হোলি একেবারেই দোরগোড়ায়। এই স্পেশ্যাল দিনের লুক কিন্তু মজাদার এবং আকর্ষণীয় হতে পারে। মেকআপ লুকেই মাতাতে হবে এ বার। মেক-আপ রংচঙে হলে বেশ লাগবে সে দিন। আপনি যদি বিষয়টা নিয়ে একটু কনফিউসড হোন, সে ক্ষেত্রে আপনার জন্য রইল কিছু বলিউড অভিনেত্রীদের সাজের উদাহরণ।
১) পপ আপ পিঙ্ক
গোলাপি রং ছাড়া হোলি অসম্পূর্ণ। যে কোনও শেডের গোলাপিই ভাল লাগবে। সে ক্ষেত্রে অভিনেত্রী বনিতা সান্ধুর ছবি দেখতে পারেন।
২) ইউনিকর্ণ আইস
সোনম কাপুরের ইউনিকর্ন আইস মেকআপ খুব আকর্ষণীয় হয়েছিল। এইভাবে হোলির দিন সাজলে আপনাকে মন্দ লাগবে না।
আরও পড়ুন: কীভাবে কম সময়ের মধ্যে কমাবেন মুখের মেদ?
৩) নিয়ন টক
চোখের ওপরে নিয়ন রঙের আইলাইনার বা নিয়ন জামা আপনাকে বেশ বোল্ড দেখাবে। সাজেশন হিসেবে প্রিয়াঙ্কা চোপড়ার লুক একবার দেখে নিতে পারেন।
৪) ডুয়্যাল টোনড
আইলাইনার বা গালের ব্লাশে ডুয়্যাল টোনড মেকআপ আপনাকে অন্যদের থেকে একদম আলাদা দেখাবে। অভিনেত্রী দিশা পাটানি এই রকম লুকে ইনস্টাগ্রামে তাঁর ছবি পোস্ট করেছিলেন।
৫) ট্রু ব্লু
ফ্যাশন মডেল মাশাবা গুপ্তা রয়্যাল ব্লু রঙের আইলাইনার পড়ে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং হয়েছিল। আপনিও হোলিতে এই লুক অ্যাপ্লাই করতে পারেন নিজের ওপরে।