বসন্তের ছুটি কাটাতে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ (Andaman & Nicobar Island) যাওয়ার প্ল্যান করছেন? এর আগে এক নজর রাখুন এই নিবন্ধে। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী পোর্ট ব্লেয়ার বিমানবন্দর (Port Blair Airport) অর্থাৎ বীর সাভারকর আন্তর্জাতিক বিমানবন্দর ১ মার্চ, ২০২২ থেকে ৩১ মে, ২০২২ পর্যন্ত প্রতি সপ্তাহে চার দিন করে বন্ধ থাকবে। আন্দামান ও নিকোবর প্রশাসনের (Andaman & Nicobar administration) সিভিল অ্যাভিয়েশন বিভাগের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি ঘোষণা করা হয়েছে। জানা গিয়েছে, বিমানবন্দর বন্ধের প্রধান কারণ হল রানওয়ে আপগ্রেডেশন এবং রি-কার্পেটিংয়ের কাজ।
বিমানবন্দরের সংস্কারের কাজের কারণে বেশ কয়েকটি দৈনিক ফ্লাইট অপারেশন বিঘ্নিত হবে বলে আশা করা হচ্ছে। টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে যে, এখন পর্যন্ত, পোর্ট ব্লেয়ার বিমানবন্দরের ভিতরে এবং বাইরে ১২ টিরও বেশি দৈনিক ফ্লাইট অপারেট করা হচ্ছে। কোভিড-১৯ মহামারির আগে এখানে প্রায় প্রতিদিন ২২ টি ফ্লাইট হত। এখন সেই সংখায়টি করে বারোতে দাঁড়িয়েছে।
যদিও বিমানবন্দর বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত ভ্রমণ শিল্প, বাণিজ্য ও সমিতিকে কিছুটা অসন্তুষ্ট করেছে। পর্যটন সমিতি মনে করে যে এই বিমানবন্দর বন্ধের ফলে এই অঞ্চলের পর্যটনে ব্যাপক প্রভাব পড়বে। অন্যদিকে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের বেশির ভাগ অঞ্চলের পর্যটন শিল্প নির্ভর। সেখানে এই সিদ্ধান্ত একটি গুরুত্বপূর্ণ রাজস্ব উৎপাদনকারী এবং সম্ভবত এই পর্যটন খাতকে প্রভাবিত করতে চলেছে বলে ধারণা করা হচ্ছে।
আন্দামান ও নিকোবরের ট্যুরিজম অ্যাসোসিয়েশন (TAAN) এক বার্তায় জানিয়েছেন যে, “এএআই পোর্ট ব্লেয়ার বিমানবন্দরের রানওয়ে রক্ষণাবেক্ষণ এবং আপগ্রেডেশনের কাজের মধ্যে সপ্তাহে ৪ দিন নোটামএন সি০০৩০/২২ ওয়েফ ০১/০৩/২০২২ থেকে ৩১/০৫/২০২২ পর্যন্ত পুনরায় বিবেচনা করার জন্য বিনীত অনুরোধ করা হচ্ছে, যা দ্বীপপুঞ্জের লাইফলাইনকে গভীরভাবে প্রভাবিত করতে পারে।” অন্যদিকে, স্টেকহোল্ডাররা এখন সিভিল অ্যাভিয়েশন পরিবহন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় (এমএইচএ) এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়কে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে এবং রানওয়ে বন্ধ না করার জন্য সমস্ত সম্ভাবনা অন্বেষণ করার জন্যও অনুরোধ করছে।
আরও পড়ুন: চিতোর থেকে পরাজয় মেনে ‘উদয়পুরা’ চলে এসেছিল মহারানা! তারপর কীভাবে গড়ে উঠল এই লেক ও প্রাসাদের নগরী?
আরও পড়ুন: ব্যস্ত জীবন থেকে সময় বার করে ঘুরে আসুন ‘মিনি ইজ়রায়েল’ থেকে! বসন্তে কেমন দেখায় এই হিমাচলি গ্রামকে?
আরও পড়ুন: বসন্তে কেমন দেখায় ফুলের উপত্যকাকে? জোশীমঠ থেকে ট্রেক করে আসুন নন্দাদেবী ন্যাশানাল পার্কে