Love And Zodiac Sign: বিয়ে করতে হলে এই ৪ রাশির মেয়েদেরই করুন, আপনার জন্য প্রাণপ্রাতও করে দিতে পারে!

Horoscope Matching:আপনিও কি বিয়ে করার কথা ভাবছেন? তাহলে বেছে নিন এই রাশির জাতকদের। জ্যোতিষ বলছে এই সব রাশির মেয়েরা স্ত্রী বা বউমা হিসেবে সবথেকে ভাল। সংসার আর স্বামীর জন্য নিজের প্রাণ পর্যন্ত দিয়ে দিতে পারেন।

| Edited By: | Updated on: May 18, 2022 | 1:47 PM
প্রেমে পড়া আর ব্রেক-আপ এখন এই জেনারেশনের কাছে জলভাত। দু'বছর টানা প্রেম করার পর যদি মনে হয় যে এই সম্পর্কে তিনি ভাল নেই তাহলে বেরিয়ে আসতে দু'বার ভাবেন না। পারস্পরিক বোঝাপড়া- সম্পর্কের শেষ কথা। জীবন একটাই, কাজেই নিজে কী ভাবে ভাল থাকবেন সে দিকেই নজর দিন। তবে কিছুক্ষেত্রে ভালবাসা কিন্তু চরম পর্যায়েও পৌঁছে যায়। যখন সঙ্গীর জন্য প্রাণপাত করতেও রাজি থাকেন মেয়েরা।

প্রেমে পড়া আর ব্রেক-আপ এখন এই জেনারেশনের কাছে জলভাত। দু'বছর টানা প্রেম করার পর যদি মনে হয় যে এই সম্পর্কে তিনি ভাল নেই তাহলে বেরিয়ে আসতে দু'বার ভাবেন না। পারস্পরিক বোঝাপড়া- সম্পর্কের শেষ কথা। জীবন একটাই, কাজেই নিজে কী ভাবে ভাল থাকবেন সে দিকেই নজর দিন। তবে কিছুক্ষেত্রে ভালবাসা কিন্তু চরম পর্যায়েও পৌঁছে যায়। যখন সঙ্গীর জন্য প্রাণপাত করতেও রাজি থাকেন মেয়েরা।

1 / 5
মিথুন রাশির মেয়েরা যেমন প্রেম নিয়ে প্রথম থেকেই সচেতন থাকেন। প্রেম বলতেই বোঝেন বিয়ে-ঘর সংসার এবং পতিসেবা। প্রেমিক/ স্বামীর সঙ্গে থাকে তাঁদের অন্তরঙ্গ সম্পর্ক। নিজের প্রেম বজায় রাখতে রোজ নতুন কিছু না কিছু করার চেষ্টা করেন তাঁরা। সঙ্গীর সঙ্গে মন খুলে সব কথা শেয়ার করেন। কিছুই চেপে রাখেন না মনে।

মিথুন রাশির মেয়েরা যেমন প্রেম নিয়ে প্রথম থেকেই সচেতন থাকেন। প্রেম বলতেই বোঝেন বিয়ে-ঘর সংসার এবং পতিসেবা। প্রেমিক/ স্বামীর সঙ্গে থাকে তাঁদের অন্তরঙ্গ সম্পর্ক। নিজের প্রেম বজায় রাখতে রোজ নতুন কিছু না কিছু করার চেষ্টা করেন তাঁরা। সঙ্গীর সঙ্গে মন খুলে সব কথা শেয়ার করেন। কিছুই চেপে রাখেন না মনে।

2 / 5
সিংহ রাশির মেয়েরাও কিন্তু বেশ রোম্যান্টিক হয়। সম্পর্কে খুশি থাকাই তাঁদের একমাত্র লক্ষ্য। আর তাই প্রেমিক যা চান তাই করতে তাঁদের মধ্যে কোনও দ্বিধা থাকে না। স্বামীর সব কথা শুনে চলেন। ফলে এমন মেয়েদের সঙ্গে নির্ভয়ে প্রেম করতেই পারেন।

সিংহ রাশির মেয়েরাও কিন্তু বেশ রোম্যান্টিক হয়। সম্পর্কে খুশি থাকাই তাঁদের একমাত্র লক্ষ্য। আর তাই প্রেমিক যা চান তাই করতে তাঁদের মধ্যে কোনও দ্বিধা থাকে না। স্বামীর সব কথা শুনে চলেন। ফলে এমন মেয়েদের সঙ্গে নির্ভয়ে প্রেম করতেই পারেন।

3 / 5
মনের দিক থেকে পরিষ্কার হন ধনু রাশির মেয়েরা। প্রেমের ব্যাপারে কোনও লুকোচুরি রাখেন না। মনে যা বাইরেও তাই। আর তাই যে সব ছেলেরা এই রাশির জাতকদের স্ত্রী হিসেবে পান তাঁরা খুব ভাগ্যবান হন। সঙ্গীর মনের যত্ন, আবেগ সব কিছুই সযত্নে রক্ষা করেন তাঁরা। আর তাই এঁদের সঙ্গে ভবিষ্যত জীবনও দারুণ কাটে।

