ত্বকের যত্নে থাকুক দেশি ঘি, ডার্ক সার্কেল আর পিগমেন্টেশন কমাতে দারুণ ভাবে কাজে লাগে এই উপাদান

ঘিয়ের মধ্যে থাকে অ্যান্টি-অক্সিডেন্ট। এছাড়া এর মধ্যে থাকে ত্বক ময়শ্চারাইজ করার ক্ষমতা। অর্থাৎ আপনার ত্বক রুক্ষ-শুষ্ক হয়ে যাওয়ার হাত থেকেও রক্ষা করবে দেশি ঘি।

ত্বকের যত্নে থাকুক দেশি ঘি, ডার্ক সার্কেল আর পিগমেন্টেশন কমাতে দারুণ ভাবে কাজে লাগে এই উপাদান
ত্বকের পরিচর্যায় দারুণ ভাবে কাজ দেয় দেশি ঘি।
Follow Us:
| Updated on: Apr 22, 2021 | 3:55 PM

ত্বকের পরিচর্যায় নানা ভাবে কাজে লাগে ঘি। বিশেষ করে ডার্ক সার্কেল এবং পিগমেন্টেশন অর্থাৎ কালচে দাগ-ছোপ তুলতে সাহায্য করে দেশি ঘি। সেজন্য বাড়িতে যদি আপনি কোনও ফেসপ্যাক তৈরি করে তাহলে তার মধ্যে মিশিয়ে নিতে পারেন সামান্য ঘি। কীভাবে এই সব ফেসপ্যাক তৈরি করবেন এবং সেগুলো আপনার ত্বকের পরিচর্যায় কীভাবে কাজে লাগবে, চলুন দেখে নেওয়া যাক।

ঘিয়ের মধ্যে থাকে অ্যান্টি-অক্সিডেন্ট। এছাড়া এর মধ্যে থাকে ত্বক ময়শ্চারাইজ করার ক্ষমতা। অর্থাৎ আপনার ত্বক রুক্ষ-শুষ্ক হয়ে যাওয়ার হাত থেকেও রক্ষা করবে দেশি ঘি।

১। আপনি চাইলে সরাসরি ঘি লাগাতে পারেন ত্বকে। চোখের চারপাশে ডার্ক সার্কেলের জায়গায়, নাকের উপর ব্ল্যাকহেডস- এ, কিংবা অন্যান্য কোনও কাওচে দাগ-ছোপ বা মেচেতা— এই সবই হাল্কা করতে সাহায্য করে ঘি। একবারেই দাগ-ছোপ উঠে যায় না। তবে কিছুদিন টানা ঘি লাগালে ধীরে ধীরে হাল্কা হয়ে যায় এইসব দাগ।

২। ঘি- এর সঙ্গে সামান্য বেসন মিশিয়ে মাখতে পারেন। স্নানের আগে স্ক্রাব হিসেবে এই প্যাক মেখে খানিকক্ষণ (মিনিট ১০) রাখুন। তারপর মুখের প্যাক শুকিয়ে গেলে পরিষ্কার ঠাণ্ডা জলে ধুয়ে ফেলুন। দেখবেন ত্বক অনেক উজ্জ্বল লাগছে। ঘি মাখলে ত্বক মোলায়েমও থাকে। এই প্যাক তৈরির ক্ষেত্রে সামান্য হলুদ আর লেবুর রস মিশিয়ে নিতে পারেন আপনি।

৩। মধু আর ঘি মিশিয়েও দারুণ ভাল ফেসপ্যাক এবং স্ক্রাব্রার তৈরি করা যায়। ফেস মাস্ক হিসেবে মিনিট ১৫ এই মিশ্রণ স্নানের আগে সারা মুখে লাগিয়ে রাখুন। মিনিট ১৫ পরে পরিষ্কার ঠাণ্ডা জলে মুখ ধুয়ে নিন। দেখবেন ত্বক উজ্জ্বল আর মোলায়েম লাগছে।

আরও পড়ুন- দীর্ঘক্ষণ মাস্কে মুখ ঢাকা, দেখা দিচ্ছে ত্বকের নানা সমস্যা, সমাধানে কী কী করবেন?

৪। সামান্য হলুদ গুঁড়ো, অলিভ অয়েল আর অল্প ঘি মিশিয়ে ফেসপ্যাক তৈরি করতে পারেন। মিনিট ২০ ভাল করে মুখে ম্যাসাজ করুন এই প্যাক দিয়ে। ডার্ক সার্কেল এবং পিগমেন্টেশনের জায়গায় ভাল করে আলতো হাতে ম্যাসাজ করুন। তারপর মুখে ধুয়ে নিন। কয়েকদিন এই প্যাক লাগালে উপকার পাবেন।

৫। দুধ, মুসুর ডাল বাটা আর সামান্য ঘি দিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিন। ফেসপ্যাক, ফেসমাস্ক, স্ক্রাবার– সব কিছু হিসেবেই কাজ করবে এই মিশ্রণ। সপ্তাহে অন্তত তিনদিন ১০ মিনিট করে এই প্যাক দিয়ে মুখ পরিষ্কার করুন। তাহলে আপনার স্কিন এক্সফোলিয়েট হবে। অর্থাৎ ত্বকের মরা কোষ দূর হবে। ত্বকের ঔজ্জ্বল্য ফিরে আসবে। সেই সঙ্গে দূরে হবে দাগ-ছোপ, ডার্ক সার্কেল, পিগমেন্টেশন। এছাড়া ত্বক নরম থাকবে।