AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Foot Disease: বৃষ্টির জেরে ড্রেনের নোংরা জল উঠেছে রাস্তায়, তা পায়ে লাগলে কোন কোন রোগ বাসা বাঁধতে পারে?

বর্ষাকাল অনেকের প্রিয়। কিন্তু বৃষ্টির কারণে রাস্তায় হওয়া কাদা অনেকের অপ্রিয়। বৃষ্টির জল রাস্তায় জমে গেলে তো আর কথাই নেই।

Foot Disease: বৃষ্টির জেরে ড্রেনের নোংরা জল উঠেছে রাস্তায়, তা পায়ে লাগলে কোন কোন রোগ বাসা বাঁধতে পারে?
বৃষ্টি আর ড্রেনের নোংরা জল মিলেমিশে এক! তা পায়ে লাগলে কোন কোন রোগ হয়?Image Credit: Canva
| Updated on: Jul 29, 2025 | 7:39 PM
Share

ছেলেবেলায় কমবেশি সকলেই বৃষ্টির জলে লম্ফঝম্ফ করে থাকে। তখন সেই কাদা জলে লাফিয়ে যে আনন্দ মেলে, তা আর বড় হয়ে থাকে না। বর্ষাকাল অনেকের প্রিয়। কিন্তু বৃষ্টির কারণে রাস্তায় হওয়া কাদা অনেকের অপ্রিয়। বৃষ্টির জল রাস্তায় জমে গেলে তো আর কথাই নেই। কোথাও দিঘা তো কোথাও পুরীর মতো অবস্থা! রাস্তাতেই যেন ওঠে ঢেউ! চারিদিকে হয় জল থৈ থৈ অবস্থা। জলযন্ত্রণা পেরিয়ে যারা রোজ বাড়ির বাইরে বেরোয়, তাদের এই সময় পায়ে নানা রোগ বা সংক্রমণ হওয়ার আশঙ্কা থাকে। বিশেষ করে যখন সেই জল নোংরা হয় বা ড্রেনের জল আর বৃষ্টির জল মিলেমিশে একাকার হয়।

বৃষ্টির জল পেরিয়ে হাঁটার ফলে পায়ে যেসব রোগ হতে পারে:

১. ফুট ফাঙ্গাস – এটা হলে পায়ের আঙুলের ফাঁকে চুলকানি হয়, ফেটে যায়, পায়ের পাতা সাদা হয়ে যায়। কারণ ভেজা ও গরম পরিবেশে ফাঙ্গাস জন্মায়।

২. ট্রেঞ্চ ফুট (Trench Foot) – এর ফলে পা ফুলে যায়, অসাড় লাগে, ব্যথা হয়, রক্ত চলাচলে সমস্যা হয়।

৩. লেপটোস্পাইরোসিস (Leptospirosis) – জলে থাকা ব্যাকটেরিয়ার সংক্রমণে এই রোগ হয়। কাটা জায়গা দিয়ে ব্যাকটেরিয়া শরীরে ঢোকে। এটির লক্ষণ – জ্বর, মাথাব্যথা, চোখ লাল হওয়া, পায়ে ব্যথা।

৪. ত্বকের ইনফেকশন (Cellulitis) – এর ফলে পায়ের চামড়া লাল হয়ে যায়, ফুলে যায়, ব্যথা হয়। কারণ নোংরা জলে ব্যাকটেরিয়ার সংক্রমণ ছড়ায়।

বৃষ্টির জল ও ড্রেনের নোংরা জল রাস্তায় এক হয়ে যায় যখন, সেই সময় রাস্তায় হেঁটে পেরোতে হলে যত দ্রুত সম্ভব পা ধুয়ে ফেলতে হবে। ডেটল বা অ্যান্টিসেপটিক দিয়ে পা ধুয়ে মুছে নিতে পারেন। ফুট পাউডার বা অ্যান্টিফাঙ্গাল ক্রিম ব্যবহার করতে পারেন।