মনের দিক থেকে পরিষ্কার হন ধনু রাশির মেয়েরা। প্রেমের ব্যাপারে কোনও লুকোচুরি রাখেন না। মনে যা বাইরেও তাই। আর তাই যে সব ছেলেরা এই রাশির জাতকদের স্ত্রী হিসেবে পান তাঁরা খুব ভাগ্যবান হন। সঙ্গীর মনের যত্ন, আবেগ সব কিছুই সযত্নে রক্ষা করেন তাঁরা। আর তাই এঁদের সঙ্গে ভবিষ্যত জীবনও দারুণ কাটে।

4 / 5
সঙ্গীর যাবতীয় ছোট-খাটো সুখ-দুঃখেরও হিসেব রাখেন মকর রাশির জাতকেরা। প্রেমিকের পছন্দ-অপছন্দ থাকে তাঁদের নখদর্পণে। স্বামীর ভালবাসা পেতে তাঁরা যা কিছু করতে প্রস্তুত। সঙ্গীকে ভাল রাখতে নিজের ইচ্ছে পর্যন্ত বিসর্জন দিতে পারেন। এমন মানুষ কিন্তু জীবনসঙ্গী হতে পারে আপনারও। তবে সিদ্ধান্ত নিতান্তই ব্যক্তিগত।

সঙ্গীর যাবতীয় ছোট-খাটো সুখ-দুঃখেরও হিসেব রাখেন মকর রাশির জাতকেরা। প্রেমিকের পছন্দ-অপছন্দ থাকে তাঁদের নখদর্পণে। স্বামীর ভালবাসা পেতে তাঁরা যা কিছু করতে প্রস্তুত। সঙ্গীকে ভাল রাখতে নিজের ইচ্ছে পর্যন্ত বিসর্জন দিতে পারেন। এমন মানুষ কিন্তু জীবনসঙ্গী হতে পারে আপনারও। তবে সিদ্ধান্ত নিতান্তই ব্যক্তিগত।

5 / 5
Follow Us:
বাজেটে রেলের জন্য কী কী থাকতে পারে নির্মলার সীতারামনের তালিকায়?
বাজেটে রেলের জন্য কী কী থাকতে পারে নির্মলার সীতারামনের তালিকায়?
বাঙ্কার খুঁজে পাওয়া নিয়ে কী বললেন বি‌এস‌এফ অফিসার?
বাঙ্কার খুঁজে পাওয়া নিয়ে কী বললেন বি‌এস‌এফ অফিসার?
হুড়মুড়িয়ে পড়ছে, আর কত নামবে শেয়ার বাজার?
হুড়মুড়িয়ে পড়ছে, আর কত নামবে শেয়ার বাজার?
মেয়ের মৃত্যুর পর না কেঁদে মিডিয়া সামলাচ্ছেন কীভাবে? প্রশ্ন কুণালের
মেয়ের মৃত্যুর পর না কেঁদে মিডিয়া সামলাচ্ছেন কীভাবে? প্রশ্ন কুণালের
Suvendu :নেতাজীর কথা বলতে গিয়ে কেন বাংলাদেশের প্রসঙ্গ শুভেন্দুর মুখে?
Suvendu :নেতাজীর কথা বলতে গিয়ে কেন বাংলাদেশের প্রসঙ্গ শুভেন্দুর মুখে?
কমছে ক্রেডিট-ডিপোজিট অনুপাত, বৃদ্ধি প্রায় নেই এইচডিএফসি ব্যাঙ্কের!
কমছে ক্রেডিট-ডিপোজিট অনুপাত, বৃদ্ধি প্রায় নেই এইচডিএফসি ব্যাঙ্কের!
'টাকা দিচ্ছে' বিমা সংস্থার স্টক, আপনার পোর্টফোলিওতে আছে কি?
'টাকা দিচ্ছে' বিমা সংস্থার স্টক, আপনার পোর্টফোলিওতে আছে কি?
দেড় মাসে প্রায় ৩০ শতাংশ পড়েছে জোম্যাটোর শেয়ার, কবে উঠবে?
দেড় মাসে প্রায় ৩০ শতাংশ পড়েছে জোম্যাটোর শেয়ার, কবে উঠবে?
একদিনেই পড়ল ১০ শতাংশ, আপনারও ছিল জোম্যাটোর শেয়ার?
একদিনেই পড়ল ১০ শতাংশ, আপনারও ছিল জোম্যাটোর শেয়ার?
আসতে পারে দেশের সবচেয়ে বড় আইপিও, টাটার মাথায় আরবিআইয়ের খাঁড়া
আসতে পারে দেশের সবচেয়ে বড় আইপিও, টাটার মাথায় আরবিআইয়ের খাঁড়া