারতে এই সুবিধা শুধুমাত্র হরিয়ানার নারনাউলে পাওয়া যায়, মধ্যপ্রদেশের পর্যটন বোর্ড এখন থেকে নিরাপত্তা ব্যবস্থার সর্বোচ্চ মান সহ কম ফিতে পর্যটকদের স্কাইডাইভিংয়ের সুবিধা প্রদান করবে।
এবার ১০ হাজার উচ্চতায় উপরে উঠে সেখান থেকে ঝাঁপ দিয়ে মহাশূন্যে ভেসে থাকার যে অপার শান্তি ও চরম অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবেন পর্যটকরা। এর আগে মাইসোরের চামুন্ডি হিলস, হরিয়ানার নারানাউল, পুদুচেরি, হিমাচলের বীর বিলিংয়ে স্কাইড্রাইভিং করার সুযোগ থাকলেও ১০ হাজার ফুট উচ্চতা থেকে স্কাইড্রাইভিংয়ের সুযোগ প্রথমবার দিতে চলেছে মধ্যপ্রদেশ।
আরও পড়ুন: পর্যটন শিল্পে আবারও ভাঁটা! মার্চ মাস থেকে সপ্তাহ ৪ দিন করে বন্ধ থাকবে পোর্ট ব্লেয়ার বিমানবন্দর