মাথায় গজাবে নতুন চুল, ত্বক হবে ঝকঝকে, নারকেলের জলেই সব সমস্যার সমাধান
নারকেল তেল নয়, জলেও রয়েছে ম্যাজিক উপাদান। যা কিনা চুল ও ত্বকে ম্যাজিকের মতো কাজ করবে। তবে বিশেষ নিয়মেই নারকেল জল ব্যবহার করতে হবে। না হলে কিন্তু উপকারের বদলে অপকারই হবে বেশি। কীভাবে করবেন? রইল সহজ বিউটি টিপস।

অনেকেই চুল ভাল রাখতে নারকেল তেল ব্যবহার করে থাকেন। অনেকে আবার শুষ্কতা দূর করার জন্য নিয়মিত ত্বকে নারকেল তেল মাখেন। তবে রূপ বিশেষজ্ঞরা বলছেন, নারকেল তেল নয়, জলেও রয়েছে ম্যাজিক উপাদান। যা কিনা চুল ও ত্বকে ম্যাজিকের মতো কাজ করবে। তবে বিশেষ নিয়মেই নারকেল জল ব্যবহার করতে হবে। না হলে কিন্তু উপকারের বদলে অপকারই হবে বেশি। কীভাবে করবেন? রইল সহজ বিউটি টিপস।
১) মুখে যদি বসন্তের দাগ বা ব্রণর দাগ থাকে, তাহলে নারকেল জলে তুলো ভিজিয়ে মুখ মুছে নিন। একমাস এটা করলেই দেখবেন দাগ একেবারে গায়েব।
২) তৈলাক্ত কিংবা শুষ্ক ত্বক। নারকেল জল যে কোনও ত্বকের জন্যই ভীষণ উপকারি। যাঁদের ব্রণ হওয়ার খুব ধাত রয়েছে, তাঁরা নারকেল জলে তুলো ভিজিয়ে সেটা দিয়ে মাঝে মধ্যেই মুখ মুছে নিন। দেখবেন এতে উপকার পাবেন।
৩) বর্ষাকালে অনেকেই চুল পড়ার সমস্যায় ভোগেন। নারকেলের জল হালকা গরম করে তা দিয়ে মাথায় মাসাজ করে নিন। দেখবেন খুব জলদি সমস্যা থেকে মুক্তি পাবেন। কিংবা শ্যাম্পু করার পরে নারকেল জল দিয়ে চুল ধুয়ে নিন। এতে চুল উজ্জ্বলও যেমন হবে, তেমনি খুসকির সমস্যাও দূর হবে।
৪) বেসনের সঙ্গে নারকেল জল মিশিয়ে ফেসপ্যাক বানিয়ে নিন। তার মধ্যে অল্প মধুও মেশাতে পারেন। রোদে পোড়া ত্বকের জেল্লা ফেরাতে এই ফেসপ্যাক কিন্তু দারুণ কাজ করে।
