বাড়ি জুড়ে মশার তাণ্ডব? কামান নয়, সমাধান ঘরোয়া টোটকায়
কথায় আছে, মশা মাড়তে কামান দাগা! কিন্তু আজকাল মশাদের কামানেও আটকানো যায় না। বাজার চলতি নানান মশার ওষুধ, স্প্রে দিলেও, একটু পরেই মশা ফের ফিরে আসে।

কথায় আছে, মশা মাড়তে কামান দাগা! কিন্তু আজকাল মশাদের কামানেও আটকানো যায় না। বাজার চলতি নানান মশার ওষুধ, স্প্রে দিলেও, একটু পরেই মশা ফের ফিরে আসে। তবে চিন্তা নেই। মশা তাড়ানোর জন্য় ঘরোয়া টোটকাতেই দূর হবে সমস্যা। কীভাবে?
রসুনের গন্ধ মশার খুবই অপছন্দের। তাই জলে কয়েকটা রসুনের কোয়া দিয়ে সেদ্ধ করে নিন। তারপর সেই জল ঠান্ডা হলে, ঘরের কোণায় কোণায় ছিটিয়ে দিন। দেখবেন ঝটপট মশা পালিয়ে যাচ্ছে।
সন্ধ্যা নামার আগেই ঘরের জানলা দরজা বন্ধ করে দিন। ঘরের ভিতর ধুনো জ্বালান। ধুনোর ধোঁয়ায় মশা দূর হবে। ধুনোর ধোঁয়ায় ঘর ভর্তি হয়ে গেলে, জানলা দরজা খুলে দিন, দেখবেন মশা পালিয়ে গিয়েছে।
শুকনো নিমপাতা জ্বালাতে পারেন। সঙ্গে মিশিয়ে দিন যে কোনও সুগন্ধী ধূপকাঠি। দেখবেন, এতে ঘরে সুন্দর গন্ধও হবে আবার মশাও যাবে।
