Life Hacks: ইস্ত্রি ছাড়াই টানটান হবে জামাকাপড়, জানুন কিছু সহজ কৌশল

Clothes Care: ইস্ত্রি ছাড়া জামাকাপড় টানটান করার আরও একটি সহজ উপায় হল বালিশের নীচে জামাকাপড় রাখা। ভালভাবে জামা পাট করে বালিশের নীচে রেখে দিন। দেখবেন সুন্দর টানটান হয়ে গিয়েছে।

| Edited By: | Updated on: Jun 06, 2023 | 5:07 PM
রোজকার ব্যবহারের জামাকাপড় টানটান সুন্দর পরতেই ভালবাসেন অনেকে। তবে এমনি তো আর টানটান জামাকাপড় পাওয়া সম্ভব নয়। তার জন্য খাটতেও হয়।

রোজকার ব্যবহারের জামাকাপড় টানটান সুন্দর পরতেই ভালবাসেন অনেকে। তবে এমনি তো আর টানটান জামাকাপড় পাওয়া সম্ভব নয়। তার জন্য খাটতেও হয়।

1 / 8
তার জন্য জামাকাপড় ইস্ত্রি করতে হয়। তবে রোজকার জামাকাপড় ইস্ত্রি করা অনেকের কাছেই ঝক্কির কাজ। তাঁদের জন্য রইল উপায়।

তার জন্য জামাকাপড় ইস্ত্রি করতে হয়। তবে রোজকার জামাকাপড় ইস্ত্রি করা অনেকের কাছেই ঝক্কির কাজ। তাঁদের জন্য রইল উপায়।

2 / 8
কুঁচকনো জামাকাপড়কে যে শুধু ইস্ত্রির মাধ্যমেই টানটান করা যায় এমনটা নয়। ইস্ত্রি ছাড়াও আপনি এই কাজ করতে পারেন।

কুঁচকনো জামাকাপড়কে যে শুধু ইস্ত্রির মাধ্যমেই টানটান করা যায় এমনটা নয়। ইস্ত্রি ছাড়াও আপনি এই কাজ করতে পারেন।

3 / 8
এক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন হেয়ার স্ট্রেইটনার। যেভাবে চুল স্ট্রেইট করেন ঠিক সেভাবেই জামাকাপড়ে ব্য়বহার করুন। তবে হ্যাঁ খেয়াল রাখবেন অতিরিক্ত গরম যেন না হয় তাহলে জামাকাপড় পুড়ে যেতে পারে।

এক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন হেয়ার স্ট্রেইটনার। যেভাবে চুল স্ট্রেইট করেন ঠিক সেভাবেই জামাকাপড়ে ব্য়বহার করুন। তবে হ্যাঁ খেয়াল রাখবেন অতিরিক্ত গরম যেন না হয় তাহলে জামাকাপড় পুড়ে যেতে পারে।

4 / 8
ইস্ত্রি ছাড়া জামাকাপড় টানটান করার আরও একটি সহজ উপায় হল বালিশের নীচে জামাকাপড় রাখা। ভালভাবে জামা পাট করে বালিশের নীচে রেখে দিন। দেখবেন সুন্দর টানটান হয়ে গিয়েছে।

ইস্ত্রি ছাড়া জামাকাপড় টানটান করার আরও একটি সহজ উপায় হল বালিশের নীচে জামাকাপড় রাখা। ভালভাবে জামা পাট করে বালিশের নীচে রেখে দিন। দেখবেন সুন্দর টানটান হয়ে গিয়েছে।

5 / 8
একটি পাত্রে জল গরম করে নিন। এবার ওই পাত্রটি জামাকাপড়ের উপর দিয়ে ইস্ত্রি করার ভঙ্গিতে চালনা করুন। দেখবেন ইস্ত্রির মতোই জামাকাপড় টানটান হবে।

একটি পাত্রে জল গরম করে নিন। এবার ওই পাত্রটি জামাকাপড়ের উপর দিয়ে ইস্ত্রি করার ভঙ্গিতে চালনা করুন। দেখবেন ইস্ত্রির মতোই জামাকাপড় টানটান হবে।

6 / 8
চার কাপ জলে এক কাপ ভিনিগার মেশান। এবার এই মিশ্রণটি একটি স্প্রে বোতলে ভরে নিন। জামাকাপড়ের কুঁচকে যাওয়া অংশতে স্প্রে করে হাত দিয়ে টেনে নিন।

চার কাপ জলে এক কাপ ভিনিগার মেশান। এবার এই মিশ্রণটি একটি স্প্রে বোতলে ভরে নিন। জামাকাপড়ের কুঁচকে যাওয়া অংশতে স্প্রে করে হাত দিয়ে টেনে নিন।

7 / 8
হেয়ার স্ট্রেইটনারের মতো হেয়ার ড্রায়ারও ব্যবহার করতে পারেন। জামাকাপড়ের উপর একটু জল ছিটিয়ে হেয়ার ড্রায়ার চালান দেখবেন টানটান হয়ে যাবে।

হেয়ার স্ট্রেইটনারের মতো হেয়ার ড্রায়ারও ব্যবহার করতে পারেন। জামাকাপড়ের উপর একটু জল ছিটিয়ে হেয়ার ড্রায়ার চালান দেখবেন টানটান হয়ে যাবে।

8 / 8
Follow Us: