Delhi to Jaipur: সুখবর! এবার মাত্র ৩ ঘণ্টাতেই পৌঁছে যাবেন দিল্লি-জয়পুর!

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Sep 22, 2021 | 7:23 AM

এবার আর আফসোস বা আক্ষেপের জায়গা রইল না। এবার মাত্র তিনঘণ্টাতেই দিল্লি থেকে জয়পুর পৌঁছে যাবেন! রিপোর্ট অনুসারে, আগামী জুনের মধ্যে দিল্লি-গুরগাঁও ও সোহনা-মুম্বই এক্সপ্রেসওয়ে নিয়ে ধৌলাকুয়ান থেকে জয়পুর পর্যন্ত প্রায় তিনঘণ্টার মধ্যেই পৌঁছানো সম্ভব। এখনও পর্যন্ত ভারতের জাতীয় সড়ক কর্তৃপক্ষ সোহনা এলিভেটেড রোডের জন্য ৩১ মার্চ পর্যন্ত সময়সীমা নির্ধারণ করা হয়েছে। গুরগাঁওয়ের রাজীব চক […]

Delhi to Jaipur: সুখবর! এবার মাত্র ৩ ঘণ্টাতেই পৌঁছে যাবেন দিল্লি-জয়পুর!
ছবিটি প্রতীকী

Follow Us

এবার আর আফসোস বা আক্ষেপের জায়গা রইল না। এবার মাত্র তিনঘণ্টাতেই দিল্লি থেকে জয়পুর পৌঁছে যাবেন! রিপোর্ট অনুসারে, আগামী জুনের মধ্যে দিল্লি-গুরগাঁও ও সোহনা-মুম্বই এক্সপ্রেসওয়ে নিয়ে ধৌলাকুয়ান থেকে জয়পুর পর্যন্ত প্রায় তিনঘণ্টার মধ্যেই পৌঁছানো সম্ভব। এখনও পর্যন্ত ভারতের জাতীয় সড়ক কর্তৃপক্ষ সোহনা এলিভেটেড রোডের জন্য ৩১ মার্চ পর্যন্ত সময়সীমা নির্ধারণ করা হয়েছে। গুরগাঁওয়ের রাজীব চক থেকে দিল্লি-মুম্বইয়ের সোহনা-দৌসা প্রসারিত এক্সপ্রেসওয়েতে থাকবে না কোনও সিগন্যালের বেড়াজালও।

এর আগে,চলতি বছরের নভেম্বর মাসেই ছিল NHAI কর্তৃক নির্ধারিত সময়সীমা। কিন্তু সংক্রমণের দ্বিতীয় তরঙ্গের কারণে সময়সীমা বাড়ানো হয়। নির্ধারিত সময়সীমার মধ্যে টাইমলাইনে হাইওয়ে প্রস্তুত নিশ্চিত করতে সম্প্রতি সড়ক পরিবহন মন্ত্রী নিতীন গড়করি পর্কল্পগুলি নিয়ে পর্যালোচনা করেছেন। রাজস্থান, হরিয়ানা ও মধ্যপ্রদেশ জুড়ে একটি এরিয়াল সার্ভে করেছেন তিনি। পাশাপাশি ডাতীয় সড়ক কর্তৃপক্ষকে সময়মতো কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন তিনি। ঠাকাদারদের কাজ শুরু করার কথাও বলেছেন এই কেন্দ্রীয় মন্ত্রী। তাঁর কথায়, যাত্রীরা যাতে প্রকল্পের মাধ্যমে স্বস্তি উপভোগ করতে পারে, বহুদিনের এই প্রকল্পটিতে যাতে মানুষের কাজে আসতে পারে সেই লক্ষ্যেই পৌঁছানোর আশ্বাস দিয়েছেন তিনি।

NHAI-এর এক কর্মকর্তা জানিয়েছেন, ধৌলা কুয়ান থেকে জয়পুর-সোহানা ও দৌসা পর্যন্ত মোট ২৭০ কিমি দূরত্ব। যদি কেউ NH-8 (সম্প্রতি দিল্লি-জয়পুর এক্সপ্রেসওয়ে)ব্যবহার করেন তাহলে তার দূরত্বও প্রায় এক হবে। কিন্তু এক্সপ্রেসওয়েটি শুধুমাত্র উচ্চগতির যানবাহনের জন্যই তৈরি করা হয়েছে। একজন যাত্রী সর্বোচ্চ ১২০ কিমি বেগে গাড়ি চালাতে পারেন। ফলে জয়পুর পৌঁছাতে মোট সময় লাগবে মাত্র তিন ঘণ্টা। সুতরাং এক্সপ্রেসওয়ে ব্যবহার করে যাত্রীরা এক ঘণ্টারও বেশি সময় বাঁচাতে পারবেন।

কেন্দ্রীয় মন্ত্রী ওরও জানিয়েছেন, এই এক্সপ্রেসওয়েতে থাকবে হেলিপ্যাড। সড়ক দুর্ঘটনায় আক্রান্তদের দ্রুত হাসপাতালে নিয়ে যেতেই এই সুবিধার ব্যবস্থা করা হবে। থাকবে ড্রোনের ব্যবস্থাও। এনএইচএআই দাবি করেছে, এই রাস্তাটি বিশ্বের দ্রুততম নির্মিত এক্সপ্রেসগুলির মধ্যে একটি অন্যতম হিসেবে খ্যাতি লাভা করবে। NHAI-এর মনোজ কুমার যোগ করেছেন, চার-লেনের এই এক্সপ্রেসওয়ে ভবিষ্যতে প্রয়োজনীয়তা পূরণের জন্য ১২-লেন পর্যন্ত সম্প্রসারিত করতে পারবে। তার জন্য পর্যাপ্ত জায়গা রেখেই কাজ করা হবে। আপাতত চার-লেন রেখেই এক্সপ্রেসওয়েটি প্রস্তুতের ব্যবস্থা করা হবে।

 

আরও পড়ুন: Hemkund Sahib Yatra: করোনা বিধি মেনেই শুরু হল উত্তরাখণ্ডের হেমকুণ্ড সাহিব যাত্রা!

Next Article